IND vs ENG Confirmed XI: একাদশে মাত্র একটিই বদল, টস জিতে অবাক সিদ্ধান্ত ইংল্যান্ডের!
India Vs England 3rd Test Toss Report: ভারতীয় দলেও বদলের নানা সম্ভাবনা ছিল। জসপ্রীত বুমরা এই ম্যাচে খেলবেন নিশ্চিত ছিল। আরও কিছু পরিবর্তনের সম্ভাবনা ছিল। যদিও একাদশে একটি মাত্র পরিবর্তনই করলেন ভারত অধিনায়ক শুভমন গিল।

লর্ডস টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ড ক্যাপ্টেন বেন স্টোকসের। ম্যাচের আগের দিনই একাদশ ঘোষণা করে দিয়েছিলেন ইংল্যান্ড ক্যাপ্টেন। তাঁদের একাদশে একটি পরিবর্তনের কথা জানালেন। জশ টংয়ের পরিবর্তে জোফ্রা আর্চার। দীর্ঘ ৪ বছর পর টেস্টে ফিরছেন জোফ্রা আর্চার। ভারতীয় দলেও বদলের নানা সম্ভাবনা ছিল। জসপ্রীত বুমরা এই ম্যাচে খেলবেন নিশ্চিত ছিল। আরও কিছু পরিবর্তনের সম্ভাবনা ছিল। যদিও একাদশে একটি মাত্র পরিবর্তনই করলেন ভারত অধিনায়ক শুভমন গিল।
ইংল্যান্ডের ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে অবশ্য অনেকেই নেতিবাচক মনে করছেন। জসপ্রীত বুমরা, আকাশ দীপ, মহম্মদ সিরাজের মতো তিন পেসারের বিরুদ্ধে প্রথম সেশন কাটানো সহজ নয়। তা হলে কি এখানেও ফ্ল্যাট পিচ। ভারতের একাদশ দেখেও তেমনই মনে হচ্ছে। জাডেজার পাশাপাশি আর এক স্পিনার ওয়াশিংটন সুন্দরকেও রাখা হয়েছে। তেমনই আরও একটা সুযোগ পাচ্ছেন করুণ নায়ার। তবে এই ম্যাচে পারফর্ম করতে না পারলে, জায়গা ছাড়তে হতে পারে তাঁকে।
তৃতীয় টেস্টের জন্য ভারতের ঘোষিত একাদশ: লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, শুভমন গিল, ঋষভ পন্থ, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ
তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ডের ঘোষিত একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, জেমি স্মিথ, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, শোয়েব বশির।
