
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ দিয়ে টেস্টে নতুন অধ্যায় শুরু হয়েছে ভারতীয় ক্রিকেটে। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফির মাঝেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এই সিরিজের আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো কিংবদন্তিরা। শুভমন গিলের নেতৃত্বে নতুন শুরু। সিরিজ শুরুর আগে সাংবাদিক সম্মেলনে ক্যাপ্টেন শুভমন গিল একটা কথা পরিষ্কার করে দিয়েছিলেন, এই সিরিজের সেরা ব্যাটার হয়ে উঠতে চান।
শুভমনের এমন মন্তব্যের কারণও রয়েছে। এর আগে ইংল্যান্ডে হাতে গোনা টেস্ট খেলেছিলেন। সাফল্য পাননি। এ বার কথা রাখছেন। একের পর এক দুর্দান্ত ইনিংস খেলছেন ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়ে। লর্ডস টেস্টে হতাশ করেছিলেন। তেমনই ওভাল টেস্টের প্রথম ইনিংসে ভালো শুরু করেও আউট হলেন অবাক ভাবে। বল ঠেলে রান নিতে দৌঁড়েছিলেন। অনেক পরে বুঝতে পারেন, এটা সিঙ্গল নেওয়ার পরিস্থিতি নয়। ততক্ষণে দেরি হয়ে যায়। রান আউট শুভমন গিল। ওভালের প্রথম ইনিংসে ২১ রানে ফেরেন শুভমন। এর মাঝেই অবশ্য রেকর্ড গড়ে ফেলেছেন।
ভারত অধিনায়কদের মধ্যে এক সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ড ছিল কিংবদন্তি সুনীল গাভাসকরের। ৪৭ বছর আগে এই রেকর্ড গড়েছিলেন সানি। ১৯৭৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৩২ রান করেছিলেন গাভাসকর। এ দিন তাঁকে ছাপিয়ে গেলেন শুভমন গিল। এই সিরিজে ইতিমধ্যেই শুভমনের ঝুলিতে ৭৪৩ রান।
ক্যাপ্টেনদের মধ্যে এক সিরিজে সবচেয়ে বেশি রানের নিরিখে তাঁর সামনে রয়েছেন আর দু-জন। ইংল্যান্ডের গ্রাহাম গুচ এক সিরিজে করেছিলেন ৭৫২ রান। তালিকায় এক নম্বরে কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান। ৮১০ রান করেছিলেন তিনি। ওভালের দ্বিতীয় ইনিংসে একটা দুর্দান্ত পারফরম্যান্স করতে পারলে ডনকে ছাপিয়ে যেতেই পারেন শুভমন গিল।