
কলকাতা: সকালেও জানতেন না, দুপুরটা অন্যরকম হতে চলেছে বিলেতের মাটিতে। কিন্তু স্বপ্ন কোথাও না কোথাও মেঘের আড়ালে লুকিয়ে ছিল। ঝিরিঝিরি বৃষ্টিতেও যে স্বপ্ন একবারের জন্যও মুঠো থেকে হাতছাড়া করেননি কঝাঁক তরুণ। অনেককেই বলা যাবে না অভিজ্ঞ। প্রথম ইংল্যান্ড সফর। তারুণ্যই যে ঝলসে ওঠে সময় সময়, তারই ছাপ রেখে গেলেন শুভমন গিল, যশস্বী জয়সওয়ালরা। ১-২ থেকে ওভালে জিতে ২-২। নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে তিনে উঠে পড়ল ভারত। এমন জয়ের পর দলের ক্যাপ্টেন কী বলতে পারেন? পুরস্কারের মঞ্চে না-খেলা বেন স্টোকসকে যখন হতাশ দেখাচ্ছিল, তখন হাজার ওয়াটের হাসি গিলের মুখে। অপ্রত্যাশিত ভাবে দলের নেতা। এবং বিস্ময়কর ভাবে ২-২ সিরিজে ভারতের সেরা ব্যাটার।
ম্যাচের পর গিলের গলায় সিরাজের প্রশংসা। বলে দিলেন, ‘সিরাজের মতো বোলারকে পাওয়া যে ক্যাপ্টেনের স্বপ্ন। আজ সকালে ও প্রতিটা বলের জন্য সেরাটা দিয়েছে। প্রতিটা স্পেলে অবিশ্বাস্য পারফর্ম করেছে। সত্যি বলতে কী, সিরাজ, প্রসিধের মতো বোলার থাকলে যে কোনও ক্যাপ্টেনের কাজটা সহজ হয়ে যায়।’
একই সঙ্গে ভারতের ক্যাপ্টেন বলে দিলেন, ‘দুটো টিমই সেরা ক্রিকেটটা খেলেছে। ফল কী হতে পারে, না ভেবেই আমরা পঞ্চম দিন পা রেখেছিলাম। দুটো টিমই যে কারণে সেরা ক্রিকেট উপহার দিয়েছে। আমরা দুরন্ত পারফর্ম করেছি। ভরপুর বিশ্বাস ছিল। এমনকি, গতকাল যখন চাপে ছিলাম, তখনও বিশ্বাসটা হারায়নি। আসলে আমরা খেলাটাকে নিজেদের দখলে নিতে আপ্রাণ চেষ্টা করেছি। ২-২ সিরিজ থেকেই বোঝা যাচ্ছে, দুটো টিম সিরিজ জেতার জন্য কতটা মরিয়া ছিল।’
সিরিজ শুরুর আগেই শুভমন বলেছিলেন, তিনি দলের হয়ে সর্বোচ্চ রান করতে চান ইংল্যান্ড সিরিজে। তাই করেছেন। ৭৫৪ রান এসেছেন গিলের ব্যাট থেকে। গিল তৃপ্তি নিয়ে বলেছেন, ‘আমি সিরিজের আগেই নিজের লক্ষ্য ঠিক করে ফেলেছিলাম। এই সিরিজে দলের সর্বোচ্চ রান করতে চেয়েছিলাম। সেটা করতে পেরে ভালো লাগছে। টেকনিক্যালি ও মেন্টালি নিজেকে ঠিক জায়গা রাখতে পারাটা বড় ব্যাপার। এই ছয় সপ্তাহ ধরে একটাই জিনিস শিখেছি, কখনও হাল ছাড়তে নেই।’