ICC CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্পিনের জয়! আইসিসি ওডিআই টুর্নামেন্টে নতুন রেকর্ড

ICC Men's Champions Trophy 2025: তাদের স্পিন আক্রমণও খুবই ভালো। ভারতীয় দলেও দক্ষ এবং অভিজ্ঞ স্পিনার। শেষ অবধি জয় ছিনিয়ে নেয় ভারতই। তৃতীয় বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাব ভারতের ঝুলিতেই। আর এই ম্যাচে তৈরি হয়েছে রেকর্ডও।

ICC CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্পিনের জয়! আইসিসি ওডিআই টুর্নামেন্টে নতুন রেকর্ড
Image Credit source: PTI

Mar 10, 2025 | 6:01 PM

স্পিনের লড়াই। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এমন প্রত্যাশাই ছিল। যে দল ভালো স্পিন খেলতে পারবে, ট্রফি সে দিকেই ঝুঁকে। এখানেই বাজিমাত করে ভারত। স্পিনাররা অনবদ্য পারফরম্যান্স করেছেন টুর্নামেন্ট জুড়েই। ফাইনালটা সহজ ছিল না। নিউজিল্যান্ড ব্যাটাররা স্পিন ভালো খেলে। তেমনই তাদের স্পিন আক্রমণও খুবই ভালো। ভারতীয় দলেও দক্ষ এবং অভিজ্ঞ স্পিনার। শেষ অবধি জয় ছিনিয়ে নেয় ভারতই। তৃতীয় বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাব ভারতের ঝুলিতেই। আর এই ম্যাচে তৈরি হয়েছে রেকর্ডও।

ওয়ান ডে ফরম্যাটে আইসিসি টুর্নামেন্টে এই প্রথম কোনও ম্যাচে ৭০ ওভারের বেশি বোলিং করেছেন স্পিনাররা! ফাইনালে ভারতকে ২৫২ রানের টার্গেট দিয়েছিল নিউজিল্যান্ড। এক ওভার বাকি থাকতেই ম্যাচ ফিনিশ করে ভারত। অর্থাৎ দু-দল মিলে ব্যাটিং করেছে মোট ৯৯ ওভার। এর মধ্যে দু-দলের স্পিনাররাই করেছেন ৭৩ ওভার! এর মধ্যে ভারতীয় স্পিনাররা করেছেন ৩৮ ওভার এবং নিউজিল্যান্ড ৩৫ ওভার।

আইসিসি টুর্নামেন্টে নতুন রেকর্ড তৈরি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচেই। সেই ম্যাচে স্পিনাররা করেছিলেন ৬৫.১ ওভার। কয়েকদিনের ব্যবধানেই সেই রেকর্ড ভেঙে গেল। ভারত-নিউজিল্যান্ড গ্রুপ পর্বের ম্যাচেও ছিল স্পিন দাপট। সেই ম্যাচে দু-দলের স্পিনাররা বোলিং করেছিলেন মোট ৬২.৩ ওভার।

এতদিন এই রেকর্ড ছিল ১৯৯৮ সালের একটি ম্যাচে। সে বারও আইসিস চ্যাম্পিয়ন্স ট্রফির (সে সময় ছিল আইসিসি নকআউট ট্রফি) কোয়ার্টার ফাইনালে পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে স্পিনাররা করেছিলেন ৬০ ওভার। ২০১৯ সালে ওডিআই বিশ্বকাপেও পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচে স্পিনাররা করেছিলেন ৬০ ওভার। সব রেকর্ড ভেঙে গেল এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে।