IND vs PAK: মেয়েদের ক্রিকেটে ইতিহাস! কী এমন করে বসল ভারত-পাক ম্যাচ?

আইসিসির এই মেগা টুর্নামেন্ট খেলতে ভারতে পা রাখেনি পাকিস্তান। শ্রীলঙ্কার মাটিতেই খেলছে তাদের যাবতীয় ম্যাচ। হরমনপ্রীত কৌররা শ্রীলঙ্কার মাটিতেই খেলেছে পাকিস্তান ম্য়াচ। সেই মেগা ম্যাচ করে ফেলল ইতিহাস। মেয়েদের ক্রিকেটে (Women's Cricket) এমনটা এর আগে হয়নি।

IND vs PAK: মেয়েদের ক্রিকেটে ইতিহাস! কী এমন করে বসল ভারত-পাক ম্যাচ?
মেয়েদের ক্রিকেটে ইতিহাস! কী এমন করে বসল ভারত-পাক ম্যাচ?Image Credit source: Matthew Lewis-ICC/ICC via Getty Images

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 17, 2025 | 3:07 PM

কলকাতা: হ্যান্ডশেক বিতর্ক এখনও মেটেনি। যেখানেই দেখা হোক না কেন, পাকিস্তানিদের সঙ্গে হাত মেলানোর সৌজন্য দেখাবে না ভারত। মাঠের ঘটনা যাই হোক, মাঠের বাইরে তার প্রভাব পড়ছে না। বরং ভারত-পাকিস্তান ম্যাচ নতুন মাইলস্টোন তৈরি করে ফেলল। মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup) চলছে। আইসিসির এই মেগা টুর্নামেন্ট খেলতে ভারতে পা রাখেনি পাকিস্তান। শ্রীলঙ্কার মাটিতেই খেলছে তাদের যাবতীয় ম্যাচ। হরমনপ্রীত কৌররা শ্রীলঙ্কার মাটিতেই খেলেছে পাকিস্তান ম্য়াচ। সেই মেগা ম্যাচ করে ফেলল ইতিহাস। মেয়েদের ক্রিকেটে (Women’s Cricket) এমনটা এর আগে হয়নি।

আইসিসি যে তথ্য পেশ করছে, সেই অনুযায়ী মেয়েদের ক্রিকেটে সবচেয়ে বেশি ভিউয়ারশিপ এসেছে ভারত-পাকিস্তান ম্য়াচ থেকেই। দু’দেশের সম্পর্ক যতই খারাপ হোক না, দর্শকদের কাছে এই ম্যাচ আজও সমান আকর্ষণীয়। টিভি এবং ডিজিটাল মিলিয়ে এই ম্যাচ দেখার দর্শকের সংখ্যা ২৮.৪ মিলিয়ন। আইসিসি এও জানাচ্ছে, ১.৮৭ বিলিয়ন মিনিট ওয়াচটাইম অর্জন করেছে এই ম্যাচ। যা অতীতে মেয়েদের আর কোনও ম্য়াচে দেখা যায়নি। সব রেকর্ড ভেঙেচুরে দিয়েছে ভারত-পাক বিশ্বকাপ ম্যাচ। ঘটনা হল, ওই ম্য়াচে কিন্তু পাকিস্তানকে হারিয়ে জয় তুলে নিয়েছিলেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানারা।

শুধু ভারত-পাকিস্তান ম্যাচই নয়, এ বারের মেয়েদের বিশ্বকাপ ঘিরে তুমুল আগ্রহ রয়েছে সব স্তরেই। মাঠে যেমন লোক হচ্ছে, তেমনই টিভি কিংবা সম্প্রচারকারী ওটিটি অ্যাপেও চোখ রাখছেন দর্শকরা। প্রথম ১১টা ম্য়াচ দেখেছেন ৭২ মিলিয়ন দর্শক। আগের বিশ্বকাপের তুলনায় যা ১৬৬ শতাংশ বেড়েছে। মিনিটের নিরিখে ওয়াচটাইমও বেড়েছে বিপুল। ৬.৩ বিলিয়ন অর্থাৎ ৩২৭ শতাংশ বেড়েছে। গ্রুপ লিগ শেষের দিকে। আশা করা হচ্ছে, নকআউটে এই আগ্রহটা আরও বাড়বে। সেমিফাইনাল ও ফাইনাল দেখার জন্য অনেক বেশি মানুষ হামলে পড়বেন টিভি ও ডিজিটাল মাধ্যমে।