AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs SA, Boxing Day Test: একাদশে নেই বাংলার মুকেশ, টেস্টে অভিষেক প্রসিধের

IND vs SA, 1st Test: প্রোটিয়াদের দুর্গ সেঞ্চুরিয়নে ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) বক্সিং ডে টেস্ট। আজকের ম্যাচে বৃষ্টির সম্ভবনা ছিলই। ম্যাচের আগের দিনও সেঞ্চুরিয়নে বৃষ্টি হয়েছিল। যার ফলে টিম ইন্ডিয়ার ঐচ্ছিক অনুশীলন বাতিল হয়েছিল। এ বার ম্যাচের দিনেও বৃষ্টির কোপ। আবহাওয়া রিপোর্ট বলছে, সেঞ্চুরিয়ন টেস্টের ৫দিন দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

IND vs SA, Boxing Day Test: একাদশে নেই বাংলার মুকেশ, টেস্টে অভিষেক প্রসিধের
টেস্ট অভিষেক প্রসিধের, ৫ মাস পর আবার টেস্টে অশ্বিন
| Updated on: Dec 26, 2023 | 2:23 PM
Share

সেঞ্চুরিয়ন: প্রোটিয়াদের দুর্গ সেঞ্চুরিয়নে ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) বক্সিং ডে টেস্ট (Boxing Day Test)। আজকের ম্যাচে বৃষ্টির সম্ভবনা ছিলই। ম্যাচের আগের দিনও সেঞ্চুরিয়নে বৃষ্টি হয়েছিল। যার ফলে টিম ইন্ডিয়ার ঐচ্ছিক অনুশীলন বাতিল হয়েছিল। এ বার ম্যাচের দিনেও বৃষ্টির কোপ। আবহাওয়া রিপোর্ট বলছে, সেঞ্চুরিয়ন টেস্টের ৫দিন দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুপারস্পোর্ট পার্কে আজ, ২৬ ডিসেম্বর বৃষ্টির কারণে নির্ধারিত সময় ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের টস হয়নি। দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ আম্পায়াররা মাঠ পরিদর্শন করেন। এরপর ১টা ৪৫ মিনিটে টস হয়। সেঞ্চুরিয়নে টেস্ট অভিষেক হল ভারতীয় পেসার প্রসিধ কৃষ্ণার (Prasidh Krishna)। পাশাপাশি প্রায় ৫ মাস পর টেস্টে ফিরলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)।

টস জিতে শুরুতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। টসের পর রোহিত জানান, আজ ডেবিউ হচ্ছে প্রসিধ কৃষ্ণার। পাশাপাশি রোহিত জানান, ব্যাক স্প্যাজমের কারণে, রবিচন্দ্রন অশ্বিন নেই এই ম্যাচে। পেস বিভাগে জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজের সঙ্গে বাংলার মুকেশ কুমারের জায়গায় প্রসিধ কৃষ্ণার ওপর ভরসা রাখল টিম ম্যানেজমেন্ট। দেশের জার্সিতে কর্নাটকের প্রসিধ কৃষ্ণা এর আগে ১৭টি ওডিআই এবং ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তাতে আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে প্রসিধ নিয়েচেন ২৯টি উইকেট এবং টি-২০ ফর্ম্যাটে ভারতের হয়ে তিনি ৮টি উইকেট নিয়েছেন। এ বার দেখার টেস্টে ডেবিউ ম্যাচে তিনি কেমন পারফর্ম করেন।

রবিচন্দ্রন অশ্বিন সুযোগ পেয়েছেন একাদশে। জুলাইয়ে শেষ বার টেস্ট ম্যাচ খেলেছিল টিম ইন্ডিয়া। ওই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের একাদশে ছিলেন অশ্বিন। চলতি অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপের ম্যাচও খেলেছিলেন অশ্বিন। এ বার ফের ভারতের জার্সিতে দেখা যাবে অশ্বিনকে। সেঞ্চুরিয়নে প্রোটিয়াদের গতবারের সফরে ১১৩ রানের বিরাট ব্যবধানে হারিয়েছিল টিম ইন্ডিয়া। ফলে এ বারও দক্ষিণ আফ্রিকা সফরে ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ প্রোটিয়াদের গড়ে জিততেই পারেন বিরাট-রোহিতরা। আর সেটা হলে সিরিজে এগিয়ে যাবে রোহিতের ভারত। এবং দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের দিকেও এক পা বাড়িয়ে ফেলবে টিম ইন্ডিয়া।

ভারতের একাদশ – যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ।

দক্ষিণ আফ্রিকার একাদশ – ডিন এলগার, এইডেন মার্কব়্যাম, টনি ডি জর্জি, তেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, কাইল ভেরেইন (উইকেটকিপার), মার্কো জ্যানসেন, কিগান পিটারসন, জেরাল্ড কোৎজে, কাগিসো রাবাডা, নান্দ্রে বার্গার।