India vs South Africa T20 2024: ‘নাকাল’ বল, হাওয়ায় হতাশা স্কাইয়ের, ভালো শুরুতেও বড় ইনিংস এল না

Nov 08, 2024 | 9:32 PM

IND vs SA T20I 2024, Suryakumar Yadav: সূর্য শুরু থেকে পরিস্থিতি সামলে নিচ্ছিলেন। কিন্তু নাকল বলে নাকাল হলেন। তাঁর ফ্লিক শট হাওয়ার বিপরীতে। স্কোয়ার বাউন্ডারি ছোট হলেও লাভ হল না। দক্ষিণ আফ্রিকা মূল্যবান উইকেট পায় এতেই।

India vs South Africa T20 2024: নাকাল বল, হাওয়ায় হতাশা স্কাইয়ের, ভালো শুরুতেও বড় ইনিংস এল না
Image Credit source: ScreenGrab

Follow Us

শুরুটা দুর্দান্ত হয়েছিল। তাঁর পরিচিত শটও দেখা যায়। একদিকে সঞ্জু স্যামসন বিধ্বংসী ব্যাটিং, অন্য দিকে সূর্যকুমার যাদব। দিশেহারা দক্ষিণ আফ্রিকাকে বাঁচিয়ে দিল নাকল বল ও হাওয়া। ডারবানে প্রচণ্ড হাওয়া। এর বিপরীতে শট খেলতে ব্যাটাররা প্রবল সমস্যায় পড়ছেন। সূর্য শুরু থেকে পরিস্থিতি সামলে নিচ্ছিলেন। কিন্তু নাকল বলে নাকাল হলেন। তাঁর ফ্লিক শট হাওয়ার বিপরীতে। স্কোয়ার বাউন্ডারি ছোট হলেও লাভ হল না। দক্ষিণ আফ্রিকা মূল্যবান উইকেট পায় এতেই।

পাওয়ার প্লে-তেই বাঁ হাতি তরুণ ওপেনার অভিষেক শর্মার উইকেট হারিয়েছিল ভারত। এরপরই তিনে প্রবেশ ক্যাপ্টেন স্কাইয়ের। প্যাটট্রিক ক্রুগারের ওভার ভারতীয় শিবিরে কিছুটা ছন্দপতনও ঘটায়। ওয়াইড-নো থেকে অতিরিক্ত রান এলেও মনসংযোগে ব্যাঘাত ঘটে সূর্যর। নবম ওভারের শেষ বলে ফ্লিক শট খেলেছিলেন। নাকল বল হওয়ায় বলে প্রত্যাশিত গতি ছিল না। তার মধ্যে মাঝ ব্যাটেও লাগেনি। ডেবিউ ম্যাচে নামা সিমেলেনের হাতে ক্যাচে।

এই খবরটিও পড়ুন

মাত্র ১৭ বল ক্রিজে ছিলেন সূর্য। উল্টোদিকে সঞ্জু থাকায় তাঁকেই মূলত স্ট্রাইক দেওয়ার চেষ্টা করছিলেন স্কাই। নিজে অ্যাঙ্কর করার চেষ্টা করেন। এর মধ্যে দুটি বাউন্ডারি এবং চোখ ধাঁধানো শটে একটি ওভার বাউন্ডারিও মারেন। তবে ১৭ বলে ২১ রানেই ইতি হয় তাঁর ইনিংসের।

Next Article