India vs West Indies 2023: সিরিজ ‘ফাইনালে’ ভারতের একাদশ ধোঁয়াশা

IND vs WI 2023, 3rd ODI Preview: তৃতীয় ওয়ান-ডে তেও রোহিত-বিরাট বিশ্রামে থাকলে অপরিবর্তিত একাদশ নামানোর সম্ভাবনা রয়েছে ভারতের। সেক্ষেত্রে প্রশ্ন ঋতুরাজ গায়কোয়াড়কে নিয়ে।

India vs West Indies 2023: সিরিজ 'ফাইনালে' ভারতের একাদশ ধোঁয়াশা
Image Credit source: ICC
Follow Us:
| Edited By: | Updated on: Aug 01, 2023 | 10:00 AM

বার্বাডোজ পর্ব শেষ। এ বার পোর্ট অব স্পেন। টরবায় ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচ। সিরিজ নির্ণায়ক ম্যাচ। ব্রিজটাউনে সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হয় অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো সিনিয়র ক্রিকেটারকে। দলের সঙ্গে পোর্ট অব স্পেনে পা রাখেননি কোহলি। তিনি হয়তো আলাদা আসবেন। প্রশ্ন হল, সিরিজ নির্ণায়ক শেষ ম্যাচে তিনি খেলবেন কিনা। ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ওয়ান ডে প্রিভিউ, বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এই সিরিজে রয়েছে বৈপরিত্য। অক্টোবরে ভারতের মাটিতে ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ। ভারতীয় দলের নজরে এই সিরিজ বিশ্বকাপের প্রস্তুতিতেও। অন্য দিকে, ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম যোগ্যতা অর্জন করতে পারেনি তারা। ওয়েস্ট ইন্ডিজকে ছাড়া ক্রিকেট বিশ্বকাপ! এ যেন সত্যিই অকল্পনীয়। তাদের কাছে এই সিরিজের গুরুত্ব শুধু শক্তিশালী ভারতকে চ্যালেঞ্জ দিয়ে মর্যাদা রক্ষা। যদিও পরিস্থিতি আপাতত আর এটুকুতেই সীমাবদ্ধ নেই। দ্বিতীয় ওয়ান ডে-তে বিশ্রাম দেওয়া হয়েছিল বিরাট-রোহিতকে। ঈশান কিষাণের হাফসেঞ্চুরিতে দারুণ জায়গায় ছিল ভারত। তবে মিডল ও লোয়ার অর্ডারের ব্যর্থতায় বিশাল রান তোলা যায়নি। প্রথম ম্যাচে ১১৪ রানে গুটিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ খুব সহজেই ১৮২ রান তাড়া করে জিতেছে।

সেই ম্যাচে যদি বিরাট, রোহিত খেলতেনও। কিন্তু তাঁরা যদি কম রানে আউট হয়ে যেতেন! সেক্ষেত্রে তো এমন পরিস্থিতি তৈরি হতে পারত। তাই বিরাট-রোহিত ছিল না বলে ওয়েস্ট ইন্ডিজ কোনও দুর্বল দলের সঙ্গে জিতেছে বলা যায় না। বরং, তাদের নিয়ন্ত্রিত বোলিং এবং চোখ ধাঁধানো ফিল্ডিং অ্যাডভান্টেজে রেখেছিল। সিরিজ নির্ণায়ক ম্যাচে রোহিতের ফেরা নিশ্চিত। যতই বিশ্বকাপের আগে পরীক্ষা নিরীক্ষা হোক, প্রাথমিক লক্ষ্য অবশ্যই সিরিজ জেতা। অন্য দিকে, ২০০৬ সালের পর ভারতের বিরুদ্ধে সিরিজ জেতাই উদ্দেশ্য ওয়েস্ট ইন্ডিজের।

তৃতীয় ওয়ান-ডে তেও রোহিত-বিরাট বিশ্রামে থাকলে অপরিবর্তিত একাদশ নামানোর সম্ভাবনা রয়েছে ভারতের। সেক্ষেত্রে প্রশ্ন ঋতুরাজ গায়কোয়াড়কে নিয়ে। তাঁকে সম্ভবত টি-টোয়েন্টির জন্য প্রস্তুত করাই আপাতত লক্ষ্য। এই ম্যাচেও হয়তো বেঞ্চেই কাটাতে হবে তাঁকে। আয়ার্ল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রয়েছেন ঋতু। বুমরার সহ অধিনায়ক করা হয়েছে তাঁকে। সেই সিরিজে ভালো ভাবে সুযোগ পেতে পারেন ঋতুরাজ গায়কোয়াড়।

ওয়েস্ট ইন্ডিজ শিবির অবশ্য আত্মবিশ্বাসে ফুটছে। গত ম্যাচে অনবদ্য বোলিংয়ে ভারতকে অলআউট করা এবং বড় ব্যবধানে জয়, এই ম্যাচে তাদের বাড়তি ভরসা দেবে। ব্যাটিংয়ে অধিনায়ক শেই হোপের সঙ্গে দারুণ ব্যাটিং করেছেন কেসি কার্টি। নজর থাকবে এই তরুণ ব্যাটারের দিকে।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ, তৃতীয় ওয়ান ডে

সন্ধে ৭টা থেকে দূরদর্শন এবং ফ্যানকোডে সরাসরি সম্প্রচার