Hardik Pandya: কথা রাখলেন হার্দিক, ম্যাচ শেষ হতেই ছুট্টে গেলেন গ্যালারির দিকে, তারপর…
IND vs WI: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে জোড়া ম্যাচ হারার পর জয়ের মুখ দেখেছেন হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। ওই ম্যাচের শেষে ভারত অধিনায়ক হার্দিককে দেখা গিয়েছে তাঁর দেওয়া কথা রাখতে।
গায়ানা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) পরপর দুই টি-২০ ম্যাচে হারার পর জয়ে ফিরল ভারত। পেল্লাই ছক্কা হাঁকিয়ে ভারতকে ম্যাচ জেতান হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। যদিও হার্দিকের এই ম্যাচ জেতানো ছক্কা নেটিজ়েনদের মনে ধরেনি। একটাই কারণ। ওই সময় হার্দিকের সঙ্গে ক্রিজে ছিলেন তিলক ভার্মা। তিনি ব্যাট করছিলেন ৪৯ রানে। বলও ছিল ১৪টি। তাই হার্দিক চাইলেই তিলককে তাঁর অর্ধশতরান পূরণ করার সুযোগ দিতে পারতেন। তা তিনি করেননি। তাই হার্দিকের কপালে জুটেছে ‘সেলফিশ’ তকমা। তবে ৫ ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে জয়ের পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের পর হার্দিক পান্ডিয়ার এক বিশেষ রূপ দেখা গিয়েছে। গায়ানায় তৃতীয় ম্যাচের শেষে দেখা যায় হার্দিক গ্যালারির দিকে ছুটে যান। তারপর কী হয়েছিল? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের শেষে হার্দিক পান্ডিয়াকে দেখা যায় পায়ে প্যাড পরা অবস্থায় তিনি এগিয়ে যান গ্যালারির দিকে। ম্যাচ বলে অটোগ্রাফও দেন। এরপর তা নিয়ে তিনি গ্যালারিতে উপস্থিত এক বাচ্চা মেয়েকে সেই বলটি দেন। কিন্তু কেন জানেন? আসলে ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-২০ ম্যাচ শুরু হওয়ার আগে ভারতীয় টিম যখন মাঠে অনুশীলন করছিল সেই সময় হার্দিকের মারা একটি শট গিয়ে লাগে গ্যালারিতে থাকা এক বাচ্চা মেয়ের চোয়ালে। সেই মেয়েটি খেলা দেখতে এসেছিল। সঙ্গে সঙ্গে হার্দিকের নির্দেশে বিসিসিআইয়ের মেডিকেল টিম ওই মেয়েটির চিকিৎসা করে। সেই মেয়েটির চোট তেমন গুরুতর ছিল না। এরপর হার্দিক ওই বাচ্চা মেয়েটিকে কথা দেন, ম্যাচের শেষে তিনি তাঁকে বিশেষ উপহার দেবেন।
যেমন কথা, তেমন কাজ…
কথা দিয়ে তা রাখতে ভোলেননি হার্দিক। ম্যাচের শেষে তিনি ওই খুদে ভক্তকে তাঁর অটোগ্রাফ দেওয়া বলটি উপহার দেন। হার্দিকের কাছে উপহার পেয়ে ওই বাচ্চা মেয়েটির মুখে হাসি ছিল দেখার মতো। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।