Team India: রাহুলের ফের হাফসেঞ্চুরি, জ্বলল ক্যাপ্টেন অভিমন্যুর ব্যাটও; চারে ‘চার’ খলিল

India Tour of England: মনে করা হচ্ছে, যশস্বী জয়সওয়ালের সঙ্গে ইনিংস ওপেন করবেন লোকেশ রাহুলই। তবে টিম ম্যানেজমেন্টকে যেন বার্তা দিয়ে রাখলেন ভারত এ দলের ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরণও। তিনি মূলত ওপেনার হলেও এই ম্যাচে তিন নম্বরে ব্যাট করছেন।

Team India: রাহুলের ফের হাফসেঞ্চুরি, জ্বলল ক্যাপ্টেন অভিমন্যুর ব্যাটও; চারে চার খলিল
Image Credit source: Darrian Traynor/Getty Images

Jun 08, 2025 | 11:51 PM

ইংল্যান্ড সিরিজের প্রস্তুতিতে ভারত এ দলের হয়ে খেলছেন টেস্ট স্কোয়াডের অনেকেই। তার মধ্যে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ, লোকেশ রাহুলও। রোহিত শর্মার অবসরে ওপেনিং স্লটে একটি জায়গা খালি হয়েছে। মনে করা হচ্ছে, যশস্বী জয়সওয়ালের সঙ্গে ইনিংস ওপেন করবেন লোকেশ রাহুলই। তবে টিম ম্যানেজমেন্টকে যেন বার্তা দিয়ে রাখলেন ভারত এ দলের ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরণও। তিনি মূলত ওপেনার হলেও এই ম্যাচে তিন নম্বরে ব্যাট করছেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের স্কোয়াডেও রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। বাংলার এই ক্রিকেটার প্রথম ডাক পেয়েছেন তা নয়। এ-দলে নিয়মিত খেলছেন। নেতৃত্বও দিচ্ছেন। টেস্টেও এর আগে একাধিক সিরিজে ডাক পেয়েছেন। গত কয়েক বছর ধরেই কড়া নাড়ছেন। কিন্তু খেলার সুযোগ আর হয়নি। এ বার হয়তো অপেক্ষার অবসান হতে পারে। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ব্যাটিং।

লোকেশ রাহুলের সেঞ্চুরির সৌজন্যে প্রথম ইনিংসে ৩৪৮ রান করেছিল ভারত এ দল। জবাবে ইংল্যান্ড লায়ন্সকে ৩২৭ রানে গুটিয়ে দেন অভিমন্যুরা। দুর্দান্ত বোলিং বাঁ হাতি পেসার খলিল আহমেদের। স্পেলের প্রথম দশ ওভারে উইকেটশূন্য ছিলেন খলিল। শেষ চার ওভারে চার উইকেট তাঁর ঝুলিতে। প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ লিড নেয় ভারত এ দল।

দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ যশস্বী জয়সওয়াল। তবে লোকেশ রাহুলের হাফসেঞ্চুরি (৫১) ভারত এ-দলের লিড বাড়াতে সাহায্য করে। দিনের প্রাপ্তি অবশ্যই ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরণের পারফরম্যান্স। মাত্র ৯২ বলে ৮০ রানের ঝোড়ো ইনিংস খেলেন অভিমন্যু। ম্যাচের একদিন বাকি। ভারত এ দল ১৮৪ রানে এগিয়ে।