Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sachin Tendulkar-Ricky Ponting: হোক তেন্ডুলকর-পন্টিং সিরিজ, ফ্যানেদের দাবি কি মানবে দুই দেশের বোর্ড?

IND vs AUS, BGT 2023: ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে হয়ে আসছে ঐতিহ্যশালী বর্ডার-গাভাসকর ট্রফি। এ বার দুই দেশের ক্রিকেটপ্রেমীরা চায় নতুন সিরিজ।

Sachin Tendulkar-Ricky Ponting: হোক তেন্ডুলকর-পন্টিং সিরিজ, ফ্যানেদের দাবি কি মানবে দুই দেশের বোর্ড?
Sachin Tendulkar-Ricky Ponting: হোক তেন্ডুলকর-পন্টিং সিরিজ, ফ্যানেদের দাবি কি মানবে দুই দেশের বোর্ড? Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Feb 26, 2023 | 1:36 PM

নয়াদিল্লি: সেই ১৯৪৭ সাল থেকে ভারত ও অস্ট্রেলিয়ার (India vs Australia) মধ্যে টেস্ট সিরিজ চলছে। তখন এই দুই দলের টেস্ট সিরিজের নাম বর্ডার-গাভাসকর ট্রফি ছিল না। ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের ইতিহাস ৭৬ বছরের। ১৯৯৬ সালে এই দুই দেশের টেস্ট সিরিজের নামকরণ হয় অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যালান বর্ডার ও ভারতের কিংবদন্তি সুনীল গাভাসকরের নামে। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার-গাভাসকর ট্রফি ভীষণই জনপ্রিয়। এ বার দুই দেশের ক্রিকেট প্রেমীরা চায় এক নতুন সিরিজ। যার নামও ঠিক করে ফেলেছে ক্রিকেট মোদীরা। আসলে দুই দেশের আরও দুই কিংবদন্তিকে কেন্দ্র করে এক নতুন সিরিজের অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। দাবি হল, শুরু হোক সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও রিকি পন্টিংকে (Ricky Ponting) কেন্দ্র করে এক ওডিআই সিরিজ। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

সোশ্যাল মিডিয়ায় ভারত-অস্ট্রেলিয়ার নতুন সিরিজের দাবি তোলা এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, ভারত ও অস্ট্রেলিয়ার দুই ক্রিকেট প্রেমীরা তাঁদের দেশের পতাকা হাতে দাঁড়িয়ে রয়েছেন। ওই ভারতীয় সমর্থক প্রথমে বলেন, “আমরা ভারতীয় ক্রিকেট বোর্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডকে অনুরোধ জানাই, বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজের মতো, আমরা ৫ ম্যাচের তেন্ডুলকর-পন্টিং ওডিআই সিরিজ চাই।” এরপর ওই ভিডিয়োতে থাকা অজি সমর্থক বলেন, “হ্যাঁ আমিও এটা চাই। কখনও ৫ ম্যাচ অস্ট্রেলিয়ায় হবে, কখনও ৫ ম্যাচ ভারতে হবে।” এরপরই দু’জন মিলে আইসিসিকেও বিষয়টি দেখার অনুরোধ জানান। সঙ্গে উল্লেখ করেন, এই দুই দেশে রয়েছে একাধিক ক্রিকেট অনুরাগী। দুই দেশের ক্রিকেট ফ্যানেদের এই আবেদনে বিসিসিআই কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়া সাড়া দেবে কিনা, তা সময়ই বলবে। তবে এ কথা অস্বীকার করার জায়গা নেই, যে সত্যিকার অর্থে ভারত-অস্ট্রেলিয়া যখনই ২২ গজের যুদ্ধে নামে একটা আলাদা পরিবেশ তৈরি হয়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োর কমেন্টে একাধিক সাজেশনও উঠে এসেছে। যেমন কেউ কেউ দাবি তুলেছেন এই সিরিজের নাম হোক সচিন-ওয়ার্ন সিরিজ। কারও দাবি আবার দুই দেশের টেস্ট সিরিজের নাম হোক কোহলি-স্মিথের নামে। ধোনি-পন্টিং, তেন্ডুলকর-ওয়া, সৌরভ-ওয়া, কুম্বলে-ওয়ার্ন, অশ্বিন-লিয়ঁ জুটিকে কেন্দ্র করেও দুই দেশের নতুন সিরিজের নামের দাবি উঠেছে।

প্রসঙ্গত, চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে ২-০ ব্যবধানে আপাতত এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ৪ ম্যাচের বর্ডার গাভাসকর ট্রফির এখনও ২টি ম্যাচ বাকি রয়েছে। ইন্দোরে ১ মার্চ থেকে শুরু হবে তৃতীয় টেস্ট সিরিজ। সেখানে একদিকে রোহিত শর্মাদের সামনে রয়েছে সিরিজ জয়ের হাতছানি, অন্যদিকে স্টিভ স্মিথদের সামনে রয়েছে ঘুরে দাঁড়ানোর সুযোগ।