Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs SA: সঞ্জুর শতরান, অর্শদীপ-সুন্দরদের দুরন্ত বোলিংয়ে ওডিআই সিরিজ জিতল ভারত

India vs South Africa, 3rd ODI: ভারতের দেওয়া ২৯৭ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন প্রোটিয়ারা। রিজা হেন্ড্রিক্স ও টনি ডি জর্জির ওপেনিং জুটিতে ওঠে ৫৯ রান। এরপর তৃতীয় উইকেটে ক্যাপ্টেন এইডেন মার্কব়্যামের সঙ্গে জুটিতে টনি তোলেন ৬৫ রান। এটাই প্রোটিয়াদের বড় পার্টনারশিপ। তারপর আর সেই অর্থে কোনও জুটিই বড় রান তুলতে পারেনি।

IND vs SA: সঞ্জুর শতরান, অর্শদীপ-সুন্দরদের দুরন্ত বোলিংয়ে ওডিআই সিরিজ জিতল ভারত
সঞ্জুর শতরান, অর্শদীপ-সুন্দরদের দুরন্ত বোলিংয়ে ওডিআই সিরিজ জিতল ভারত
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2023 | 12:43 AM

পার্ল: একেই বলে কড়া টক্কর। পার্লে ভারত-দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) ওডিআই সিরিজের ফয়সলা অবশেষে হল। টি-২০ সিরিজে বৃষ্টি ভিলেন না হলে, হয়তো ১-১ ড্র না হয়ে ফয়সলা হত। কিন্তু ওডিআই সিরিজে তেমনটা হয়নি। ৫০ ওভারের ফর্ম্যাটে দুই দলের ৩ ম্যাচের সিরিজ বেশ রোমাঞ্চকর হল। জো’বার্গে দাপট দেখিয়ে জিতেছিল টিম ইন্ডিয়া (Team India)। বেরহায় সিরিজে সমতা ফেরায় প্রোটিয়ারা। যার ফলে সিরিজের নির্ণায়ক ম্যাচে সকলের চোখ ছিল। টিম ইন্ডিয়ার প্রোটিয়া সফরে এই ম্যাচ বেশ রোমাঞ্চকর হল। ২-১ ব্যবধানে সিরিজ জিতে অবশেষে শেষ হাসি ফুটেছে ভারতীয় শিবিরে। ২০১৮ সালের পর দক্ষিণ আফ্রিকার মাটিতে ওডিআই সিরিজ জিতল টিম ইন্ডিয়া।

টস হেরে প্রথমে ব্যাটিং করে কেএল রাহুলের টিম। প্রোটিয়াদের বিরুদ্ধে আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম শতরান করেন সঞ্জু স্যামসন। তাঁর পাশাপাশি টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি তিলক ভার্মা প্রথম ওডিআই হাফসেঞ্চুরি করেন। দঃ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০তে ডেবিউ হওয়া রিঙ্কু সিং সিরিজের নির্ণায়ক ম্যাচে করেন ৩৮ রান। ক্যাপ্টেন রাহুলের ব্যাটে এসেছে ২১ রান। সব মিলিয়ে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান তোলে টিম ইন্ডিয়া।

২৯৭ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন প্রোটিয়ারা। রিজা হেন্ড্রিক্স ও টনি ডি জর্জির ওপেনিং জুটিতে ওঠে ৫৯ রান। এরপর তৃতীয় উইকেটে ক্যাপ্টেন এইডেন মার্কব়্যামের সঙ্গে জুটিতে টনি তোলেন ৬৫ রান। এটাই প্রোটিয়াদের বড় পার্টনারশিপ। তারপর আর সেই অর্থে কোনও জুটিই বড় রান তুলতে পারেনি। কিন্তু ট্রফি নিজেদের কাছে রাখার জন্য ম্যাচ জেতার আপ্রাণ চেষ্টা করেছিল প্রোটিয়া শিবির।

ভারতের তরুণ তুর্কিরা চাপে ফেলে দেন মার্কব়্যাম, মিলারদের। প্রোটিয়া অধিনায়ক করেন ৩৬ রান। ওপেনার রিজা হেন্ড্রিক্স ছাড়া কেউ বড় রান পাননি। তিনি ৮৭ বলে ৮১ রান করেন। ২৭ বলে ১৪ রানের ক্যামিও ইনিংস খেলেন কেশব মহারাজ এবং ২৬ বলে ১৮ রান করেন বেউরান হেন্ড্রিক্স। কিন্তু নির্ধারিত ৫০ ওভার অবধি দলকে টেনে নিয়ে যেতে পারেননি কেউ। ৪৫.৫ ওভারে ২১৮ রান তুলে গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। ৪টি উইকেট নেন ভারতের তরুণ বোলার অর্শদীপ সিং। ২টি করে উইকেট আবেশ খান ও ওয়াশিংটন সুন্দর। আর ১টি করে উইকেট নেন মুকেশ কুমার ও অক্ষর প্যাটেল। কোনও ভারতীয় বোলার খালি হাতে ফেরেননি আজ। ৭৮ রানের ব্যবধানে ম্যাচ জেতার পাশাপাশি ২-১ ব্য়বধানে ওডিআই সিরিজ জিতল টিম ইন্ডিয়া।