India vs West Indies: ‘ক্যারিবিয়ানরা শট মারার চেষ্টাই করেনি’, ভারত উইকেট না পাওয়ার অবাক যুক্তি টিম ইন্ডিয়ার বোলিং কোচের

IND vs WI, 2nd Test: তৃতীয় দিন কার্যত ভারতীয় বোলারদের ধৈর্য নিয়ে খেললেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। সারা দিনে মাত্র ৪টি উইকেট পেয়েছেন ভারতীয় বোলাররা। কেন তৃতীয় দিন বেশি উইকেট পেল না ভারত? অবাক যুক্তি দিয়েছেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ পারশ মামরে।

India vs West Indies: 'ক্যারিবিয়ানরা শট মারার চেষ্টাই করেনি', ভারত উইকেট না পাওয়ার অবাক যুক্তি টিম ইন্ডিয়ার বোলিং কোচের
India vs West Indies: 'ক্যারিবিয়ানরা শট মারার চেষ্টাই করেনি', ভারত উইকেট না পাওয়ার অবাক যুক্তি টিম ইন্ডিয়ার বোলিং কোচের Image Credit source: AP
Follow Us:
| Edited By: | Updated on: Jul 23, 2023 | 12:51 PM

ত্রিনিদাদ: পোর্ট অব স্পেনে চলছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) দ্বিতীয় টেস্ট। সিরিজে এই মুহূর্তে ১-০ এগিয়ে রয়েছে রোহিত শর্মার ভারত। ডমিনিকায় প্রথম টেস্ট ৩ দিনে শেষ হয়ে গিয়েছিল। ত্রিনিদাদ টেস্টে তা হয়নি। উল্টে তৃতীয় দিন পুরো সময়টা ব্যাটিং করেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৪৩৮ রান করে ভারত। দ্বিতীয় দিনের শেষে ব্যাটিং করা শুরু করে ক্যারিবিয়ানরা। পুরো তৃতীয় দিন যে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা ক্রিজে টিকে যাবেন, তা হয়তো অনেক ক্রিকেট প্রেমীই মনে করেননি। দ্বিতীয় দিন একটি উইকেট হারিয়ে ৮৬ রান তুলেছিলেন ক্রেগ ব্রেথওয়েটরা। তৃতীয় দিন কার্যত ভারতীয় বোলারদের ধৈর্য নিয়ে খেললেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। সারা দিনে মাত্র ৪টি উইকেট পেয়েছেন ভারতীয় বোলাররা। কেন তৃতীয় দিন বেশি উইকেট পেল না ভারত? অবাক যুক্তি দিয়েছেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ পারশ মামরে। বিস্তারিত জানতে পড়ুন TV9Bangla Sports এর এই প্রতিবেদন।

প্রথম ইনিংসে এখনও অবধি ১০৮ ওভার ব্যাটিং করেছেন ক্রেগ ব্রেথওয়েটরা। তৃতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ২২৯ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। এখনও অবধি ২০৯ রানে পিছিয়ে রয়েছে ক্যারিবিয়ানরা। তৃতীয় দিনের খেলার শেষে ভারতের বোলিং কোচ বলেন, ‘এই পিচ খুল স্লো। ব্যাটিং সহায়ক। শেষের দিকে বল একটু ঘুরছে। ওয়েস্ট ইন্ডিজকে এই টেস্টে ব্যাট হাতে অনেক রক্ষণাত্মক দেখাচ্ছে। ওরা যদি শট খেলার চেষ্টা করত, তখন উইকেট পাওয়ার সুযোগ থাকত। কিন্তু ওরা ওই চেষ্টাটাও করেনি। আমাদের বোলারদের কাছ থেকে যা আশা করা হয়েছিল, ওরা সেটাই করেছে।’

তাঁর মতে, পোর্ট অব স্পেনের এই পিচে ২০ উইকেট নেওয়া কঠিন। তিনি বলেন, ‘ডমিনিকার পিচে টার্ন ছিল। আমরা পরিস্থিতিকে আরও ভালোভাবে ব্যবহার করেছিলাম। যদিও এই পিচে ২০ উইকেট নেওয়া কঠিন হবে। আমাদের প্রথম টার্গেট হল প্রথম ইনিংসে ওদের অল আউট করা। তারপর বাকি জিনিস নিয়ে ভাবনা চিন্তা করা হবে। তবেএই ধরণের উইকেটে বোলারদের সফল হওয়াটা বেশ কঠিন।’

ভারতীয় বোলিং কোচ মনে করছেন, রবিবার, চতুর্থ দিন বোলাররা যদি শুরুর দিকে কয়েকটা উইকেট তুলে নিতে পারেন তা হলে সেটা দলের অনেক সাহায্য হবে। তিনি বলেন, ‘আমরা ম্যাচটা জেতার চেষ্টা করছি। প্রত্যেকটা সেশন ধরে ধরে আমরা এগোতে চাই। প্রথম ঘণ্টার পর কী হয় সেটাই এখন দেখার। এটা আমাদের সৌভাগ্য যে বল এখনও নতুন আছে। মহম্মদ সিরাজ এবং মুকেশ কুমার যেভাবে বোলিং করছে, সুইং করাচ্ছে তাতে মনে হচ্ছে আমরা উইকেট পেতে পারি। আমরা জেতার মানসিকতা নিয়ে খেলছি। তাই দিনের শুরুতেই ১-২ টো উইকেট চাই।’