কলকাতা: অনন্তপুরে তিন দিনে শেষ ইন্ডিয়া-ডি ও সি টিমের দলীপ ট্রফির (Duleep Trophy 2024) প্রথম ম্যাচ। ইন্ডিয়া-ডি টিম দ্বিতীয় দিনের শেষে ছিল ৮ উইকেটে ২০৬ রানে। সেখান থেকে তৃতীয় দিন ২৩৬ রানে থামে শ্রেয়স আইয়ারের দল। ফলে ঋতুরাজ গায়কোয়াড়দের টার্গেট দাঁড়ায় ২৩৩। তৃতীয় দিনের তৃতীয় সেশনে হল ম্যাচ শেষ। ব্যাটে বলে ছাপ রাখলেন মানব সুতার (Manav Suthar)। যিনি এর আগে ইন্ডিয়া-এ টিমের হয়ে খেলেছেন। অলরাউন্ডার মানবের দাপটে দ্বিতীয় ইনিংসে বেশি রান তুলতে পারেনি শ্রেয়সের টিম। দলের প্রয়োজনে মানবের ব্যাটে-বলে পারফরম্যান্স দেখে ক্রিকেট মহলে আলোচনা শুরু, রবীন্দ্র জাডেজার আরও এক ব্যাক আপ কি পেলেন গৌতম গম্ভীররা।
অক্ষর প্যাটেলের ৮৬ রানে ভর করে প্রথম ইনিংসে ইন্ডিয়া-ডি তোলে ১৬৪। এরপর ইন্ডিয়া-সি বাবা ইন্দ্রজিৎের ৭২ লড়াকু ৭২ রানে ভর করে প্রথম ইনিংসে তোলে ১৬৮। শ্রেয়স আইয়ারদের দ্বিতীয় ইনিংসে ওঠে ২৩৬ রান। ক্যাপ্টেন শ্রেয়স ৫৪ রান করেন। দেবদত্ত পাড়িক্কাল করেন ৫৬ রান। রিকি ভুঁইয়ের ব্যাটে আসে ৪৪ রান। মানব সুতার একা তুলে নেন ৭ উইকেট। আর বাকি কাজটুকু পূর্ণ করেন বিজয়কুমার বিষাক এবং অংশুল কম্বোজ।
ইন্ডিয়া-সি-এর দ্বিতীয় ইনিংসে ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় করেন ৪৬ রান। আর্য জুয়েল ৭৪ বলে ৪৭ রান করেন। রজত পাতিদারের ব্যাটে এসেছে ৪৪ রান। শেষ অবধি অভিষেক পোড়েল (৩৫*) ও মানব সুতার (১৯*) মিলে টিমকে জেতান। ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় ঋতুর দল। ম্যাচের সেরার পুরস্কার পান দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নেওয়া মানব।
রবীন্দ্র জাডেজা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। টি-২০ বিশ্বকাপের পর তিনি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ফলে ভারতের টি-২০ টিমে তাঁর শূন্যস্থান পূরণ এখনও হয়নি। ২২ বছরের মানব অবশ্য দীর্ঘদিন ধরে ব়্যাডারে রয়েছেন। জাডেজার বিকল্প হিসেবে ভারতীয় টিমে অক্ষর প্যাটেল ছাড়া সেই অর্থে এখনও কেউ নেই। অক্ষর যদি ব্যর্থ হন বা চোট পান, তা হলে বিকল্প হিসেবে মানবের কথা ভাবতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।