Rohit Sharma: পাঠ্য বইয়ে এ বার রোহিত শর্মা, সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা ছবি দেখেছেন?

আট থেকে আশি সকলের মনে জায়গা করে নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতকে নেতা রোহিত তৃতীয় বিশ্বকাপ এনে দিতে পারেন। এই স্বপ্নই এ বার দেখছে দেশবাসী। রোহিতের সফল নেতৃত্ব নিয়ে বিরাট আলোচনা চলছে। রবিবার আমেদাবাদে রোহিতের ভারত বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামবে। অজিদের হারাতে পারলেই সোনালি ট্রফি হবে ভারতের। এরই মাঝে এ বার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল রোহিতের এক ছবি।

Rohit Sharma: পাঠ্য বইয়ে এ বার রোহিত শর্মা, সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা ছবি দেখেছেন?
পাঠ্য বইয়ে এ বার রোহিত শর্মা, সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা ছবি দেখেছেন?
Follow Us:
| Edited By: | Updated on: Nov 17, 2023 | 5:10 PM

আমেদাবাদ: হিটম্যান ক্রিকেট বিশ্বে সুপারহিট। চলতি ওডিআই বিশ্বকাপে (ICC World Cup 2023) তাঁর মতো সফল অধিনায়ক কেউ নেই। আট থেকে আশি সকলের মনে জায়গা করে নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতকে নেতা রোহিত তৃতীয় বিশ্বকাপ এনে দিতে পারেন। এই স্বপ্নই এ বার দেখছে দেশবাসী। রোহিতের সফল নেতৃত্ব নিয়ে বিরাট আলোচনা চলছে। রবিবার আমেদাবাদে রোহিতের ভারত বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামবে। অজিদের হারাতে পারলেই সোনালি ট্রফি হবে ভারতের। এরই মাঝে এ বার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল রোহিতের এক ছবি। হঠাৎ রোহিতের ছবি নিয়ে কেন মাতামাতি? কারণ, এ তো যে সে ছবি নয়। এক পাঠ্য বইয়ের অধ্যায়ে রয়েছে রোহিত শর্মার নানা কথা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

নেটদুনিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে এক পাঠ্য বইয়ের পাতার ছবি। যেখানে রয়েছে ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মাকে নিয়ে নানা তথ্য। তার উপরে লেখা ‘প্রতিভাবান তরুণ ব্যাটসম্যান।’ রোহিতের জন্ম থেকে শুরু করে তাঁর ক্রিকেট কেরিয়ারের সূচনা সবই রয়েছে সেই অধ্যায়ে। তাঁর সাফল্যও তুলে ধরা হয়েছে ওই বইয়ের পাতায়।

ওই ছবিতে প্রচুর লাইক, কমেন্ট দিয়েছেন নেটিজ়েনরা। তাঁদের মধ্যে একজন লিখেছেন, ‘১৯ নভেম্বরের পর এই পাতা বদলাতে হবে। লেখা থাকবে, তিনি ২০২৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক।’

রোহিত শর্মার অনুরাগীদের সোশ্যাল মিডিয়া ওয়ালে ঘুরছে এই ছবি। তাতে রোহিতের অপর এক অনুরাগী লিখেছেন, ‘হিটম্যান তরুণ প্রজন্মের অনুপ্রেরণা।’

ভারত অধিনায়ক এ বারের ওডিআই বিশ্বকাপে এখনও অবধি মোটি ১০টি ম্যাচে ৫৫০ রান করেছেন। তাঁর গড় ৫৫.০০।