Rohit Sharma: ‘দেশের মাটিতে সমর্থকদের সামনে বিশ্বকাপ ট্রফি হাতে তুলতে চাই’, বলছেন ভারত অধিনায়ক রোহিত
Cricket World Cup 2023: শেষ বার ভারত ওডিআই বিশ্বকাপ জিতেছিল ২০১১ সালে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দ্বিতীয় বার ভারতে এসেছিল বিশ্বকাপ ট্রফি। তারপর কেটে গিয়েছে দীর্ঘ ১২ বছর। আর বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে তোলার সৌভাগ্য হয়নি টিম ইন্ডিয়ার। এ বার দীর্ঘ ১২ বছরের বিশ্বকাপ জয়ের খরা কাটাতে মরিয়া রোহিতের ভারত।
নয়াদিল্লি: বিশ্বকাপের (Cricket World Cup) সোনালি ট্রফি এর আগে এত সামনে থেকে কখনও দেখেননি তিনি। আর এ বার তিনিই চাইছেন, দেশের মাঠে সমর্থকদের সামনে সেই বিশ্বকাপের ট্রফি হাতে তুলে সোনালি মুহূর্ত তৈরি করতে। কথা হচ্ছে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) নিয়ে। তিনি আশাবাদী, দেশের মাটিতে এ বারের ওডিআই বিশ্বকাপ ট্রফিটা আসবে ভারতীয় শিবিরেই। এর আগে শেষ বার ভারত ওডিআই বিশ্বকাপ জিতেছিল ২০১১ সালে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দ্বিতীয় বার ভারতে এসেছিল বিশ্বকাপ ট্রফি। তারপর কেটে গিয়েছে দীর্ঘ ১২ বছর। আর বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে তোলার সৌভাগ্য হয়নি টিম ইন্ডিয়ার। এ বার দীর্ঘ ১২ বছরের বিশ্বকাপ জয়ের খরা কাটাতে মরিয়া রোহিতের ভারত। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বর্তমানে আমেরিকায় রয়েছেন রোহিত শর্মা। সম্প্রতি আইসিসিকে ভারত অধিনায়ক রোহিত বলেছেন, ‘আমি এত সামনে থেকে বিশ্বকাপ ট্রফি আগে কখনও দেখিনি। যখন ২০১১ সালে আমরা বিশ্বকাপ জিতেছিলাম, সেই সময় আমি ভারতীয় স্কোয়াডের সদস্য ছিলাম না। বিশ্বকাপের ট্রফিটা সত্যিই দারুণ সুন্দর। ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে, এই ট্রফির সঙ্গে প্রচুর স্মৃতিও জড়িয়ে রয়েছে। তাই আশা করছি এ বার এই সুন্দর বিশ্বকাপ ট্রফিটা তুলে আমরাও একটা দারুণ স্মৃতি তৈরি করতে পারব।’
এ বারের ওডিআই বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। ভারতের ১০টি ভেনুতে ১০টি দল আইসিসির এই মেগা ইভেন্টে খেলবে। রোহিত বলেন, ‘আমি জানি বিশ্বকাপের সময় যখন দেশের একটা ভেনু থেকে আর একটা ভেনুতে যাব, সব জায়গা থেকে আমরা প্রচুর সমর্থন পাব। ১২ বছর পর যদি বিশ্বকাপ দেশে ফেরাতে পারি… সেই ভাবনাটাই এখন মাথায় ঘুরছে। দেশের সকলে ১২ বছরের পুরনো স্মৃতি আরও চাঙ্গা করে তুলতে চায়। সমর্থকদের সেই অনুভূতি বেশ টের পাচ্ছি।’
রোহিত তাঁর বিশ্বকাপ স্মৃতি সম্পর্কে বলেন, ‘২০০৩ সালে ভারত ফাইনাল অবধি দারুণ খেলেছিল। ব্যাট হাতে সচিন তেন্ডুলকর অসাধারণ ছিলেন। প্রচুর রানও করেছিলেন। এরপর ২০০৭ সালের বিশ্বকাপটা আমাদের খুব একটা ভালো কাটেনি। আমরা লিগ পর্ব থেকে এগোতে পারিনি। সেটা বেশ দুর্ভাগ্যজনক। এরপর ২০১১ সালের বিশ্বকাপটা দারুণ কেটেছিল। আমি বাড়ি থেকে প্রতিটা ম্যাচ দেখেছিলাম। যদিও আমি দলে না থাকায় বেশ হতাশ হয়েছিলাম। এক বার ভেবেছিলাম আমি বিশ্বকাপের ম্যাচ দেখব না। তারপর ভারতকে ভালো খেলতে দেখে আর ম্যাচ না দেখে থাকতে পারিনি।’
২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন রোহিত শর্মা। ২০১৯ সালের বিশ্বকাপে তিনি ৫টি শতরানও করেছিলেন। সেই দুই সংস্করণের কথা উল্লেখ করে রোহিত জানান, একদিকে তিনি বিশ্বকাপে খেলতে পেরে খুশি হয়েছিলেন। তেমনই সেমিফাইনালে হেরে যাওয়ার যন্ত্রণাও আজও ভোলেননি।