ICC U19 World Cup 2022: ৫ বার বিশ্বসেরা হওয়ার হাতছানি ভারতের সামনে

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Feb 05, 2022 | 9:00 AM

গত বিশ্বকাপ ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে হেরে থামতে হয়েছিল রবি বিষ্ণোইদের। কিন্তু এবার কাপ আর ঠোঁটের ফারাকটা ঘোচাতে চান যশরা। বাংলার পেসার রবি কুমারকে ঘিরেও রয়েছে আকাশছোঁয়া প্রত্যাশা। বাঁ-হাতি পেসার রবির গতিতে কুপোকাত বিপক্ষের ব্যাটাররা। ফাইনালেও তিনিই অন্যতম প্রধান অস্ত্র। তবে শুধু রবিই নন, এই ভারতীয় দলের যশ, রশিদ, অংকৃষরা প্রত্যেকেই ভবিষ্যতের তারকা হয়ে উঠতে চান। আর সেই লক্ষ্য নিয়েই কাপ জিতে দেশে ফিরতে মুখিয়ে ভারতের যুব দল।

ICC U19 World Cup 2022: ৫ বার বিশ্বসেরা হওয়ার হাতছানি ভারতের সামনে
ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ছবি: টুইটার

Follow Us

অ্যান্টিগা:  বিশ্বজয়ের হাতছানি ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের (India U19 Cricket Team) সামনে। শনিবার ফাইনালে ইংল্যান্ডের সামনে ভারত। পাঁচবার বিশ্বসেরা হওয়ার সুযোগ ভারতের যুব দলের সামনে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে (ICC U19 World Cup) এখনও অবধি সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে ভারতই। ভারতের পরে রয়েছে অস্ট্রেলিয়া (৩ বার)। মেগা ফাইনালের আগে বিরাট কোহলির (Virat Kohli) পেপ টকে উদ্বুদ্ধ যশ ধুল-রবি কুমাররা। আমেদাবাদ থেকে ভোকাল টনিক পৌঁছল অ্যান্টিগায়। ২০০৮ সালে কোহলির নেতৃত্বেই যুব বিশ্ব চ্যাম্পিয়ন হয় ভারত। ভিডিও কনফারেন্সে সেই অভিজ্ঞতাই যশদের সঙ্গে ভাগ করে নেন ভারতের প্রাক্তন অধিনায়ক। শনিবাসরীয় ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর হৃষিকেশ কানিতকারের ছেলেরা। গ্রুপ পর্বে অপরাজিত থাকার পর নক আউটেও দুর্ধর্ষ পারফর্ম করেন অংকৃষ রঘুবংশীরা। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোয় আত্মবিশ্বাস কয়েক যোজন বেড়ে গিয়েছে। তবে লক্ষ্যে স্থির রেখেই মেগা ফাইনালে নামছেন যশ, রশিদরা।

 

একনজরে দেখে নেওয়া যাক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের রেকর্ড:

  • ৪ বার চ্যাম্পিয়ন (২০০০, ২০০৮, ২০১২, ২০১৮)
  • ৩ বার রানার্স (২০০৬, ২০১৬, ২০২০)
  • এই নিয়ে টানা ৪ বার ফাইনালে ভারত

 

গত বিশ্বকাপ ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে হেরে থামতে হয়েছিল রবি বিষ্ণোইদের। কিন্তু এবার কাপ আর ঠোঁটের ফারাকটা ঘোচাতে চান যশরা। বাংলার পেসার রবি কুমারকে ঘিরেও রয়েছে আকাশছোঁয়া প্রত্যাশা। বাঁ-হাতি পেসার রবির গতিতে কুপোকাত বিপক্ষের ব্যাটাররা। ফাইনালেও তিনিই অন্যতম প্রধান অস্ত্র। তবে শুধু রবিই নন, এই ভারতীয় দলের যশ, রশিদ, অংকৃষরা প্রত্যেকেই ভবিষ্যতের তারকা হয়ে উঠতে চান। আর সেই লক্ষ্য নিয়েই কাপ জিতে দেশে ফিরতে মুখিয়ে ভারতের যুব দল।

 

অন্যদিকে ২৪ বছর পর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড। ১৯৯৮ সালে প্রথম বার বিশ্ব চ্যাম্পিয়ন। এরপর আর কখনও ফাইনালেও ওঠেনি ইংল্যান্ড। তাই ভারতকে হারিয়ে ২৪ বছর পর বিশ্ব জয়ের স্বাদ পেতে মরিয়া ইংল্যান্ডের ক্রিকেট দলও।

 

 

আরও পড়ুন: ICC U-19 World Cup 2022: ফাইনালের আগে বিরাট মন্ত্রে উজ্জীবিত যশরা

 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

 

https://fb.watch/aXGmDLFYUL/

Next Article