Jasprit Bumrah: বুমরাকে নিয়ে অযথা সময় নষ্ট কেন, কেন তোপ দাগলেন বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন?

Kapil Dev: কপিল একেবারে গোড়ার গলদ খুঁজে বের করেছেন। অর্থ আয় করতে গিয়ে ক্রিকেটারদের বলি দেওয়া হচ্ছে কিনা, এ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন ভক্তরা। বোর্ডের বিরুদ্ধে তোপ দেগেছেন কপিল দেব।

Jasprit Bumrah: বুমরাকে নিয়ে অযথা সময় নষ্ট কেন, কেন তোপ দাগলেন বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন?
বুমরাকে নিয়ে অযথা সময় নষ্ট কেন, কেন তোপ দাগলেন বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন?
Follow Us:
| Edited By: | Updated on: Aug 01, 2023 | 7:00 AM

নয়াদিল্লি: জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) কি আদৌ ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে পারবেন? প্রশ্ন থাকছে। গ্রুপ লিগের ম্যাচে খেলতে না পারলেও নক আউটে তাঁকে পাওয়া যেতে পারে, এমনও বলা হচ্ছে। প্রশ্ন উঠছে এখানেই। যদি তাঁর চোট এতটাই গুরুতর হয়, তা হলে কেন তাঁকে নিয়ে ভাবনা চিন্তা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট? গত কয়েক বছরে বারবার ভারতীয় ক্রিকেটারদের চোট-আঘাত নিয়ে কম প্রশ্ন ওঠেনি। আইপিএলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অনেকে। সেই পথেই হাঁটলেন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন। কে তিনি? ১৯৮৩ সালে যিনি ভারতকে প্রথম বার ওয়ান ডে বিশ্বকাপ জিতিয়েছিলেন। কপিল দেব (Kapil Dev) নিখোঞ্জ কড়া ভাষায় আক্রমণ করেছেন বোর্ডকে। কী বললেন তিনি, এই প্রতিবেদনে তুলে ধরল TV9Bangla Sports

দিনের পর দিন চোট পুষে রাখার কারণেই বিপদে পড়েছেন বুমরা। সেই চোটই এখন ভোগাচ্ছে তাঁকে। যার খেসারত দিতে হচ্ছে ভারতীয় টিমকে। আগের থেকে অনেকটাই ফিট তিনি। নেটে বোলিংও করছেন। প্র্যাক্টিস ম্যাচেও পুরো ১০ ওভার বোলিং করতে দেখা গিয়েছে তাঁকে। তাতেও সন্তুষ্ট নন বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘বুমরার কী হল? ও মাঠে ফেরার চেষ্টা চালাচ্ছে। কিন্তু বিশ্বকাপের সেমিফাইনাল কিংবা ফাইনালে যদি ওকে দেখতেই না পাই তা হলে বুমরার জন্য সময় নষ্ট করা হচ্ছে কেন? ঋষভ পন্থ দারুণ ক্রিকেটার। ও যদি টিমে থাকত, টেস্টে আরও ভালো ফল করত ভারত।’

শুধু বুমরাই নন, চোটের তালিকায় একের পর এক ক্রিকেটার। যা অস্বস্তিতে ফেলে দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। কিন্তু বিসিসিআইয়ের কর্তারা কেন এ নিয়ে আরও সিরিয়াস হচ্ছেন না, তা নিয়েও উঠছে প্রশ্ন। কপিল বলে দিচ্ছেন, ‘এমন নয় যে আমি কখনও চোটে পড়িনি। কিন্তু এখন বছরের ১০ মাস ক্রিকেট খেলতে হয়। এটা মাথায় রেখেই বলতে হবে, সবাইকে নিজের খেয়াল রাখতে হবে। আইপিএল দারুণ একটা টুর্নামেন্ট। কিন্তু আইপিএল যে কোনও ক্রিকেটারকে শেষ করে দিতে পারে। কারণ, অল্পবিস্তর চোট থাকলেও আইপিএলে খেলে ক্রিকেটাররা। কিন্তু অল্পবিস্তর চোট নিয়ে ভারতের হয়ে খেলে না। তখন ব্রেক নিয়ে নেয়। এ নিয়ে কিন্তু আমি স্পষ্ট কথা বলতেই ভালোবাসি।’

কপিল একেবারে গোড়ার গলদ খুঁজে বের করেছেন। অর্থ আয় করতে গিয়ে ক্রিকেটারদের বলি দেওয়া হচ্ছে কিনা, এ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন ভক্তরা। বোর্ডের বিরুদ্ধে তোপ দেগে কপিল বলছেন, ‘অল্পবিস্তর চোট নিয়ে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে যদি কোনও ক্রিকেটার খেলে, বোর্ডকে বুঝতে হবে, কতটা ক্রিকেট খেলতে হচ্ছে একজন প্লেয়ারকে। আজ ক্রিকেটে অর্থ আছে, কিন্তু ৪-৫ বছরে ক্যালেন্ডার নেই। কিছুটা ত্রুটি তো থেকেই যাচ্ছে।