ভারত- ৩৪৫ ও ২৩৪/৭ ডিক্লেয়ার
নিউজিল্যান্ড ২৯৬ ও ১৬৫/৯
কানপুর: অতি বড় ক্রিকেট বিশেষজ্ঞরাও আন্দাজ করতে পারেননি ম্যাচটা এখান থেকে না জিতে ফিরবেন রাহানেরা (Ajinkya Rahane)। গ্রিন পার্কের গ্যালারিতেও তখন শুধু সময়ের অপেক্ষা। আগাম সেলিব্রেশন শুরু করে দিয়েছেন দর্শকরা। তখনও কেউ ভাবতে পারেনি, ভারতের টেস্ট জয়ের বাধা হয়ে দাঁড়াতে পারেন ২ ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার। কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) টেস্ট জয়ের অপেক্ষা বাড়িয়ে দিলেন রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) আর আজাজ প্যাটেল (Ajaz Patel)। কোচ দ্রাবিড়ের অভিষেক টেস্ট শেষ হল অমীমাংসিত ভাবে।
নিউজিল্যান্ডকে (New Zealand) ২৮৪ রানের টার্গেট ছুড়়ে দিয়ে গতকালই ইনিংস ডিক্লেয়ার দিয়েছিলেন রাহানে। এমনকি গত কাল নিউজিল্যান্ডের একটা উইকেটও তুলে নেন অশ্বিন (Ravichandran Ashwin)। ম্যাচ জয়ের জন্য আজ ৯টা উইকেট দরকার ছিল জাডেজাদের। ৮টা উইকেট ফেলতে পারলেও, শেষ উইকেটটা আর তুলতে পারলেন না অক্ষররা। বাগে পেয়েও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নদের হারাতে পারলেন না রাহানেরা। শেষ ৯ ওভার পিচ কামড়ে লড়াই চালিয়ে গেলেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র আর আজাজ প্যাটেল। অভিষেক টেস্টেই কিউয়িদের নায়ক বনে গেলেন রাচিন রবীন্দ্র। দিনের শেষে যখন মাঠ ছাড়লেন, তখন স্কোরবোর্ডে তাঁর রান ৯১ বলে অপরাজিত ১৮।
Batted mate. #INDvNZ pic.twitter.com/aXDUdvhezp
— BLACKCAPS (@BLACKCAPS) November 29, 2021
অশ্বিন-জাডেজাদের ঘূর্ণিতে দিশেহারা কিউয়ি ব্যাটিং লাইনআপ। অধিনায়ক কেন উইলিয়ামসন, রস টেলর, টম লাথাম, সোমারভিল, টম ব্লান্ডেলরা একে একে প্যাভিলিয়নের পথ ধরেছেন। রাচিন যখন ক্রিজে এলেন, নিউজিল্যান্ডের স্কোর ৬ উইকেটে ১২৮। ভারতের ম্যাচ জিততে দরকার আর চার উইকেট। উল্টো দিকের ব্যাটাররাও একে একে প্যাভিলিয়নের পথ ধরেছেন। খেলা শেষ হতে বাকি ৯ ওভার। প্রতি ওভার শেষেই লাইট মিটার বার করে দেখছেন দুই আম্পায়ার। এক একটা ওভার শেষ হচ্ছে, আর মনে হচ্ছে এই বুঝি আম্পায়ার মন্দ আলোর জন্য খেলা বাতিল ঘোষণা করবেন। কিন্তু শেষমেশ ৯ ওভার ক্রিজে টিকে থাকলেন ২ ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার। কিউয়িদের হেভিওয়েট ব্যাটিং লাইনআপকে শেষ করলেও, এই ২ টেল এন্ডারকে আউটই করতে পারলেন না ভারতীয় স্পিনাররা। দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ৯ উইকেটে ১৬৫ রান।
So Near Yet So Far.
The first #INDvNZ Test in Kanpur ends in a draw. @Paytm #TeamIndia pic.twitter.com/dGckU0uBjl
— BCCI (@BCCI) November 29, 2021
A dream start to his Test career and @ShreyasIyer15 is named the Player of the Match.✨@Paytm #TeamIndia #INDvNZ pic.twitter.com/BHbHwUz6b9
— BCCI (@BCCI) November 29, 2021
রাহুল দ্রাবিড় (Rahul Dravid) আর সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) নাম মিলিয়ে রাচিনের নাম রেখেছিলেন তাঁর বাবা-মা। কানপুরে কোচ রাহুল দ্রাবিড়ের টেস্ট অভিষেক হল। অভিষেক টেস্টে শতরান আর অর্ধশতরান করে ম্যাচের সেরা হলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তবে সবাইকে ছাপিয়ে নিজের অভিষেক টেস্টের শেষ দিনে নায়ক হয়ে গেলেন রাচিন রবীন্দ্র। অসীম ধৈর্য্য দেখিয়ে শেষ বল অবধি লড়াই চালিয়ে গেলেন। আজাজ প্যাটেলও বা কম কি! ২৩ বলে ২ রানে টিকে থাকলেন শেষ পর্যন্ত।
দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিলেন রবীন্দ্র জাডেজা। ৩ উইকেট নেন অশ্বিন। এ দিনই হরভজন সিংয়ের ৪১৭ উইকেটের নজির টপকে যান তামিলনাড়ুর এই অফস্পিনার। ১টি করে উইকেট নেন অক্ষর প্যাটেল আর উমেশ যাদব। কানপুর টেস্টে পয়েন্ট ভাগাভাগি। শুক্রবার থেকে মুম্বইয়ে শুরু ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। ওই টেস্টে ফিরছেন ক্যাপ্টেন বিরাট কোহলি। বিরাট-রাহুল যুগলবন্দি মুম্বই টেস্টে উইলিয়ামসনদের হারাতে পারে কিনা সেদিকেই তাকিয়ে ক্রিকেট মহল।
সংক্ষিপ্ত স্কোর: ভারত ৩৪৫ ও ২৩৪/৭ ডিক্লেয়ার, নিউজিল্যান্ড ২৯৬ ও ১৬৫/৯ (লাথাম ৫২, সোমারভিল ৩৬, জাডেজা ৪/৪০, অশ্বিন ৩/৩৫)। ম্যাচের সেরা শ্রেয়স আইয়ার।
আরও পড়ুন: India vs New Zealand: কানপুর টেস্ট ড্র হলেও হরভজনকে টপকে মাইলস্টোন অশ্বিনের