India vs New Zealand: কানপুর টেস্ট ড্র হলেও হরভজনকে টপকে মাইলস্টোন অশ্বিনের
কেরিয়ারের ৮০তম টেস্ট ম্যাচ খেলতে নেমে হরভজনকে টপকে গেলেন অশ্বিন। অশ্বিনকে শুভেচ্ছা জানাতে ভোলেননি ভারতীয় ক্রিকেটের টার্বোনেটর। টুইট করে অশ্বিনকে আগামী দিনের শুভকামনা জানিয়েছেন ভাজ্জি।
কানপুর: গ্রিন পার্কে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে প্রথম টেস্টের পঞ্চম দিন রেকর্ড গড়লেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। কানপুর টেস্টের চতু্র্থ দিনের শেষে টেস্টে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তিন নম্বরে থাকা ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংকে (Harbhajan Singh) ছুঁয়ে ফেলেছিলেন। আর আজ, সোমবার কানপুর টেস্টের পঞ্চম দিন দ্বিতীয় সেশনে টম ল্যাথামের উইকেট তুলে নিয়েই অশ্বিন টপকে গেলেন হরভজনকে। টেস্ট (Test) ক্রিকেটে (Cricket) ভারতের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী এখন অশ্বিন।
ভারতের হয়ে ১০৩ টি টেস্টে ৪১৭ টি উইকেট নিয়েছিলেন হরভজন সিং। তবে কেরিয়ারের ৮০তম টেস্ট ম্যাচ খেলতে নেমে হরভজনকে টপকে গেলেন অশ্বিন। টুইটারে অশ্বিনকে শুভেচ্ছা জানাতে ভোলেননি ভারতীয় ক্রিকেটের টার্বোনেটর। ভাজ্জি টুইটে লেখেন, “অভিনন্দন রবিচন্দ্রন অশ্বিন। কামনা করি ভাই তুমি অনেক এগিয়ে যাও। ঈশ্বর তোমার মঙ্গল করুন। এভাবেই উজ্জ্বল থাকো।”
Congratulations @ashwinravi99 wish you many more brother.. God bless.. keep shining ??
— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 29, 2021
কানপুর টেস্টে ভাজ্জিকে টপকে যাওয়া নিয়ে ম্যাচের শেষে অশ্বিন বলেন, “আমি জানি এই সব মাইলস্টোনগুলোর তথ্য ট্যাবে ধরে রাখা হয়। এটা দারুণ। তবে রাহুল ভাই যেমনটা বলে থাকে যে, তুমি কতটা রান করলে বা কতগুলো উইকেট নিলে সেগুলো দশ বছর পর মনে থাকবে না। আসল হল স্মৃতি তৈরি করা। আমি আগামী তি-চার বছরে চাই এই ধরণের স্মৃতিগুলোই তৈরি করতে।”
He is third on the leading wicket-takers list among Indian bowlers now but for @ashwinravi99 it is more about creating special memories than milestones. ? @Paytm #INDvNZ #TeamIndia pic.twitter.com/eLIjzNMeit
— BCCI (@BCCI) November 29, 2021
ভারতীয় বোলারদের মধ্যে রবিচন্দ্রন অশ্বিনের সামনে এখন রয়েছেন অনিল কুম্বলে ও কপিল দেব। ভারতের জার্সিতে টেস্ট ক্রিকেটে কুম্বলের উইকেট সংগ্রহের সংখ্যাটা ৬১৯। ফলে কুম্বলেকে অশ্বিন ছুঁয়ে ফেলবেন কিনা তা নিয়ে প্রশ্ন থাকলেও কপিল দেবকে তিনি কিন্তু স্পর্শ করা থেকে বেশি দূরে নেই। দেশের হয়ে কপিল দেবের নামের পাশে রয়েছে ৪৩৪টি টেস্ট উইকেট। সেখানে ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের পর অশ্বিনের উইকেট সংখ্যা দাঁড়াল ৪১৯।