IND vs NZ 1st Test Day 5 Highlights: শেষবেলায় কিউয়িদের টানলেন রচিন-আজাজ জুটি, ড্র দিয়ে শেষ হল কানপুর টেস্ট

| Edited By: | Updated on: Nov 29, 2021 | 4:43 PM

India vs New Zealand 1st Test Day 5 Live Score: কানপুরে প্রথম টেস্টে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড।

IND vs NZ 1st Test Day 5 Highlights: শেষবেলায় কিউয়িদের টানলেন রচিন-আজাজ জুটি, ড্র দিয়ে শেষ হল কানপুর টেস্ট
কানপুর টেস্টে মুখোমুখি রাহানে-উইলিয়ামসন

কানপুর: আজিঙ্কা রাহানের ভারত (India) ও কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড (New Zealand) আজ কানপুরের গ্রিন পার্কে প্রথম টেস্টের শেষ দিনের লড়াইয়ে নেমেছিল। জয়ের সামনে এসেও জিততে পারল না রাহানের ভারত। ড্র দিয়েই শেষ হল কানপুর টেস্ট। কানপুর টেস্টের প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া করেছিল ৩৪৫ রান। যার জবাবে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২৯৬ রানে। ৪৯ রানে এগিয়ে ছিল ভারত। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ২৩৪ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় টিম ইন্ডিয়া। কিউয়িদের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৮৪ রান। চতুর্থ দিনের শেষে রান তাড়া করতে নেমে এক উইকেট হারিয়েছিল নিউজিল্যান্ড। তবে পঞ্চম দিন প্রথম সেশনে কোনও উইকেট পাননি অশ্বিন-অক্ষররা। তবে দ্বিতীয় সেশনে তিনটি উইকেটের দেখা মেলে। তৃতীয় সেশনে প্রয়োজন ছিল ৬টি উইকেট। শেষ সেশনে একের পর এক উইকেট হারাতে থাকে কিউয়িরা। কিন্তু রচিন রবীন্দ্র ও আজাজ প্যাটেল দলকে টেনে নিয়ে যান, এবং অবশেষে পয়েন্ট ভাগাভাগি করে শেষ হল ভারত-নিউজিল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই সিরিজের দ্বিতীয় ম্যাচ মুম্বইতে শুরু হবে ৩ ডিসেম্বর।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 29 Nov 2021 04:26 PM (IST)

    কানপুর টেস্ট ড্র

    ড্র দিয়ে শেষ হল কানপুর টেস্ট।

  • 29 Nov 2021 03:54 PM (IST)

    সাউদি আউট

    টিম সাউদিকে ফেরালেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। নয় নম্বর উইকেট হারাল নিউজিল্যান্ড।

  • 29 Nov 2021 03:46 PM (IST)

    জেমিসন আউট

    কাইল জেমিসনের উইকেট তুলে নিলেন রবীন্দ্র জাডেজা। আট নম্বর উইকেট হারাল নিউজিল্যান্ড।

  • 29 Nov 2021 03:43 PM (IST)

    ৮৫ ওভারে নিউজিল্যান্ড ১৪৭/৭

    কিউয়িদের জয়ের জন্য প্রয়োজন ১৩৭ রান। ৮৫ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ৭ উইকেটে ১৪৭।

  • 29 Nov 2021 03:19 PM (IST)

    ব্লান্ডেল আউট

    মাত্র ২ রান করে সাজঘরে ফিরলেন টম ব্লান্ডেল। সাত নম্বর উইকেট হারাল নিউজিল্যান্ড।

  • 29 Nov 2021 03:08 PM (IST)

    ৭৫ ওভারে নিউজিল্যান্ড ১৩৫/৬

    ক্রিজে রচিন রবীন্দ্র ও টম ব্লান্ডেল। ৭৫ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ৬ উইকেটে ১৩৫।

  • 29 Nov 2021 02:53 PM (IST)

    উইলিয়ামসন আউট

    কিউয়ি নেতা কেন উইলিয়ামসনকে ফেরালেন রবীন্দ্র জাডেজা। জাড্ডুর বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়লেন উইলিয়ামসন। ১১২ বল খেলে ২৪ রান করে প্যাভিলিয়নে ফিরলেন উইলিয়ামসন।

  • 29 Nov 2021 02:39 PM (IST)

    ৬৫ ওভারে নিউজিল্যান্ড ১২৮/৫

    তৃতীয় সেশনের খেলা চলছে। ৫ উইকেট হারিয়ে ৬৫ ওভারে কিউয়িরা তুলেছে ১২৮ রান

  • 29 Nov 2021 02:38 PM (IST)

    নিকোলাস আউট

    তৃতীয় সেশনের শুরুতেই কিউয়িদের ধাক্কা দিলেন অক্ষর প্যাটেল। মাত্র ১ রান করে বাপুর বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়লেন নিকোলাস।

  • 29 Nov 2021 02:31 PM (IST)

    তৃতীয় সেশন শুরু

    চা বিরতির পর ক্রিজে ফিরলেন কেন উইলিয়ামসন ও নতুন ব্যাটার হেনরি নিকোলাস।

  • 29 Nov 2021 02:12 PM (IST)

    চা বিরতি

    চা বিরতিতে নিউজিল্যান্ডের স্কোর ৪ উইকেটে ১২৫। তৃতীয় সেশনে ম্যাচ জিততে কিউয়িদের চাই ১৫৯ রান। ভারতের প্রয়োজন ৬ উইকেট।

  • 29 Nov 2021 02:10 PM (IST)

    রস টেলর আউট

    রবীন্দ্র জাডেজার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়লেন রস টেলর। মাত্র ২ রান করে সাজঘরে ফিরলেন টেলর।

  • 29 Nov 2021 01:22 PM (IST)

    টম ল্যাথামের হাফসেঞ্চুরি

    গ্রিন পার্কে কানপুর টেস্টের পঞ্চম দিন হাফসেঞ্চুরি পূর্ণ করলেন টম ল্যাথাম

  • 29 Nov 2021 01:15 PM (IST)

    ৫০ ওভারে নিউজিল্যান্ড ১০৮/২

    ২ উইকেট হারিয়ে এগিয়ে চলেছে কিউয়িরা। ৫০ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ১০৮/২। হাফসেঞ্চুরির সামনে রয়েছেন টম ল্যাথাম

  • 29 Nov 2021 01:00 PM (IST)

    কিউয়িদের শতরান

    ৪৬.৩ ওভারে নিউজিল্যান্ড দলগত শতরান পূর্ণ করল।

  • 29 Nov 2021 12:52 PM (IST)

    ৪৫ ওভারে নিউজিল্যান্ড ৯৯/২

    ক্রিজে কেন উইলিয়ামসন ও টম ল্যাথাম।

  • 29 Nov 2021 12:16 PM (IST)

    উইলিয়াম আউট

    লাঞ্চ বিরতির পর প্রথম বলেই উইলিয়ামের উইকেট হারাল কিউয়িরা। ৩৬ রান করে উমেশ যাদবের শিকার হলেন তিনি

  • 29 Nov 2021 12:14 PM (IST)

    দ্বিতীয় সেশন শুরু

    লাঞ্চ বিরতির পর আবার খেলা শুরু। ক্রিজে টম ল্যাথাম ও উইলিয়াম সমারভিলি।

  • 29 Nov 2021 11:33 AM (IST)

    লাঞ্চ বিরতি

    লাঞ্চ বিরতিতে নিউজিল্যান্ডের স্কোর ১ উইকেটে ৭৯। পঞ্চম দিনের প্রথম সেশন থেকে কিউয়িরা তুলেছে ৭৫ রান। কোনও উইকেট পাননি ভারতীয় বোলাররা।  ম্যাচ জিততে কিউয়িদের এখনও প্রয়োজন ২০৫ রান। ও ভারতের দরকার ৯ উইকেট।

  • 29 Nov 2021 11:12 AM (IST)

    ৩০ ওভারে নিউজিল্যান্ড ৬৩/১

    টম-উইলিয়াম জুটিতে এগোচ্ছে কিউয়িরা।
    উইলিয়াম ২৮*, টম ২৯*
  • 29 Nov 2021 10:55 AM (IST)

    ২৫ ওভারে নিউজিল্যান্ড ৫৮/১

    উইকেটের খোঁজে ভারত। ২৫ ওভারের খেলা হয়ে গিয়েছে। পঞ্চম দিন এখনও একটিও উইকেট পাননি ভারতীয় বোলাররা।

  • 29 Nov 2021 10:40 AM (IST)

    নিউজিল্যান্ডের ৫০ রান

    ১৯.৩ ওভারে নিউজিল্যান্ড দলগত ৫০ রান পূর্ণ করে ফেলল। উইকেটের খোঁজে রয়েছে টিম ইন্ডিয়া।

  • 29 Nov 2021 10:16 AM (IST)

    ১৫ ওভারে নিউজিল্যান্ড ৩৪/১

    ধীরস্থিরভাবে এগোচ্ছে কিউয়িরা। ১৫ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ১ উইকেটে ৩৪।

  • 29 Nov 2021 09:55 AM (IST)

    ১০ ওভারে নিউজিল্যান্ড ১৮/১

    ১০ ওভারের খেলা শেষ। ১ উইকেটের বিনিময়ে কিউয়িরা তুলেছে ১৮ রান

  • 29 Nov 2021 09:35 AM (IST)

    ৫ ওভারে নিউজিল্যান্ড ৫/১

    পঞ্চম দিনের খেলা শুরু হয়ে গিয়েছে। ৫ ওভারে কিউয়িদের স্কোর ১ উইকেটে ৫।

  • 29 Nov 2021 09:31 AM (IST)

    পঞ্চম দিনের হাড্ডাহাড্ডি লড়াই শুরু

    কানপুর টেস্টের শেষ দিনের খেলা শুরু।

  • 29 Nov 2021 09:30 AM (IST)

    ঋদ্ধির অনুপস্থিতিতে ফের উইকেটকিপিংয়ে শ্রীকর ভরত

    কিউয়িদের দ্বিতীয় ইনিংসে কিপিং করার সময় ঋদ্ধিমান সাহা ফের ঘাড়ে ব্যথা অনুভব করেছেন। যার ফলে তাঁর পরিবর্তে শ্রীকর ভরত পঞ্চম দিনে কিপিং করবেন।

  • 29 Nov 2021 09:28 AM (IST)

    টিম ইন্ডিয়ার শেষ বেলার প্রস্তুতি

  • 29 Nov 2021 09:20 AM (IST)

    দেখুন কিউয়িদের ওয়ার্ম আপের ঝলক

  • 29 Nov 2021 09:10 AM (IST)

    শেষ টেস্টের আগে আলোচনায় টিম ইন্ডিয়া

Published On - Nov 29,2021 9:00 AM

Follow Us: