IND vs BAN Ist Test: হার বাঁচাতে প্রাণপণ লড়ছে বাংলাদেশ, জিততে ৪ উইকেট প্রয়োজন ভারতের

প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর চট্টগ্রামে প্রথম টেস্টে দাঁতে দাঁত চেপে হার বাঁচানোর লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। উদ্দেশ্য কি সফল হবে?

IND vs BAN Ist Test: হার বাঁচাতে প্রাণপণ লড়ছে বাংলাদেশ, জিততে ৪ উইকেট প্রয়োজন ভারতের
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 17, 2022 | 7:13 PM

চট্টগ্রাম: প্রথম ইনিংসে ভারতীয় বোলাররা বাংলাদেশ (India vs Bangladesh) ব্যাটিংয়ের কোমর ভেঙে দিয়েছিল। চট্টগ্রামে প্রথম টেস্টে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় ঘুরে দাঁড়ানোর প্রবল চেষ্টা নাজমুল হোসেন শান্ত, জাকির হোসেনদের। জিততে হলে দ্বিতীয় ইনিংসে তুলতে হবে ৫১৩ রানের বড় স্কোর। ঘরের মাঠে হার বাঁচাতে চতুর্থদিন প্রাণপণ লড়ছে বাংলাদেশ। উইকেট ধরে রেখে রান তোলা, এই প্রচেষ্টায় সেঞ্চুরিও এসেছে। তবে সারাদিন লড়াই চালালেও চতুর্থদিনের শেষে ম্যাচ ঝুঁকে ভারতের দিকে। জয় থেকে মাত্র চার উইকেট দূরে টিম ইন্ডিয়া (Team India)। জিততে হলে রবিবার, টেস্টের পঞ্চমদিনে ২৪১ রান তুলতে হবে বাংলাদেশকে। ম্যাচ রিপোর্ট TV9 Bangla-য়।    

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ভারতকে কড়া টক্কর দিলেন বাংলাদেশের ব্যাটাররা। তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেট খুইয়ে ৪২ রান তুলেছিল বাংলাদেশ। ভারতীয় বোলারদের বিক্রম দেখে মনে হচ্ছিল, চট্টগ্রামে প্রথম টেস্ট গুটিয়ে যাবে চতুর্থ দিনেই। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দিলেন বাংলাদেশের দুই ওপেনার। ভারতীয় বোলাররা সারাদিনে নিলেন মাত্র ছয়টি উইকেট। কুলদীপ যাদব, মহম্মদ সিরাজদের সামনে বুক চিতিয়ে লড়াই শান্তদের। প্রথম সেশনে উইকেট পেলেন না অশ্বিনরা। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় বাংলাদেশকে টেনে তুলতে অভিষেক টেস্টে শতরান এল জাকির হোসেনের ব্যাটে। ২২৪ বলে শতরান করেই রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হন তিনি। তার আগেই নাজমুল হোসেন শান্তকে (৬৭) রানে ফেরান উমেশ যাদব। এই দুইয়ের জুটিতে ওঠে ১২৪ রান।

ওপেনারদ্বয় আউট হতেই বাংলাদেশের প্রতিরোধ ভাঙে। দ্বিতীয় সেশনে তিনটি উইকেট নেওয়ার পর অন্তিম সেশনে আরও তিনটি উইকেট নেন অক্ষর প্যাটেল। বলা যায়, দিনের শেষে ভারতকে ম্যাচে ফেরালেন অক্ষর। ৫০ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। বাকি তিনটি উইকেট ভাগ করে নিয়েছেন উমেশ যাদব, রবিচন্দ্রন অশ্বিন এবং কুলদীপ যাদব। দিনের শেষে উইকেটে টিকে রয়েছেন সাকিব আল হাসান। সুযোগ পেলেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে দেখা গিয়েছে সাকিবকে। কুলদীপ এবং অক্ষরের বলে ছক্কা হাঁকালেন। ৯ রানে ক্রিজে রয়েছেন মেহদি হাসান মিরাজ। ভারত প্রথম ইনিংসে ৪০৪ এবং দ্বিতীয় ইনিংসে ২৫৮ রান তুলেছিল। বাংলাদেশ প্রথম ইনিংসে তোলে ১৫০ রান।