কলকাতা: ব্রিসবেনে চলছে ভারত ও অস্ট্রেলিয়ার (India vs Australia) বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy) তৃতীয় টেস্ট। প্রথম দিন বৃষ্টির কারণে পুরো খেলা হয়নি। দ্বিতীয় দিন খেলা সময় মতোই শুরু হয়েছে। এরই মাঝে জানা গিয়েছে ভারতীয় ক্রিকেট টিম সিদ্ধান্ত নিয়েছে ৩ ক্রিকেটারকে রিলিজ করার। তাঁরা ভারতীয় টিমের সঙ্গে রিজার্ভ প্লেয়ার হিসেবে সফর করছেন। হঠাৎ এই সিদ্ধান্ত কেন নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট? কোন ৩ ক্রিকেটারকেই সিরিজের মাঝপথে দেশে পাঠানো হচ্ছে? জেনে নিন বিস্তারিত।
টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, মুকেশ কুমার, যশ দয়াল ও নভদীপ সাইনি এই তিন ক্রিকেটারকে অস্ট্রেলিয়া থেকে এ বার দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই তিন পেসার বর্ডার গাভাসকর ট্রফির শুরু থেকেই দলের সঙ্গে সফর করছিলেন। এ বার তাঁদের ভারতে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম কারণ, সামনেই বিজয় হাজারে ট্রফি। ২১ ডিসেম্বর থেকে তা শুরু হবে। সেখানেই অংশগ্রহণ করার জন্য মুকেশদের অজি সফরের স্কোয়াড থেকে রিলিজ করে দেওয়া হচ্ছে।
ব্রিসবেন টেস্ট হয়ে যাওয়ার পর মেলবোর্ন ও সিডনিতে খেলবে ভারতীয় টিম। নভদীপ সাইনি ও মুকেশ কুমার শুরু থেকেই বর্ডার গাভাসকর ট্রফির জন্য ভারতীয় স্কোয়াডে ছিলেন। যশ দয়ালকে পরবর্তীতে স্কোয়াডে নেওয়া হয় রিজার্ভ প্লেয়ার হিসেবে। খলিল আহমেদ পারথের নেট সেশনে ১০০% উজাড় করতে পারেননি বলে, তাঁর পরিবর্তে যশ দয়ালকে স্কোয়াডে নেওয়া হয়।
মুকেশ ও যশ ভারতের সিনিয়র টিমের নেটেই সময় কাটিয়েছেন। কিন্তু নভদীপ সাইনি ভারত-এ টিমের হয়ে নেটে সময় কাটানোর পর সিনিয়র টিমে যোগ দিয়েছিলেন। ব্রিসবেন টেস্টের প্রথম দিন তাঁকে ডাগআউটে দেখা গিয়েছিল। এ বার তিনি দেশে ফেরার বিমান ধরার জন্য তৈরি। ভারতে ফেরার পর বাংলার হয়ে এ বার বিজয় হাজারে ট্রফিতে অ্যাকশনে দেখা যাবে মুকেশ কুমারকে। উত্তরপ্রদেশের হয়ে যশ দয়াল নামবেন এই টুর্নামেন্টে।