
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় সংস্করণের ফাইনাল জুনে। এ বার অবশ্য ভারত যোগ্যতা অর্জন করতে পারেনি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ক্লিনসুইপ হওয়ার পরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে পিছিয়ে পড়েছিল ভারত। এরপর অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে হার। ফাইনালে উঠতে পারেনি ভারত। তবে উদ্বোধনী এবং তার পরের সংস্করণ। পরপর দু-বার ফাইনালে উঠেছিল ভারত। উদ্বোধনী সংস্করণে বিরাট কোহলির নেতৃত্বে ফাইনালে উঠলেও নিউজিল্যান্ডের কাছে হার। পরের বার রোহিত শর্মার নেতৃত্বে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। পরপর দু-বার রানার্স। এর অন্যতম কারণ বলতে হয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভেনুও।
এই নিয়ে তৃতীয় সংস্করণ হল। যার ফাইনাল হবে লর্ডসে। তিনটি সংস্করণের ফাইনালই ইংল্যান্ডের মাটিতে। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসিও চাইছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভেনু পরিবর্তন করতে। একই জায়গায় সীমাবদ্ধ না রেখে ভিন্ন দেশে ফাইনাল হলে সব দলেরই সুবিধা। জুনে ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। পাঁচ ম্যাচের সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্ব শুরু করবে ভারত। যার ফাইনাল ২০২৭ সালে। এই ফাইনাল আয়োজনের জন্য বিড করবে ভারত। যদিও সমস্যা পাকিস্তান!
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, গত মাসেই জিম্বাবোয়েতে আইসিসি চিফ এক্সিকিউটিভদের কমিটির মিটিংয়ে আলোচনা হয়েছে। ২০২৭ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের জন্য বিড করবে ভারত। পিটিআইকে এক কর্তা বলেছেন, ‘ভারত যদি পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠে, তা হলে ভারতে সেই ফাইনাল হলে ক্রিকেট প্রেমীদের কাছে দুর্দান্ত একটা বিষয় হবে। তবে ভারত ছাড়া অন্য কোনও দু-দেশ উঠলে, ফাইনাল আয়োজনের পথে নাও হাঁটতে পারে ভারত।’
সমস্যা হতে পারে, ভারতের সঙ্গে যদি কোনও ভাবে পাকিস্তানও ফাইনালে ওঠে। সেক্ষেত্রে অবশ্য ভারতে ফাইনালের সম্ভাবনা নেই। কারণ, ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন সংস্করণেই খুবই খারাপ পারফরম্যান্স পাকিস্তানের। তাদের ফাইনালের ওঠার দক্ষতা আদৌ কতটা রয়েছে, তা নিয়ে সন্দেহ থাকেই।