Yashasvi Jaiswal: টেস্ট দলে ডাক পেয়ে কী লক্ষ্য স্থির করলেন যশস্বী?

India tour of West Indies: ভারতীয় দলের তরুণ তুর্কী বলেন, ‘খবরটা পাওয়ার পরই বাবা কাঁদতে শুরু করে। এখনও মায়ের সঙ্গে দেখা হয়নি। খুব তাড়াতাড়িই হয়তো দেখা হবে।’

Yashasvi Jaiswal: টেস্ট দলে ডাক পেয়ে কী লক্ষ্য স্থির করলেন যশস্বী?
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 23, 2023 | 11:58 PM

মুম্বই: এ বারের আইপিএল যেন কেরিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াল। দেশের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছেন। প্রথম শ্রেনির ক্রিকেটেও পারফরম্যান্স দারুণ। নির্বাচকদের চোখে পড়ার অপেক্ষা ছিল। তবে আন্দাজ করা হয়েছিল, আরও কিছুদিন ভারত এ দলের হয়ে খেলতে দেখা যাবে। আইপিএলে চোখ ধাঁধানো পারফরম্যান্সের পরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে স্ট্যান্ড বাই হিসেবে স্কোয়াডে ছিলেন। ঋতুরাজ গায়কোয়ার সরে দাঁড়ানোয় শেষ মুহূর্তে জায়গা হয়েছিল। এ বার সরাসরি টেস্ট স্কোয়াডে যশস্বী। ক্যারিবিয়ান সফরের জন্য টার্গেটও সেট করে নিলেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

উত্তরপ্রদেশের গ্রাম থেকে মুম্বইয়ের আজাদ ময়দানে বেড়ে ওঠা। সমস্ত লড়াইয়ের পুরস্কার এল যেন। ক্যারিবিয়ান সফরের টেস্ট দলে বেশ কিছু তরুণ মুখ। তার মধ্যে অন্যতম বাঁ হাতি ব্যাটার যশস্বী। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় দলের তরুণ তুর্কী বলেন, ‘খবরটা পাওয়ার পরই বাবা কাঁদতে শুরু করে। এখনও মায়ের সঙ্গে দেখা হয়নি। খুব তাড়াতাড়িই হয়তো দেখা হবে।’

কয়েকদিনের মধ্যেই বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাড়ি দেবেন যশস্বী। সেখানে ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি সারবেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময় রোহিত, বিরাটদের সঙ্গে অনুশীলন করেছেন। অনেক কিছুই শেখার সুযোগ হয়েছে। টেস্ট স্কোয়াডে ডাক পেয়ে অনুভূতিটা কেমন? যশস্বীর কথায়, ‘খুবই ভালো লাগছে। সুযোগ পেলে সেরাটা দেওয়ার চেষ্টা করব। উত্তেজনা হচ্ছে। একইসঙ্গে লক্ষ্য থাকবে সুযোগ পেলে পারফর্ম করার।’

ক্যারিবিয়ান সফরের দল ঘোষণার আগে অবধি যথেষ্ঠ নার্ভাস ছিলেন, এমনটাই জানান যশস্বী। ইংল্যান্ডে রোহিত, কোহলি, রাহানেদের সঙ্গে নেটে ব্যাট করেছেন। যশস্বী বলেন, ‘কিছুটা হলেও নার্ভাস ছিলাম। তবে যখনই কেউ জানতে পারে, তার নাম রয়েছে, উত্তেজনা বাড়তে থাকবে। অনুভূতিটা দারুণ বলতে হবে। প্রস্তুতিও খুব ভালো হচ্ছে। সিনিয়র প্লেয়ারদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। ওদের সঙ্গে কথা বলে মূল যে বিষয়টা বুঝতে পেরেছি, ক্রিজে নেমে খেলতে আমাকেই হবে। সে ভাবেই এগিয়ে যাওয়া সম্ভব।’