Harbhajan Singh on Rohit: রোহিতের অতি সমালোচনা! পাশে দাঁড়ালেন হরভজন

India Tour of West Indies: সমালোচনা নয়, বরং রোহিত শর্মার পাশে থাকার কথা বলছেন হরভজন সিং। বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দু-ম্যাচের টেস্ট সিরিজ।

Harbhajan Singh on Rohit: রোহিতের অতি সমালোচনা! পাশে দাঁড়ালেন হরভজন
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2023 | 12:03 AM

রোহিত শর্মার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন কিংবদন্তি সুনীল গাভাসকর। ক্যাপ্টেন রোহিতের থেকে তিনি আরও অনেক বেশি প্রত্যাশা করেছিলেন, এমনটাই বলেন সানি। রোহিতের ক্যাপ্টেন্সিতে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে ভারত। এ বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রোহিতের নেতৃত্বে হার। আইপিএলে একশোর বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা, টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার রোহিত। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের সীমানা পার করাতে পারেননি টিম ইন্ডিয়াকে। এই প্রসঙ্গ টেনেই রোহিতের সমালোচনা কিংবদন্তি গাভাসকরের। রোহিতের নেতৃত্বকে অতিরিক্ত সমালোচনায় ভরিয়ে দেওয়া হচ্ছে, এমনটাই মনে করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সমালোচনা নয়, বরং রোহিত শর্মার পাশে থাকার কথা বলছেন হরভজন সিং। বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দু-ম্যাচের টেস্ট সিরিজ। একটি সাক্ষাৎকারে হরভজন সিং বলেন, ‘আমার মনে হয় রোহিতের নেতৃত্ব নিয়ে অতিরিক্ত সমালোচনা হচ্ছে। ক্রিকেট টিম গেম। কোনও একজনের পক্ষে বিশাল কিছু করা সম্ভব নয় বলেই মনে করি। এটা ঠিক, ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভালো পারফর্ম করেনি। অতীত ভুলে সামনের দিকে এগনোই ভালো। ও রান করছে না, ওর ওজন কমছে না, ক্যাপ্টেন্সি ভালো হচ্ছে না, এসব বলে শুধুমাত্র রোহিতকে দোষারোপ করাটা ঠিক নয়। আমার মতে রোহিত দুর্দান্ত নেতা।’

হরভজন সিং আরও যোগ করলেন, ‘আমি রোহিতের নেতৃত্বে খেলেছি। ওকে খুব কাছ থেকে দেখেছি। শুধুমাত্র মুম্বই ইন্ডিয়ান্সে নয়, ভারতীয় দলের ড্রেসিং রুমেও দেখেছি। সাম্প্রতিক ফর্মের বিচারে ওকে বিচার করা ঠিক হবে বলে মনে করি না।’