AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ravindra Jadeja: ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ফরম্যাটে রবীন্দ্র জাডেজার পারফরম্যান্স কেমন?

India Tour of West Indies: টেস্ট ক্রিকেটে এখনও অবধি ১২ বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজে ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ায় নজর থাকবে জাডেজার।

Ravindra Jadeja: ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ফরম্যাটে রবীন্দ্র জাডেজার পারফরম্যান্স কেমন?
Image Credit: twitter
| Edited By: | Updated on: Jul 10, 2023 | 6:30 AM
Share

তিন ফরম্যাটেই ভারতের অন্যতম ভরসা রবীন্দ্র জাডেজা। ব্যাটে-বলে ভরসা দিচ্ছেনই। তবে সবচেয়ে বড় দিক তাঁর ফিল্ডিং। রবীন্দ্র জাডেজা টিমে থাকা মানে ফিল্ডিংয়ে অনেকটা রান বাঁচাবেন। ডিরেক্ট থ্রোয়ে রান আউটও হতে পারে। জাডেজা থাকাতেই পাঁচ স্পেশালিস্ট বোলার খেলাতে পারে ভারত। টেস্ট ক্রিকেটে গত কয়েক বছর ব্যাটিংয়ে দারুণ উন্নতি করেছেন জাডেজা। ব্যাটিং অর্ডারে তাঁকে প্রোমোশনও দেওয়া হয়। ওয়েস্ট ইন্ডিজ সফরেও নজর থাকবে তাঁর অলরাউন্ড পারফরম্যান্সে। টেস্ট ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজে জাডেজার এখনও অবধি পারফরম্যান্স কেমন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গত দু-বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে। দু-বারই রানার্স। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্ব শুরু হয়ে গিয়েছে অ্যাসেজ সিরিজ থেকেই। ভারতের নতুন সাইকেল শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুটি ম্যাচ খেলবে ভারত। প্রথম ম্যাচ ডমিনিকায়। এই নিয়ে টেস্টে তৃতীয় বার ওয়েস্ট ইন্ডিজে খেলবেন জাডেজা। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে একটি মাত্র টেস্টে সুযোগ পেয়েছিলেন। দু-ইনিংসে তাঁর স্কোর যথাক্রমে ৬ ও ১৬। এরপর ২০১৯ সালের সফরে দুটি ম্যাচ খেলেছিলেন জাডেজা। অ্যান্টিগায় ৫৮ রানের অনবদ্য ইনিংস খেলেন। ওয়েস্ট ইন্ডিজে সব মিলিয়ে তিনটি টেস্ট খেলে ৯৭ রান করেছেন জাডেজা। এ বার দারুণ ফর্মে রয়েছেন। তুলনামূলক ভাবে প্রত্যাশাও বেশি জাড্ডুর ওপর।

এ বার দেখে নেওয়া যাক, ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ফরম্যাটে তাঁর বোলিং পরিসংখ্যান। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ক্রিকেটে খুব বেশি বোলিংয়ের সুযোগ হয়নি জাড্ডুর। ২০১৬ সালে একটি টেস্টে খেলেছিল। গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু দিয়েছেন। সেই সফরে এক ম্যাচে তিনটি উইকেট নিয়েছিলেন জাডেজা। পরের সফরে দুটি টেস্ট খেলেছেন। দুই ম্যাচে তাঁর সংগ্রহ সাত উইকেট। এর মধ্যে এক ইনিংসে তিন উইকেট নিয়েছিলেন। টেস্ট ক্রিকেটে এখনও অবধি ১২ বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজে ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ায় নজর থাকবে জাডেজার।