IND VS ZIM Run Out ভিডিয়ো: কোথায় বল, উড়ল বেল! ফ্রেমে নেই রাজা, এ যেন হাওয়ায় রানআউট!

India Tour of Zimbabwe: জিম্বাবোয়ের বড় ভরসা ক্যাপ্টেন সিকান্দার রাজা। ফিল্ডিংয়ের সময় পুরো মাঠ জুড়েই যেন তিনি। বল হাতে একটি উইকেট নিয়েছেন। একটি ক্যাচও নিয়েছেন। তেমনই শিবম দুবের রান আউটেও ভূমিকা রয়েছে জিম্বাবোয়ে ক্যাপ্টেনের। তিনিও রানআউটই হন।

IND VS ZIM Run Out ভিডিয়ো: কোথায় বল, উড়ল বেল! ফ্রেমে নেই রাজা, এ যেন হাওয়ায় রানআউট!
Image Credit source: ScreenGrab
Follow Us:
| Updated on: Jul 14, 2024 | 11:08 PM

চমকে যাওয়ার মতো। আবার মজারও। হঠাৎ যেন ম্যাজিকের মতো। কোথায় বল, কোথায় বেল! ফ্রেমেই নেই সিকান্দার রাজা। তা হলে কি হাওয়ায় রান আউট! একেবারেই নয়। তবে দুর্দান্ত একটা রানআউট ভারত-জিম্বাবোয়ে সিরিজের শেষ ম্যাচে। এই সিরিজে রান আউট যেন রীতি হয়ে দাঁড়িয়েছিল জিম্বাবোয়ে শিবিরে। প্রতি ম্যাচেই কেউ না কেউ রান আউট হয়েছেন। জোনাথন ক্যাম্পবেলের ক্ষেত্রেই এমনটা দেখা গিয়েছিল। শেষ ম্যাচে জিম্বাবোয়ে ক্যাপ্টেন সিকান্দার রাজা রানআউট। আর এই রানআউট নিয়েই অবাক ঘটনা।

টস হেরে প্রথমে ব্যাট করে ভারত। জিম্বাবোয়ের সামনে ১৬৮ রানের টার্গেট ছিল। যদিও শুরুতেই মুকেশ কুমার ২ উইকেট তুলে চাপে ফেলে দেয় প্রতিপক্ষকে। জিম্বাবোয়ের বড় ভরসা ক্যাপ্টেন সিকান্দার রাজা। ফিল্ডিংয়ের সময় পুরো মাঠ জুড়েই যেন তিনি। বল হাতে একটি উইকেট নিয়েছেন। একটি ক্যাচও নিয়েছেন। তেমনই শিবম দুবের রান আউটেও ভূমিকা রয়েছে জিম্বাবোয়ে ক্যাপ্টেনের। তিনিও রানআউটই হন।

জিম্বাবোয়ে ইনিংসের ১৪তম ওভার। লেগ স্টাম্পে বোলিং করেন রবি বিষ্ণোই। সুইপ করতে চেয়েছিলেন। বলটি যায় ফাইন লেগে। রাজা রান নিতে দৌড়ন। শর্ট ফাইন লেগে বল ধরেই নন স্ট্রাইকার প্রান্তে ছোড়েন শিবম দুবে। স্টাম্প ঘেসে বেড়িয়ে যায় বল। সিকান্দার রাজা তখনও ফ্রেমে নেই। কয়েক সেকেন্ড পরই দেখা যায় বেল পড়ছে। যদিও পপিং ক্রিজ থেকে অনেকটাই দূরে সিকান্দার রাজা।

প্রাথমিক ভাবে সকলেই হকচকিয়ে যান। খালি চোখে মনে হয়েছিল, বল উইকেটের পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে। তৃতীয় আম্পায়ার বেশ কয়েকবার রিপ্লে দেখেন। এরপর পরিষ্কার হয় ঘটনাটি। বল স্টাম্পে লেগেছে। চোখের পলকে ঘটে যাওয়ায় বোঝা যায়নি। এই ভিডিয়ো স্লো মোশনে না দেখলে সত্যিই বোঝা কঠিন।