
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সৌজন্যে সারা বিশ্ব চিনেছে বৈভব সূর্যবংশীকে। ঘরোয়া ক্রিকেটে তার আগেই শিরোনামে এসেছিলেন। মাত্র ১২ বছরেই রঞ্জি ট্রফিতে খেলেন। বিধ্বংসী পারফর্মও করেন। এরপর গত আইপিএলে তাঁর খেলা আকর্ষণের কেন্দ্রে এনেছে। রাজস্থান রয়্যালসের এই তরুণ ব্যাটার সর্বকনিষ্ঠ হিসেবে আইপিএল খেলার নজির গড়েন। সেখানেই শেষ নয়। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি। কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান, ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরিরও রেকর্ড। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের সঙ্গে ইংল্যান্ড সফরে রয়েছেন বৈভব সূর্যবংশী। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের পাঁচ রহস্য তুলে ধরলেন কিংবদন্তি ক্রিকেটার এবং কোচ কুমার সঙ্গাকারা।
ইংল্য়ান্ডের মাটিতে যুব ওয়ান ডে সিরিজ জিতেছে ভারত। দুর্দান্ত খেলেছেন বৈভব। যুব টেস্টের প্রথমটিতে হাফসেঞ্চুরিও করেছিলেন। দ্বিতীয় যুব টেস্ট চলছে। প্রথম ইনিংসে শুরুটা ভালো হলেও বড় ইনিংস আসেনি। ১৪ বলে ২০ রানে ফেরেন তিনি। এর মধ্যে একটি বাউন্ডারি এবং দুটি ছয়। কতটা বিধ্বংসী শুরু করেছিলেন এর থেকেই বোঝা যায়। রাজস্থান রয়্যালসে খেলেন বৈভব। সেই টিমের কোচিং টিমের গুরুত্বপূর্ণ অংশ শ্রীলঙ্কার প্রাক্তন কিপার ব্যাটার সঙ্গাকারা। ফলে খুব কাছ থেকে বৈভবকে দেখেছেন।
স্কাইস্পোর্টসে একটি সাক্ষাৎকারে সঙ্গাকারা জানান-
‘The rise of Vaibhav’ 🌟 Rajasthan Royals Director of Cricket Kumar Sangakkara on his first encounter with the rising star 🗣️ pic.twitter.com/uFPATITFTQ
— Sky Sports Cricket (@SkyCricket) July 20, 2025
এই পাঁচটি কোয়ালিটির জন্যই বৈভবের বিধ্বংসী ব্যাটিং বলে চিহ্নিত করেছেন কুমার সঙ্গাকারা। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্য বৈভবের মতো তরুণ প্রতিভা খুবই ইতিবাচক দিক বলেও মনে করেন শ্রীলঙ্কার এই প্রাক্তন ক্রিকেটার।