U19 Asia Cup: ৮ বার এশিয়া সেরা ভারতের যুব দল

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Dec 31, 2021 | 7:10 PM

বৃষ্টিবিঘ্নিত ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা (Sri Lanka)। বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ এসে দাঁড়ায় ৩৮ ওভারে। নির্ধারিত ৩৮ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৬ রান তোলে শ্রীলঙ্কা। ৩ উইকেট নেন ভিকি ওস্তওয়াল (Vicky Ostwal)। ২ উইকেট সংগ্রহ করেন কৌশল তাম্বে। ১টি করে উইকেট নেন রাজবর্ধন, রবি কুমার, রাজাঙ্গাদ বাওয়া।

U19 Asia Cup: ৮ বার এশিয়া সেরা ভারতের যুব দল
অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। ছবি: টুইটার

Follow Us

দুবাই: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ (U-19 Asia Cup) চ্যাম্পিয়ন ভারত। এই নিয়ে ৮ বার এশিয়া সেরা হল ভারতের (India) যুব দল। ফাইনালে শ্রীলঙ্কাকে ৯ উইকেটে (ডাকওয়ার্থ লুইস নিয়ম) হারিয়ে চ্যাম্পিয়ন হৃষিকেশ কানিতকার, সাইরাজ বাহুতুলের ছেলেরা।

 

বৃষ্টিবিঘ্নিত ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা (Sri Lanka)। বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ এসে দাঁড়ায় ৩৮ ওভারে। নির্ধারিত ৩৮ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৬ রান তোলে শ্রীলঙ্কা। ৩ উইকেট নেন ভিকি ওস্তওয়াল (Vicky Ostwal)। ২ উইকেট সংগ্রহ করেন কৌশল তাম্বে। ১টি করে উইকেট নেন রাজবর্ধন, রবি কুমার, রাজাঙ্গাদ বাওয়া।

 

 

 

 

 

 

 

রান তাড়া করতে নেমে ২১.৩ ওভারে ১ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। হর্নুর পান্নু আউট হন ৫ রানে। অংকৃশ রঘুবংশী ৫৬ আর রশিদ ৩১ রানে অপরাজিত থাকেন। গ্রুপ পর্বে দ্বিতীয় স্থানে শেষ করে নক আউটে পৌঁছয় ভারত। একমাত্র পাকিস্তানের কাছে হারেন যশ ধুলরা। বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ওঠেন রবি কুমাররা। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিঃসন্দেহে অনেকটা আত্মবিশ্বাস বাড়ল যশ ধুল, রবি কুমার, হর্নুর পান্নুদের। ১৪ তারিখ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যুব বিশ্বকাপের প্রথম ম্যাচ ভারতের।

 

 

আরও পড়ুন: World Test XI: ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা দলে চার ভারতীয় ক্রিকেটার

Next Article