IND vs AFG 1st T20 Highlights: শিবম-রিঙ্কু অপরাজিত, ১৫ বল বাকি থাকতেই জিতল ভারত

India vs Afghanistan 1st T20I Live Score in Bengali: ওয়ান ডে বিশ্বকাপের পরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। ঘরের মাঠে টানা ১৪টি টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকায় অ্যাওয়ে সিরিজে টি-টোয়েন্টিতে যুগ্মবিজয়ী। এ বার ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। বিশ্বকাপের আগে এটিই শেষ টি-টোয়েন্টি সিরিজ ভারতের। প্রথম টি-টোয়েন্টি ম্যাচের লাইভ আপডেট এই লিঙ্কে।

IND vs AFG 1st T20 Highlights: শিবম-রিঙ্কু অপরাজিত, ১৫ বল বাকি থাকতেই জিতল ভারত
Image Credit source: TV9 Bangla Graphics

Jan 11, 2024 | 10:37 PM

মোহালি: আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup)। তার আগে ভারতের শেষ টি-টোয়েন্টি সিরিজ। আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ বলতে এর আগে একটি মাত্র টেস্ট খেলেছিল ভারত। সাদা বলের ক্রিকেটে বিশ্বকাপ কিংবা এশিয়া কাপের মঞ্চেই শুধু দেখা হয়েছে দু-দলের। এই প্রথম সাদা বলে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে ভারত-আফগানিস্তান (India vs Afghanistan)। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল ভার। মোহালিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জয়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় দলে এই ফর্ম্যাটে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ব্যাটার রোহিতের শুরুটা ভালো হল না যদিও। শুভমনের ভুলে শূন্য হাতে রান আউট হয়ে ফেরেন। ক্যাপ্টেন রোহিত জয়ে প্রত্যাবর্তন করলেন। ভারত-আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আপডেটের জন্য নজর রাখুন TV9 Bangla Sports-এর এই লাইভ ব্লগে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 11 Jan 2024 10:25 PM (IST)

    IND vs AFG: তারুণ্যে জয়

    আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম বার সাদা বলের সিরিজ খেলছে ভারত। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেলেন রোহিতরা। বিস্তারিত পড়ুন: রোহিত রান আউট, তরুণরা জেতালেন ভারতকে

  • 11 Jan 2024 09:06 PM (IST)

    IND vs AFG: ছন্দে থেকেও বড় ইনিংস এল না

    শুভমনের ভুলে রান আউট হয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। চাপে ছিলেন তরুণ ওপেনার। বড় ইনিংস খেলে সেই ভুল ঢাকতে পারতেন। ছন্দে থাকলেও স্টেপ আউট করে মারতে গিয়ে স্টাম্প আউট হয়ে ফিরলেন শুভমন। ১২ বলে ২৩ রান করলেন।

  • 11 Jan 2024 08:50 PM (IST)

    IND vs AFG: শুভমনের ভুলে!

    শট খেলেই রানের ডাক দিয়েছিলেন রোহিত। শুভমন বল দেখছিলেন। রোহিত উল্টো প্রান্তে পৌঁছে যান। শুভমন বল দেখতে গিয়ে অধিনায়কের কল ভুলে যান। রান আউট হয়ে স্বাভাবিক ভাবেই শুভমনের ওপর মেজাজ হারালেন রোহিত।

  • 11 Jan 2024 08:38 PM (IST)

    IND vs AFG: শিবম দুবেরও ‘প্রত্যাবর্তন’

    ওয়ান ডে বিশ্বকাপের পরই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে সেই সিরিজে স্কোয়াডে ছিলেন শিবম দুবে এবং ওয়াশিংটন সুন্দর। বাকি সকলেই কোনও না কোনও ম্যাচে সুযোগ পেয়েছিলেন। যদিও শিবম দুবে এবং ওয়াশিংটন সুন্দরকে পুরো সিরিজেই বেঞ্চে কাটাতে হয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরে এই দু-জন সুযোগ পাননি। আফগানিস্তানের বিরুদ্ধে এখনও অবধি সুযোগ কাজে লাগাতে সফল শিবম। বল হাতে নজর কাড়েন মুকেশ কুমারও। স্লগ ওভারে দুর্দান্ত বোলিং মুকেশের। তাঁর জোড়া ধাক্কা শেষ দিকে আফগানিস্তানকে চাপে ফেলে। প্রথম টি-টোয়েন্টি জিততে ভারতের প্রয়োজন ১৫৯ রান।

  • 11 Jan 2024 08:05 PM (IST)

    IND vs AFG: ছন্দ পাচ্ছেন না বিষ্ণোই!

    মহম্মদ নবির সামনে ছন্দ পাচ্ছেন না রবি বিষ্ণোই! ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সবচেয়ে সফল বোলার ছিলেন রবি বিষ্ণোই। ৯ উইকেট নিয়েছিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে এখনও অবধি ভরসা দিতে ব্যর্থ রবি বিষ্ণোই। ৩ ওভারে ৩৫ রান দিয়েছেন।

  • 11 Jan 2024 07:53 PM (IST)

    IND vs AFG: ক্যাচ ড্রপ!

    শর্ট কভারে কঠিন ক্যাচ। ঠিক যেন আগেরটার অ্যাকশন রিপ্লে। রোহিত লাফিয়েছিলেন। টাইমিং ঠিকই ছিল। যদিও হাতে বল জমেনি। কঠিন ক্যাচ ড্র রোহিতের। একই পজিশনে ক্যাচ নিয়ে ইব্রাহিম জাদরানকে ফিরিয়েছিলেন রোহিত। বোলার সেই শিবম দুবেই।

  • 11 Jan 2024 07:45 PM (IST)

    IND vs AFG: রহমত আউট

    অক্ষর প্যাটেল আফগানিস্তানকে দিলেন তৃতীয় ধাক্কা। মাত্র ৩ রান করে মাঠ ছাড়লেন রহমত শাহ।

  • 11 Jan 2024 07:38 PM (IST)

    IND vs AFG: জাদরান আউট

    রহমানুল্লা গুরবাজের পর ইব্রাহিম জাদরানও প্যাভিলিয়নে। জোড়া ধাক্কা খেল আফগানরা। শিবম দুবে তুলে নিলেন আফগান নেতার উইকেট। ২২ বলে ২৫ রান করে মাঠ ছাড়লেন জাদরান।

  • 11 Jan 2024 07:36 PM (IST)

    IND vs AFG: গুরবাজ-জাদরান জুটি ভাঙলেন অক্ষর

    প্রথম ধাক্কা খেল আফগানরা। গুরবাজ-জাদরান জুটি ভাঙলেন অক্ষর প্যাটেল। ২৮ বলে ২৩ রান করে মাঠ ছাড়লেন রহমানুল্লা গুরবাজ।

  • 11 Jan 2024 07:28 PM (IST)

    IND vs AFG: পাওয়ার প্লে শেষ

    • আফগানিস্তানের ইনিংসের প্রথম ৬ ওভারের খেলা শেষ।
    • পাওয়ার প্লের শেষে আফগানদের স্কোর বিনা উইকেটে ৩৩।
    • ক্রিজে রহমানুল্লা গুরবাজ (১৫*), ইব্রাহিম জাদরান (১৬*)।
  • 11 Jan 2024 07:16 PM (IST)

    IND vs AFG: জারদানের ক্যাচ মিস

    ২.৫ ওভারে ইব্রাহিম জাদরানের ক্যাচ মিস শিবম দুবের। শুরুতেই আফগান অধিনায়ককে ফেরাতে পারলে সুবিধে হত ভারতীয় দলের।

  • 11 Jan 2024 07:01 PM (IST)

    IND vs AFG: আফগানদের ইনিংস শুরু

    নতুন বল হাতে সূচনায় অর্শদীপ সিং। আফগানদের হয়ে ওপেনিংয়ে রহমানুল্লা গুরবাজ, ইব্রাহিম জাদরান।

  • 11 Jan 2024 06:59 PM (IST)

    IND vs AFG: দুই দলের একাদশ

    প্রথম ম্যাচে খেলছেন না বিরাট কোহলি। ম্যাচের আগের দিনই তা জানিয়ে দিয়েছিলেন হেড কোচ রাহুল দ্রাবিড়। রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল ওপেন করবেন, এটুকুও নিশ্চিত করেছিলেন দ্রাবিড়। যদিও চোটে শেষ মুহূর্তে ছিটকে গেলেন যশস্বী। রোহিতের ওপেনিং সঙ্গী শুভমন। একাদশে বাকি বেশ কিছু জায়গা নিয়ে অবশ্য ধোঁয়াশা ছিল। বিশেষ করে বলতে হয় উইকেট কিপিং পজিশন। জায়গা হল না সঞ্জুর। খেলছেন জীতেশ শর্মাই।

    পড়ুন বিস্তারিত – IND vs AFG: রয়েছেন রিঙ্কু, রোহিতের প্রত্যাবর্তন, যশস্বীকে নিয়ে গুগলি দ্রাবিড়ের! জেনে নিন একাদশ

  • 11 Jan 2024 06:55 PM (IST)

    IND vs AFG: মেয়ের জন্যই কি আফগানদের বিরুদ্ধে খেলছেন না বিরাট?

    দেশের জার্সিতে টি-২০ ফর্ম্যাটে ৪২৭দিন পর ফেরার পথে পা বাড়িয়ে রেখেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। এখনই অবশ্য তা হচ্ছে না। আজ, বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-আফগানিস্তান টি-২০ সিরিজ। প্রথম টি-২০ ম্যাচে খেলবেন না বিরাট কোহলি। ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে এই খবর জানিয়েছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। কিন্তু কেন আফগানদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলছেন না বিরাট কোহলি?

    পড়ুন বিস্তারিত – Virat Kohli: ছোট্ট ভামিকার জন্মদিন, মেয়ের জন্যই আফগানদের বিরুদ্ধে খেলছেন না বিরাট!

  • 11 Jan 2024 06:31 PM (IST)

    IND vs AFG: টস আপডেট

    টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টানা ১১টি টস হারার পর টি-২০তে টস জিতল ভারত।

  • 11 Jan 2024 06:25 PM (IST)

    IND vs AFG: রিঙ্কু কি বাদ পড়তে চলেছেন?

    এ বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে কারণে বিরাট-রোহিত টি-২০ ফর্ম্যাটে ফেরায় তাঁদের অনুরাগীরা খুশি। অবশ্য ক্রিকেট মহলে এই পরিস্থিতিতে আর একজনকে নিয়ে আলোচনা চলছে, তিনি রিঙ্কু সিং (Rinku Singh)। অনেকেই বলাবলি করছেন, বিরাট-রোহিত টি-২০ ক্রিকেটে ফেরায় একাদশে হয়তো আর সুযোগ পাবেন না রিঙ্কু সিং।

    পড়ুন বিস্তারিত – Rinku Singh: হঠাৎই বিশবাঁও জলে বিশ্বকাপের স্বপ্ন, বাদ পড়ছেন রিঙ্কু?

  • 11 Jan 2024 06:15 PM (IST)

    IND vs AFG: মেন ইন ব্লুর টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ফাইনাল’ প্রস্তুতি

    আজকের ম্যাচে দু-দলের আরও বড় চিন্তা আবহাওয়া। প্রচণ্ড ঠান্ডা। তাপমাত্রা ৩ ডিগ্রিতেও নামতে পারে। আবহাওয়া দফতর এমনই জানিয়েছে। এতে অবশ্য ভারতীয় পেসাররা কিছুটা উচ্ছ্বসিত হতেই পারেন। বলের মুভমেন্ট তুলনামূলক বেশি হতে পারে। চিন্তা রয়েছে কুয়াশার। বল ঠিকঠাক দেখা যাবে তো! এমনিতেই মোহালি স্টেডিয়ামের ফ্লাডলাইট টাওয়ারের উচ্চতা কম হওয়ায় অনেক ক্যাচ মিস হয়। বিশ্বকাপের প্রস্তুতিতে কিছু মিস না হলেই হল।

    পড়ুন বিস্তারিত –  IND vs AFG: টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ফাইনাল’ প্রস্তুতিতে নজর ভারতের

  • 11 Jan 2024 06:03 PM (IST)

    IND vs AFG: অপেক্ষা আর ১ ঘণ্টার

    আজ রাত ৭টা নাগাদ মোহালিতে হবে ভারত ও আফগানিস্তানের প্রথম টি-২০ ম্যাচ। এই ম্যাচ দিয়ে ফের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ফিরছেন রোহিত শর্মা।