Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rinku Singh: হঠাৎই বিশবাঁও জলে বিশ্বকাপের স্বপ্ন, বাদ পড়ছেন রিঙ্কু?

এ বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে কারণে বিরাট-রোহিত টি-২০ ফর্ম্যাটে ফেরায় তাঁদের অনুরাগীরা খুশি। অবশ্য ক্রিকেট মহলে এই পরিস্থিতিতে আর একজনকে নিয়ে আলোচনা চলছে, তিনি রিঙ্কু সিং (Rinku Singh)। অনেকেই বলাবলি করছেন, বিরাট-রোহিত টি-২০ ক্রিকেটে ফেরায় একাদশে হয়তো আর সুযোগ পাবেন না রিঙ্কু সিং।

Rinku Singh: হঠাৎই বিশবাঁও জলে বিশ্বকাপের স্বপ্ন, বাদ পড়ছেন রিঙ্কু?
Rinku Singh: হঠাৎই বিশবাঁও জলে বিশ্বকাপের স্বপ্ন, বাদ পড়ছেন রিঙ্কু?Image Credit source: X
Follow Us:
| Updated on: Jan 11, 2024 | 2:20 PM

কলকাতা: মেন ইন ব্লু আজ থেকে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) প্রস্তুতি শুরু করছে। টিম ইন্ডিয়া নতুন বছরে আফগানিস্তানের (India vs Afghanistan) বিরুদ্ধে প্রথম টি-২০ (T20) সিরিজ খেলতে চলেছে। লক্ষ্মীবার সন্ধেতে মোহালিতে আফগান-বধের লক্ষ্যে নামবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। এই সিরিজের হাত ধরেই দেশের জার্সিতে টি-টোয়েন্টি ফর্ম্যাটে ফিরছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এ বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে কারণে বিরাট-রোহিত টি-২০ ফর্ম্যাটে ফেরায় তাঁদের অনুরাগীরা খুশি। অবশ্য ক্রিকেট মহলে এই পরিস্থিতিতে আর একজনকে নিয়ে আলোচনা চলছে, তিনি রিঙ্কু সিং (Rinku Singh)। অনেকেই বলাবলি করছেন, বিরাট-রোহিত টি-২০ ক্রিকেটে ফেরায় একাদশে হয়তো আর সুযোগ পাবেন না রিঙ্কু সিং। আফগানদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে অবশ্য বিরাট কোহলি খেলবেন না। তাতে কি রিঙ্কুর শিকে ছিঁড়বে?

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ কী হতে পারে?

  1. ওপেনিং – রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। (ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে ওপেনিং জুটি যে রোহিত-যশস্বী, তা জানিয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়)।
  2. তিন নম্বরে কে? বিরাট কোহলি এই ম্যাচে না খেলায় তিন নম্বরে নামার সম্ভবনা রয়েছে শুভমন গিলের।
  3. চারে সুযোগ পাবেন কে? যেহেতু সঞ্জু স্যামসনকে উইকেটকিপার ব্যাটার হিসেবে এই সিরিজে নেওয়া হয়েছে, তাই একাদশে তিনি সুযোগ পেতে পারেন। এবং চারে নামতে পারেন।
  4. পাঁচ পজিশন কার? ভারতের তরুণ তুর্কি তিলক ভার্মাকে আফগানিস্তানের বিরুদ্ধে পাঁচে নামানো হতে পারে। মিডল অর্ডারে তিনি ভরসা দিতে পারেন।
  5. ছয়ে শিকে ছিঁড়তে পারে যাঁর? ছয় নম্বরে দেখা যেতে পারে রিঙ্কু সিংকে। টিম ইন্ডিয়ার নয়া সেনসেশন ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস উপহার দিতে পারেন। সঙ্গে ম্যাচ ফিনিশও করে আসার ক্ষমতা রাখেন।
  6. সাতে কে? ভারতীয় তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে দেখা যেতে পারে সাতে। তিনি ব্যাটে-বলে দুই বিভাগেই দলকে ভরসা দিতে পারেন।
  7. কুলদীপ যাদব – মোহালিতে কুলদীপ যাদবের ঘূর্ণির কামাল দেখা যেতে পারে। তাই আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের একাদশে তিনি সুযোগ পেতে পারেন।
  8. অর্শদীপ সিং – পঞ্জাবের ছেলে অর্শদীপ সিংয়ের পেস ও অতিরিক্ত বাউন্স আফগান ব্যাটারদের প্যাঁচে ফেলতে পারে। তাই তাঁকে একাদশে দেখা যেতে পারে।
  9. মুকেশ কুমার – ছন্দে থাকা বাংলার পেসারকে দেখা যেতে পারে আফগানদের বিরুদ্ধে মোহালিতে।
  10. আবেশ খান – পেস বিভাগে অর্শদীপ সিং, মুকেশ কুমারদের সঙ্গে আবেশ খানকে দেখা যেতে পারে।