Rinku Singh: হঠাৎই বিশবাঁও জলে বিশ্বকাপের স্বপ্ন, বাদ পড়ছেন রিঙ্কু?
এ বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে কারণে বিরাট-রোহিত টি-২০ ফর্ম্যাটে ফেরায় তাঁদের অনুরাগীরা খুশি। অবশ্য ক্রিকেট মহলে এই পরিস্থিতিতে আর একজনকে নিয়ে আলোচনা চলছে, তিনি রিঙ্কু সিং (Rinku Singh)। অনেকেই বলাবলি করছেন, বিরাট-রোহিত টি-২০ ক্রিকেটে ফেরায় একাদশে হয়তো আর সুযোগ পাবেন না রিঙ্কু সিং।

কলকাতা: মেন ইন ব্লু আজ থেকে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) প্রস্তুতি শুরু করছে। টিম ইন্ডিয়া নতুন বছরে আফগানিস্তানের (India vs Afghanistan) বিরুদ্ধে প্রথম টি-২০ (T20) সিরিজ খেলতে চলেছে। লক্ষ্মীবার সন্ধেতে মোহালিতে আফগান-বধের লক্ষ্যে নামবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। এই সিরিজের হাত ধরেই দেশের জার্সিতে টি-টোয়েন্টি ফর্ম্যাটে ফিরছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এ বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে কারণে বিরাট-রোহিত টি-২০ ফর্ম্যাটে ফেরায় তাঁদের অনুরাগীরা খুশি। অবশ্য ক্রিকেট মহলে এই পরিস্থিতিতে আর একজনকে নিয়ে আলোচনা চলছে, তিনি রিঙ্কু সিং (Rinku Singh)। অনেকেই বলাবলি করছেন, বিরাট-রোহিত টি-২০ ক্রিকেটে ফেরায় একাদশে হয়তো আর সুযোগ পাবেন না রিঙ্কু সিং। আফগানদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে অবশ্য বিরাট কোহলি খেলবেন না। তাতে কি রিঙ্কুর শিকে ছিঁড়বে?
আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ কী হতে পারে?
- ওপেনিং – রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। (ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে ওপেনিং জুটি যে রোহিত-যশস্বী, তা জানিয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়)।
- তিন নম্বরে কে? বিরাট কোহলি এই ম্যাচে না খেলায় তিন নম্বরে নামার সম্ভবনা রয়েছে শুভমন গিলের।
- চারে সুযোগ পাবেন কে? যেহেতু সঞ্জু স্যামসনকে উইকেটকিপার ব্যাটার হিসেবে এই সিরিজে নেওয়া হয়েছে, তাই একাদশে তিনি সুযোগ পেতে পারেন। এবং চারে নামতে পারেন।
- পাঁচ পজিশন কার? ভারতের তরুণ তুর্কি তিলক ভার্মাকে আফগানিস্তানের বিরুদ্ধে পাঁচে নামানো হতে পারে। মিডল অর্ডারে তিনি ভরসা দিতে পারেন।
- ছয়ে শিকে ছিঁড়তে পারে যাঁর? ছয় নম্বরে দেখা যেতে পারে রিঙ্কু সিংকে। টিম ইন্ডিয়ার নয়া সেনসেশন ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস উপহার দিতে পারেন। সঙ্গে ম্যাচ ফিনিশও করে আসার ক্ষমতা রাখেন।
- সাতে কে? ভারতীয় তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে দেখা যেতে পারে সাতে। তিনি ব্যাটে-বলে দুই বিভাগেই দলকে ভরসা দিতে পারেন।
- কুলদীপ যাদব – মোহালিতে কুলদীপ যাদবের ঘূর্ণির কামাল দেখা যেতে পারে। তাই আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের একাদশে তিনি সুযোগ পেতে পারেন।
- অর্শদীপ সিং – পঞ্জাবের ছেলে অর্শদীপ সিংয়ের পেস ও অতিরিক্ত বাউন্স আফগান ব্যাটারদের প্যাঁচে ফেলতে পারে। তাই তাঁকে একাদশে দেখা যেতে পারে।
- মুকেশ কুমার – ছন্দে থাকা বাংলার পেসারকে দেখা যেতে পারে আফগানদের বিরুদ্ধে মোহালিতে।
- আবেশ খান – পেস বিভাগে অর্শদীপ সিং, মুকেশ কুমারদের সঙ্গে আবেশ খানকে দেখা যেতে পারে।





