Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: ছোট্ট ভামিকার জন্মদিন, মেয়ের জন্যই আফগানদের বিরুদ্ধে খেলছেন না বিরাট!

IND vs AFG: দেশের জার্সিতে টি-২০ ফর্ম্যাটে ৪২৭দিন পর ফেরার পথে পা বাড়িয়ে রেখেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। এখনই অবশ্য তা হচ্ছে না। আজ, বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-আফগানিস্তান টি-২০ সিরিজ। প্রথম টি-২০ ম্যাচে খেলবেন না বিরাট কোহলি। ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে এই খবর জানিয়েছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। কিন্তু কেন আফগানদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলছেন না বিরাট কোহলি?

Virat Kohli: ছোট্ট ভামিকার জন্মদিন, মেয়ের জন্যই আফগানদের বিরুদ্ধে খেলছেন না বিরাট!
Virat Kohli: ছোট্ট ভামিকার জন্মদিন, মেয়ের জন্যই আফগানদের বিরুদ্ধে খেলছেন না বিরাট!
Follow Us:
| Updated on: Jan 11, 2024 | 1:34 PM

কলকাতা: দেশের জার্সিতে টি-২০ ফর্ম্যাটে ৪২৭দিন পর ফেরার পথে পা বাড়িয়ে রেখেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। এখনই অবশ্য তা হচ্ছে না। আজ, বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-আফগানিস্তান (IND vs AFG) টি-২০ (T20) সিরিজ। প্রথম টি-২০ ম্যাচে খেলবেন না বিরাট কোহলি। ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে এই খবর জানিয়েছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। কিন্তু কেন আফগানদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলছেন না বিরাট কোহলি? নেটিজ়েনরা খুঁজে বের করেছেন সেই কারণ। আসলে বিরাট কোহলির মেয়ে ভামিকার আজ জন্মদিন। ছোট্ট ভামিকা দেখতে দেখতে তিনে পা দিল। তাই বিরাটের ভক্তরা মনে করছেন, মেয়ের জন্মদিনটা তার সঙ্গে কাটানোর জন্য টিমের থেকে ছুটি চেয়ে নিয়েছেন কোহলি।

২০২১ সালের ১১ জানুয়ারি ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড ডিভা অনুষ্কা শর্মার কন্যা সন্তানের জন্ম। বিরাট ও অনুষ্কা তাঁদের মেয়ের নাম রাখেন মা দুর্গার নামে, ভামিকা। মেয়ের জন্মের পর থেকেই তার প্রাইভেসি রক্ষার্থে অভিনব পন্থা নিয়েছিলেন বিরাট-অনুষ্কা। ছোট্ট ভামিকার ছবির জন্য বিরুষ্কার অনুরাগীরা সর্বক্ষণ অপেক্ষায় থাকেন। কিন্তু বিরাট এবং অনুষ্কা এখনও সেই অর্থে মেয়ের ছবি প্রকাশ্যে আনেননি।

অতীতে মিডিয়া হাঊজগুলোকে বিরাট ও অনুষ্কা চকোলেট, মিষ্টি পাঠিয়ে অনুরোধ করেছিলেন মেয়ের প্রাইভেসি রক্ষা করার জন্য। একটি ছোট্ট চিরকুটে বিরুষ্কা লিখেছিলেন, ‘আমাদের সন্তানের প্রাইভেসি রক্ষা করতে আপনাদের সাহায্য ভীষণ প্রয়োজন। আপনাদের কথা দিচ্ছি আমাদের নিয়ে যা যা কনটেন্ট আপনাদের প্রয়োজন, আমরা তা আপনাদের ঠিক দেব। কিন্তু আমাদের সন্তান রয়েছে এমন কোনও কনটেন্ট আপনারা নিজে থেকে সম্প্রচার করবেন না। এই কথাটা দিন।’

২০২৩ সালে ভামিকার জন্মদিনে একটি ছবি পোস্ট করেছিলেন বিরাট কোহলি। এ বছর এখনও অবশ্য মেয়ের জন্মদিনে কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি বিরাট ও অনুষ্কা।

View this post on Instagram

A post shared by Virat Kohli (@virat.kohli)

ছোট্ট ভামিকার তৃতীয় জন্মদিনে বিরুষ্কার অনুরাগীরা তাঁর ছবি দেখার অপেক্ষায় রয়েছে। #Vamika সোশ্যাল মিডিয়া সাইট X এ ট্রেন্ডিং। খুদে ভামিকাকে জন্মদিনের শুভেচ্ছাবার্তায় ভরাচ্ছেন বিরাট ও অনুষ্কার অনুরাগীরা।