
বেঙ্গালুরু: ভারতের নজরে ছিল জয়ের হ্যাটট্রিক। তেমনই অধিনায়ক রোহিত শর্মার লক্ষ্য ছিল সিরিজে শূন্যর হ্যাটট্রিক আটকানো। তার জন্য এত ঘাম ঝড়াতে হবে কেই বা ভেবেছিল! রোহিত সেঞ্চুরি করলেন, রিঙ্কু সিং অনবদ্য ইনিংস খেলেন। জুনে টি-টোয়েন্টি (ICC Men’s T20 World Cup) বিশ্বকাপ। টি-টোয়েন্টি ফরম্যাটে এটিই ভারতের শেষ সিরিজ। শেষ ম্যাচের ফয়সালা হল দুটো সুপার ওভারে। অবশেষে আফগানিস্তানকে ক্লিনসুইপ করল ভারত। দ্বিতীয় সুপার ওভারে অনবদ্য বোলিং রবি বিষ্ণোইয়ের। বিরাটের ঘরের মাঠে বিরাট বিনোদন। ঐতিহাসিক, রুদ্ধশ্বাস একটা ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। ভারত-আফগানিস্তান তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আপডেটের জন্য নজর রাখুন TV9 Bangla Sports-এর এই লাইভ ব্লগে।
ম্যাচের বিস্তারিত পড়ুন: জোড়া সুপার ওভার, বেঙ্গালুরুতে বিরাট বিনোদন; ঐতিহাসিক জয় ভারতের
ভারতের সম্ভবত বোলিং করবেন আবেশ খান। রবি বিষ্ণোইও ওয়ার্ম আপ করছেন। পাওয়ার প্লে-তে বোলিংয়ের অভিজ্ঞতা রয়েছে। ব্যাটিংয়ে নামছেন গুরবাজ ও নবি। বোলিং করবেন রবি বিষ্ণোই।
প্রথম সুপার ওভারে ফয়সালা হল না। ফের সুপার ওভার। রোহিত-রিঙ্কু ওপেন করবেন। ওমরজাই প্রথম সুপার ওভারে বোলিং করেছিলেন। তেমনই ভারতের মুকেশ কুমার। এই দু-জন সুপার ওভারে বোলিং করতে পারবেন না।
ভারতের চাই ১৭ রান। বোলিংয়ে আজমতুল্লা ওমরজাই। রোহিত-যশস্বীই ওপেন করবেন।
দ্বিতীয় ডেলিভারি ইয়র্কার। এক রান। তৃতীয় বল ব্যাটের কানায় লেগে বাউন্ডারি। আফগানিস্তানের ৬ রান। চার বলে ৭ রান আফগানদের। পঞ্চম বলে ওভার বাউন্ডারি। নবি ছয় মারলেন। আফগানিস্তানের ১৩ রান। ১ বল বাকি। ডট বলে বাই, ওভার থ্রোয়ে ৩ রান। শর্ট রান চেক হবে! লাইন পেরিয়েছে। ভারতের চাই ১৭ রান।
সুপার ওভারে প্রথম বলেই রান আউট। বিরাট কোহলির অনবদ্য থ্রো, সঞ্জু ধরেই উইকেট ভেঙে দেন। ১ রানেই ফিরলেন গুলবদিন নায়েব।
গুলবদিনের মতো সেট ব্যাটার ক্রিজে থাকায় শেষ ওভারে ১৯ রান আটকানো সহজ ছিল না। ওভার শুরু হয় ওয়াইড দিয়ে। এরপর বাউন্ডারি। একটা দুর্দান্ত ইয়র্কারের পর ফের ওয়াইড। ৪ বলে ১৩ রানের টার্গেট দাঁড়ায় আফগানদের। স্ট্রাইকে গুলবদিন। রিঙ্কু সিং অনেকটা দৌড়ে বাউন্ডারি বাঁচান। ৩ বলে ১১ রানের অঙ্ক। কিন্তু ছয় মেরে হাফসেঞ্চুরি এবং আফগানিস্তানের স্বপ্ন জাগিয়ে তোলেন গুলবদিন। শেষ ২ বলে মাত্র ৫ রান প্রয়োজন ছিল আফগানিস্তানের। পরের বলে ২ রান নেন গুলবদিন। শেষ বলে ৩ রান প্রয়োজন আফগানিস্তানের। শেষ বলে ২ রান। ম্যাচ গড়ায় সুপার ওভারে।
এমনিতেই তিনি হিটম্যান নন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চম সেঞ্চুরি মেরে রোহিত যেন অনেক কিছুই বুঝিয়ে দিলেন। পড়ুন বিস্তারিত: এক সেঞ্চুরিতেই জবাব হার্দিক, MI-কে; বিরাটের মাঠে রোহিত সুপারহিট
শূন্যর আতঙ্ক কাটিয়ে হাফসেঞ্চুরিতে রোহিত শর্মা। আগের ম্যাচের মতো শুরুতেই আক্রমণ নয়। বরং একটু সময় নেন সেট হতে। এরপরই বিধ্বংসী ব্যাটিং। উল্টোদিক থেকে পরপর উইকেট হারানোয় সাময়িক চাপে পড়ে ভারত। ২২ রানে ৪ উইকেট পড়েছিল। রোহিত-রিঙ্কু জুটিতে ঘুরে দাঁড়ায় টিম। রোহিত ৪১ বলে হাফসেঞ্চুরিতে।
আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি খেলেননি। দ্বিতীয় ম্যাচে ক্যামিও ইনিংস খেলেছিলেন। বেঙ্গালুরুতে গোল্ডেন ডাক। বিশ্বকাপের দৌড়ে কি অস্বস্তি বাড়ল বিরাটের? বিস্তারিত পড়ুন: রেকর্ড অধরা, বিশ্বকাপের দরজা খুলতে IPL-ই ভরসা বিরাটের
সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনটি শূন্য। সিরিজেও শূন্যর হ্যাট্রিকের আতঙ্ক ছিল। মোহালি ও ইন্দোরে দুটো শূন্যর পর অবশেষে রানের খাতা খুললেন রোহিত শর্মা। তার আগে লেগ বাইতে রান এসেছে। ৭ নম্বর ডেলিভারিতে রানের খাতা খুললেন ক্যাপ্টেন রোহিত শর্মা। প্রথম লেগ বাইটি ব্যাটেই লেগেছিল রোহিতের। আম্পায়ার বীরেন্দ্র সিং লেগ বাই দিয়েছিলেন। বিস্তারিত পড়ুন: ‘বীরু, ওটা তো ব্যাটে লেগেছিল…’ রোহিতের প্রশ্নে অস্বস্তিতে আম্পায়ার
ভারতের একাদশে তিনটি পরিবর্তন হয়েছে। আফগান একাদশে একঝাঁক পরিবর্তন। নজর থাকবে আফগান শিনিরে তরুণ লেগস্পিনার কায়েস আহমেদের দিকে।
ভারতের একাদশ: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শিবম দুবে, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, আবেশ খান, মুকেশ কুমার
আফগানিস্তান একাদশ: রহমানুল্লা গুরবাজ, ইব্রাহিম জাদরান, গুলবদিন নায়েব, আজমতুল্লা ওমরজাই, মহম্মদ নবি, নাজিবুল্লা জাদরান, করিম জানাত, শরাফুদ্দিন আশরফ, ফারিদ আহমেদ, কায়েস আহমেদ, মহম্মদ সালিম
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত রোহিত শর্মার। একাদশে সঞ্জু স্যামসন, কুলদীপ যাদব ও আবেশ খান। বিশ্রাম দেওয়া হল অক্ষর প্যাটেল, জীতেশ শর্মা ও অর্শদীপ সিংকে। সুযোগ পেলেন না শুভমন। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেতে আইপিএল-ই ভরসা শুভমনের।
টি-টোয়েন্টি ক্রিকেটে ১২ হাজারের মাইলফলকে পৌঁছতে আর মাত্র ৬ রান চাই বিরাট কোহলির। তেমনই হাফসেঞ্চুরি করলে এই ফরম্যাটে একশোটি হাফসেঞ্চুরি হবে বিরাটের।
তিলক ভার্মা এবং শুভমন গিল প্রথম টি-টোয়েন্টিতে খেলেছিলেন। সঞ্জু স্যামসনও ওয়েটিং লিস্টে। তেমনই বোলিংয়ে আবেশ খান। আজ কার সুযোগ মিলবে একাদশে! ভারত-আফগানিস্তান তৃতীয় টি-টোয়েন্টির লাইভ আপডেটের জন্য নজর রাখুন এই লিঙ্কে।