IND vs AFG: সুপার ওভারের পর সুপার ওভার, বেঙ্গালুরুতে বিরাট বিনোদন; ঐতিহাসিক জয় ভারতের!

India vs Afghanistan 3rd T20I: গুলবদিনের মতো সেট ব্যাটার ক্রিজে থাকায় শেষ ওভারে ১৯ রান আটকানো সহজ ছিল না। ওভার শুরু হয় ওয়াইড দিয়ে। এরপর বাউন্ডারি। একটা দুর্দান্ত ইয়র্কারের পর ফের ওয়াইড। ৪ বলে ১৩ রানের টার্গেট দাঁড়ায় আফগানদের। স্ট্রাইকে গুলবদিন। রিঙ্কু সিং অনেকটা দৌড়ে বাউন্ডারি বাঁচান। ৩ বলে ১১ রানের অঙ্ক। কিন্তু ছয় মেরে হাফসেঞ্চুরি এবং আফগানিস্তানের স্বপ্ন জাগিয়ে তোলেন গুলবদিন। শেষ ২ বলে মাত্র ৫ রান প্রয়োজন ছিল আফগানিস্তানের। শেষ অবধি ম্যাচ টাই। গড়ায় সুপার ওভারে।

IND vs AFG: সুপার ওভারের পর সুপার ওভার, বেঙ্গালুরুতে বিরাট বিনোদন; ঐতিহাসিক জয় ভারতের!
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jan 18, 2024 | 12:21 PM

টি-টোয়েন্টি ক্রিকেটের জন্ম হয়েছিল কেন? এখন আর ইতিহাস ঘাঁটতে হবে না। এক কথায় মেনে নেওয়া যায়, বিনোদন। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিনোদনে ভরপুর একটা ম্যাচ। যে ম্যাচকে কোনও বিশেষণ দিয়ে বোঝানো সম্ভব নয়। রোহিত শর্মার সেঞ্চুরি, রিঙ্কু সিংয়ের অনবদ্য ব্যাটিং। কোনও কিছুই যথেষ্ঠ ছিল না ম্যাচ জেতার জন্য। অন্য দিকে, মহম্মদ নবি, গুলবদিন নায়েবদের লড়াইও কাজে এল না। নির্ধারিত ২০+২০ ওভার দূর অস্ত, একটা সুপার ওভারেও ম্যাচের ফল হল না। এর থেকেই বোঝা যায়, কতটা রুদ্ধশ্বাস হয়েছে ম্যাচ। শেষ অবধি জয়ী ভারত। আফগানিস্তানকে ক্লিন সুইপ করল রোহিতের ভারত। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

টস জিতে প্রথমে ব্যাট করেছিল ভারত। রোহিত শর্মার সেঞ্চুরি এবং রিঙ্কু সিংয়ের অনবদ্য ইনিংসে আফগানিস্তানকে ২১৩ রানের বিশাল টার্গেট দেয় ভারত। যদিও আফগান ইনিংস শুরুর পর বোঝা যায়, সেই টার্গেটকেও বিশাল বলা যাচ্ছে না। শুরুতে গুরবাজ-জাদরান, পরে নায়েব-নবি। শেষ ওভার অবধি ম্যাচে থাকে আফগানিস্তান। শেষ ওভারে আফগানিস্তানের লক্ষ্য দাঁড়ায় ১৯ রান।

গুলবদিনের মতো সেট ব্যাটার ক্রিজে থাকায় শেষ ওভারে ১৯ রান আটকানো সহজ ছিল না। ওভার শুরু হয় ওয়াইড দিয়ে। এরপর বাউন্ডারি। একটা দুর্দান্ত ইয়র্কারের পর ফের ওয়াইড। ৪ বলে ১৩ রানের টার্গেট দাঁড়ায় আফগানদের। স্ট্রাইকে গুলবদিন। রিঙ্কু সিং অনেকটা দৌড়ে বাউন্ডারি বাঁচান। ৩ বলে ১১ রানের অঙ্ক। কিন্তু ছয় মেরে হাফসেঞ্চুরি এবং আফগানিস্তানের স্বপ্ন জাগিয়ে তোলেন গুলবদিন। শেষ ২ বলে মাত্র ৫ রান প্রয়োজন ছিল আফগানিস্তানের। শেষ অবধি ম্যাচ টাই। গড়ায় সুপার ওভারে।

প্রথম সুপার ওভারে প্রথমে ব্যাট করে আফগানিস্তান। ভারতের জন্য লক্ষ্য ছিল ১৭ রান। কিন্তু সুপার ওভারও টাই! আন্তর্জাতিক ক্রিকেটের নতুন নিয়ম অনুযায়ী, যতক্ষণ না ম্যাচের ফয়সালা হচ্ছে সুপার ওভার হতে থাকবে। প্রথম সুপার ওভারে ফয়সালা না হওয়ায় ফের সুপার ওভার। প্রথমে ব্যাট করে ভারত। মাত্র ১২ রানের লক্ষ্য ছিল আফগানিস্তানের। ভারতের হয়ে কে বোলিং করবেন, সেটাই নজরে ছিল। আবেশ খান ও রবি বিষ্ণোই দু-জনেই ওয়ার্ম আপ করছিলেন। শেষ অবধি রবি বিষ্ণোইকে দিয়ে বোলিংয়ের সিদ্ধান্ত। আফগানিস্তান কখনও ভারতকে হারায়নি। তাদের কাছে ঐতিহাসিক জয়ের সুযোগ ছিল।

রবি বিষ্ণোইয়ের প্রথম বলেই মহম্মদ নবির উইকেট। ক্যাচ নেন রিঙ্কু সিং। দ্বিতীয় বলে সিঙ্গল। স্ট্রাইকে যান গুরবাজ। তৃতীয় বলে রিঙ্কুর ক্যাচেই ফেরেন গুরবাজ। দ্বিতীয় সুপার ওভারে আফগানিস্তানের নির্ধারিত ২ উইকেট পড়ায় ম্যাচ জেতে ভারত। তবে এই জয়ে রবি বিষ্ণোইকে যেমন কৃতিত্ব দিতে হবে, তেমনই রোহিতের ক্যাপ্টেন্সিকেও। ব্যাটার বিরাট কোহলি গোল্ডেন ডাক হলেও, ফিল্ডার বিরাট কোহলি সুপার হিট। রোনাল্ডোর মতো লাফিয়ে একটা ছয় বাঁচানো, ৩৮ মিটার দৌড়ে ক্যাচ, দুর্দান্ত থ্রোয়ে রান আউটে সহযোগিতা করা। ম্যাচে কী কী হল সেটা এই লাইভ আপডেটে  ক্লিক করে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন।