IND vs AFG 3rd T20 Highlights: দ্বিতীয় সুপার ওভারে রুদ্ধশ্বাস জয় ভারতের

| Updated on: Jan 17, 2024 | 11:58 PM

India vs Afghanistan 3rd T20I Live Score in Bengali: ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারত। মোহালির পর ইন্দোরেও দাপটের সঙ্গে জিতে সিরিজও নিশ্চিত। বিশ্বকাপের আগে এটিই শেষ টি-টোয়েন্টি সিরিজ ভারতের। আজই শেষ ম্যাচ। এরপর ভরসা আইপিএল। বেঙ্গালুরুতে তৃতীয় ম্যাচে মুখোমুখি ভারত-আফগানিস্তান। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের লাইভ আপডেট এই লিঙ্কে।

IND vs AFG 3rd T20 Highlights: দ্বিতীয় সুপার ওভারে রুদ্ধশ্বাস জয় ভারতের
Image Credit source: TV9 Bangla Graphics

বেঙ্গালুরু: ভারতের নজরে ছিল জয়ের হ্যাটট্রিক। তেমনই অধিনায়ক রোহিত শর্মার লক্ষ্য ছিল সিরিজে শূন্যর হ্যাটট্রিক আটকানো। তার জন্য এত ঘাম ঝড়াতে হবে কেই বা ভেবেছিল! রোহিত সেঞ্চুরি করলেন, রিঙ্কু সিং অনবদ্য ইনিংস খেলেন। জুনে টি-টোয়েন্টি (ICC Men’s T20 World Cup) বিশ্বকাপ। টি-টোয়েন্টি ফরম্যাটে এটিই ভারতের শেষ সিরিজ। শেষ ম্যাচের ফয়সালা হল দুটো সুপার ওভারে। অবশেষে আফগানিস্তানকে ক্লিনসুইপ করল ভারত। দ্বিতীয় সুপার ওভারে অনবদ্য বোলিং রবি বিষ্ণোইয়ের। বিরাটের ঘরের মাঠে বিরাট বিনোদন। ঐতিহাসিক, রুদ্ধশ্বাস একটা ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। ভারত-আফগানিস্তান তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আপডেটের জন্য নজর রাখুন TV9 Bangla Sports-এর এই লাইভ ব্লগে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 17 Jan 2024 11:54 PM (IST)

    IND vs AFG: বেঙ্গালুরুতে বিনোদন

    ম্যাচের বিস্তারিত পড়ুন: জোড়া সুপার ওভার, বেঙ্গালুরুতে বিরাট বিনোদন; ঐতিহাসিক জয় ভারতের

  • 17 Jan 2024 11:14 PM (IST)

    IND vs AFG: দ্বিতীয় সুপার ওভার লাইভ

    ভারতের সম্ভবত বোলিং করবেন আবেশ খান। রবি বিষ্ণোইও ওয়ার্ম আপ করছেন। পাওয়ার প্লে-তে বোলিংয়ের অভিজ্ঞতা রয়েছে। ব্যাটিংয়ে নামছেন গুরবাজ ও নবি। বোলিং করবেন রবি বিষ্ণোই।

    • প্রথম বলেই উইকেট। বাউন্ডারি লাইনে ক্যাচ রিঙ্কু সিংয়ের। নবিকে ফেরালেন রবি। ভারতের চাই ১ উইকেট। আফগানদের চাই ৫ বলে ১২ রান।
    • করিম জানাতকে নামাল আফগানিস্তান। ১ রান।
    • স্ট্রাইকে এলেন গুরবাজ। রিঙ্কুর হাতে ক্যাচ। দ্বিতীয় সুপার ওভারে জিতল ভারত।
  • 17 Jan 2024 11:04 PM (IST)

    IND vs AFG: দ্বিতীয় সুপার ওভার লাইভ

    প্রথম সুপার ওভারে ফয়সালা হল না। ফের সুপার ওভার। রোহিত-রিঙ্কু ওপেন করবেন। ওমরজাই প্রথম সুপার ওভারে বোলিং করেছিলেন। তেমনই ভারতের মুকেশ কুমার। এই দু-জন সুপার ওভারে বোলিং করতে পারবেন না।

    • বোলিং করবেন ফরিদ আহমেদ। স্ট্রাইকে রোহিত। ছয় মেরে স্বাগত রোহিতের। দুর্দান্ত হিটম্যান।
    • দ্বিতীয় বলে বাউন্ডারি। ২ বলে ১০ রান তুলে নিলেন রোহিত।
    • তৃতীয় বলে সিঙ্গল। স্ট্রাইক এ বার রিঙ্কুর কাছে।
    • গ্যালারিতে রিঙ্কু রিঙ্কু ধ্বনি। রিঙ্কু কট বিহাইন্ড। রিঙ্কু নিজেই বেরিয়ে যাচ্ছেন। আম্পায়ার চেক করছেন। স্নিকোতেও ধরা পড়েছে বল ব্যাটে লেগেছে। রিঙ্কু আউট। সঞ্জু স্যামসন ক্রিজে।
    • স্ট্রাইকে সঞ্জু। তাঁর কাছে দারুণ সুযোগ। প্রথম বলই মিস। রান নিতে চেয়েছিলেন। রানআউট। ভারতের ২ উইকেট পড়ল। সুতরাং ভারতের ইনিংস শেষ। ক্লান্ত রোহিত রান আউট। আফগানিস্তানের চাই ১২ রান।
  • 17 Jan 2024 10:54 PM (IST)

    IND vs AFG: সুপার ওভার লাইভ

    ভারতের চাই ১৭ রান। বোলিংয়ে আজমতুল্লা ওমরজাই। রোহিত-যশস্বীই ওপেন করবেন।

    • স্ট্রাইকে রোহিত শর্মা। প্রথম বলেই লো ফুলটস। লেগ বাই। অল্পের জন্য রান আউট থেকে বাঁচলেন যশস্বী।
    • স্ট্রাইকে যশস্বী। এক রান।
    • স্ট্রাইকে রোহিত। ৪ বলে ১৫ রান চাই। বিশাল ছয় মারলেন ক্যাপ্টেন রোহিত শর্মা।
    • বাকি ৩ বলে ৯ রান চাই। স্ট্রাইকে রোহিতই।
    • ফের ছয়। রোহিতের ব্যাটেই জোড়া ছক্কা। ২ বলে ৩ রান চাই।
    • পঞ্চম বলে ১ রান।
    • ১ বলে ২ রান চাই। স্ট্রাইকে যশস্বী। রোহিত রিটায়ার্ট আউট। রিঙ্কুকে আনা হল। রানিং বিটউইন দ্য উইকেটের জন্যই এমন সিদ্ধান্ত। শেষ বলে সিঙ্গল। ফের সুপার ওভার।
  • 17 Jan 2024 10:45 PM (IST)

    IND vs AFG: সুপার ওভার লাইভ

    দ্বিতীয় ডেলিভারি ইয়র্কার। এক রান। তৃতীয় বল ব্যাটের কানায় লেগে বাউন্ডারি। আফগানিস্তানের ৬ রান। চার বলে ৭ রান আফগানদের। পঞ্চম বলে ওভার বাউন্ডারি। নবি ছয় মারলেন। আফগানিস্তানের ১৩ রান। ১ বল বাকি। ডট বলে বাই, ওভার থ্রোয়ে ৩ রান। শর্ট রান চেক হবে! লাইন পেরিয়েছে। ভারতের চাই ১৭ রান।

  • 17 Jan 2024 10:44 PM (IST)

    IND vs AFG: বিরাট থ্রোয়ে উইকেট

    সুপার ওভারে প্রথম বলেই রান আউট। বিরাট কোহলির অনবদ্য থ্রো, সঞ্জু ধরেই উইকেট ভেঙে দেন। ১ রানেই ফিরলেন গুলবদিন নায়েব।

  • 17 Jan 2024 10:42 PM (IST)

    IND vs AFG: সুপার ওভারেই ম্যাচের ফল

    গুলবদিনের মতো সেট ব্যাটার ক্রিজে থাকায় শেষ ওভারে ১৯ রান আটকানো সহজ ছিল না। ওভার শুরু হয় ওয়াইড দিয়ে। এরপর বাউন্ডারি। একটা দুর্দান্ত ইয়র্কারের পর ফের ওয়াইড। ৪ বলে ১৩ রানের টার্গেট দাঁড়ায় আফগানদের। স্ট্রাইকে গুলবদিন। রিঙ্কু সিং অনেকটা দৌড়ে বাউন্ডারি বাঁচান। ৩ বলে ১১ রানের অঙ্ক। কিন্তু ছয় মেরে হাফসেঞ্চুরি এবং আফগানিস্তানের স্বপ্ন জাগিয়ে তোলেন গুলবদিন। শেষ ২ বলে মাত্র ৫ রান প্রয়োজন ছিল আফগানিস্তানের। পরের বলে ২ রান নেন গুলবদিন। শেষ বলে ৩ রান প্রয়োজন আফগানিস্তানের। শেষ বলে ২ রান। ম্যাচ গড়ায় সুপার ওভারে।

  • 17 Jan 2024 08:57 PM (IST)

    IND VS AFG: হিটম্যান

    এমনিতেই তিনি হিটম্যান নন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চম সেঞ্চুরি মেরে রোহিত যেন অনেক কিছুই বুঝিয়ে দিলেন। পড়ুন বিস্তারিত: এক সেঞ্চুরিতেই জবাব হার্দিক, MI-কে; বিরাটের মাঠে রোহিত সুপারহিট

  • 17 Jan 2024 08:05 PM (IST)

    IND VS AFG: হাফসেঞ্চুরি রোহিতের

    শূন্যর আতঙ্ক কাটিয়ে হাফসেঞ্চুরিতে রোহিত শর্মা। আগের ম্যাচের মতো শুরুতেই আক্রমণ নয়। বরং একটু সময় নেন সেট হতে। এরপরই বিধ্বংসী ব্যাটিং। উল্টোদিক থেকে পরপর উইকেট হারানোয় সাময়িক চাপে পড়ে ভারত। ২২ রানে ৪ উইকেট পড়েছিল। রোহিত-রিঙ্কু জুটিতে ঘুরে দাঁড়ায় টিম। রোহিত ৪১ বলে হাফসেঞ্চুরিতে।

  • 17 Jan 2024 07:54 PM (IST)

    IND VS AFG: বিরাটের অস্বস্তি বাড়ল

    আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি খেলেননি। দ্বিতীয় ম্যাচে ক্যামিও ইনিংস খেলেছিলেন। বেঙ্গালুরুতে গোল্ডেন ডাক। বিশ্বকাপের দৌড়ে কি অস্বস্তি বাড়ল বিরাটের? বিস্তারিত পড়ুন: রেকর্ড অধরা, বিশ্বকাপের দরজা খুলতে IPL-ই ভরসা বিরাটের

  • 17 Jan 2024 07:08 PM (IST)

    IND VS AFG: দুটো শূন্যর পর…

    সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনটি শূন্য। সিরিজেও শূন্যর হ্যাট্রিকের আতঙ্ক ছিল। মোহালি ও ইন্দোরে দুটো শূন্যর পর অবশেষে রানের খাতা খুললেন রোহিত শর্মা। তার আগে লেগ বাইতে রান এসেছে। ৭ নম্বর ডেলিভারিতে রানের খাতা খুললেন ক্যাপ্টেন রোহিত শর্মা। প্রথম লেগ বাইটি ব্যাটেই লেগেছিল রোহিতের। আম্পায়ার বীরেন্দ্র সিং লেগ বাই দিয়েছিলেন। বিস্তারিত পড়ুন: ‘বীরু, ওটা তো ব্যাটে লেগেছিল…’ রোহিতের প্রশ্নে অস্বস্তিতে আম্পায়ার

  • 17 Jan 2024 06:49 PM (IST)

    IND VS AFG: একাদশ আপডেট

    ভারতের একাদশে তিনটি পরিবর্তন হয়েছে। আফগান একাদশে একঝাঁক পরিবর্তন। নজর থাকবে আফগান শিনিরে তরুণ লেগস্পিনার কায়েস আহমেদের দিকে।

    ভারতের একাদশ: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শিবম দুবে, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, আবেশ খান, মুকেশ কুমার

    আফগানিস্তান একাদশ: রহমানুল্লা গুরবাজ, ইব্রাহিম জাদরান, গুলবদিন নায়েব, আজমতুল্লা ওমরজাই, মহম্মদ নবি, নাজিবুল্লা জাদরান, করিম জানাত, শরাফুদ্দিন আশরফ, ফারিদ আহমেদ, কায়েস আহমেদ, মহম্মদ সালিম

  • 17 Jan 2024 06:30 PM (IST)

    IND VS AFG: টস আপটেড

    টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত রোহিত শর্মার। একাদশে সঞ্জু স্যামসন, কুলদীপ যাদব ও আবেশ খান। বিশ্রাম দেওয়া হল অক্ষর প্যাটেল, জীতেশ শর্মা ও অর্শদীপ সিংকে। সুযোগ পেলেন না শুভমন। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেতে আইপিএল-ই ভরসা শুভমনের।

  • 17 Jan 2024 06:28 PM (IST)

    IND VS AFG: বিরাট নজিরে নজর

    টি-টোয়েন্টি ক্রিকেটে ১২ হাজারের মাইলফলকে পৌঁছতে আর মাত্র ৬ রান চাই বিরাট কোহলির। তেমনই হাফসেঞ্চুরি করলে এই ফরম্যাটে একশোটি হাফসেঞ্চুরি হবে বিরাটের।

  • 17 Jan 2024 06:09 PM (IST)

    IND VS AFG: তিলক-শুভমন-সঞ্জু

    তিলক ভার্মা এবং শুভমন গিল প্রথম টি-টোয়েন্টিতে খেলেছিলেন। সঞ্জু স্যামসনও ওয়েটিং লিস্টে। তেমনই বোলিংয়ে আবেশ খান। আজ কার সুযোগ মিলবে একাদশে! ভারত-আফগানিস্তান তৃতীয় টি-টোয়েন্টির লাইভ আপডেটের জন্য নজর রাখুন এই লিঙ্কে।

Published On - Jan 17,2024 6:00 PM

Follow Us: