Rohit Sharma: এক সেঞ্চুরিতেই জবাব হার্দিক, MI-কে; বিরাটের মাঠে রোহিত সুপারহিট

India vs Afghanistan 3rd T20I: বেঙ্গালুরুতে সেঞ্চুরি মেরে রোহিত শর্মা যেন অনেক প্রশ্নের জবাব দিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাঁচ নম্বর সেঞ্চুরি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক চারটি করে সেঞ্চুরি ছিল রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, গ্লেন ম্যাক্সওয়েলের। দক্ষিণ আফ্রিকা সফরে রোহিত ও ম্যাক্সিকে ছুঁয়েছিলেন স্কাই। এই তালিকা থেকে 'বেরিয়ে' গেলেন রোহিত শর্মা।

Rohit Sharma: এক সেঞ্চুরিতেই জবাব হার্দিক, MI-কে; বিরাটের মাঠে রোহিত সুপারহিট
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 17, 2024 | 9:16 PM

রোহিত শর্মা ফিনিশ? ওয়ান ডে বিশ্বকাপের পর পরিস্থিতি যেন এমনই দাড়িয়েছিল। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। রোহিত শর্মা, বিরাট কোহলি খেলবেন কিনা এ নিয়ে বিস্তর জল্পনা। বোর্ডকর্তা এবং নির্বাচকদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয় রোহিত এবং কোচ রাহুল দ্রাবিড়ের। বেঙ্গালুরুতে সেঞ্চুরি মেরে রোহিত শর্মা যেন অনেক প্রশ্নের জবাব দিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাঁচ নম্বর সেঞ্চুরি। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে দেশের হয়ে পাঁচটি সেঞ্চুরির মালিক হলেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক চারটি করে সেঞ্চুরি ছিল রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, গ্লেন ম্যাক্সওয়েলের। দক্ষিণ আফ্রিকা সফরে রোহিত ও ম্যাক্সিকে ছুঁয়েছিলেন স্কাই। এই তালিকা থেকে ‘বেরিয়ে’ গেলেন রোহিত শর্মা। আফগানিস্তানের বিরুদ্ধে ৬৪ বলে সেঞ্চুরিতে পৌঁছন রোহিত। উল্টোদিকে রিঙ্কু সিংকে নিয়ে দলকে বিপদ থেকে উদ্ধার করেন। মাত্র ২২ রানের মধ্যে চার উইকেট হারিয়েছিল ভারত। সেখান থেকে আফগানিস্তানকে ২১৩ রানের বিশাল টার্গেট দিল টিম ইন্ডিয়া।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং আইপিএলে রোহিত অচল কিনা, এই নিয়েও বিস্তর জল্পনা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচ বার চ্যাম্পিয়ন করেছেন রোহিত শর্মা। নিলামের আগে রোহিতকে ক্যাপ্টেন রেখেই রিটেনশন লিস্ট জমা দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। লিস্ট জমা দেওয়ার দু-ঘণ্টার মধ্যেই পরিস্থিতি পাল্টে যায়। গুজরাট টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়াকে ট্রেডিংয়ে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। তাঁকে নেওয়ার কারণ যে অধিনায়ক করা, ইঙ্গিত ছিলই। কয়েক দিনের মধ্যেই হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক ঘোষণা করে মুম্বই ইন্ডিয়ান্স।

টি-টোয়েন্টি বিশ্বকাপেও হার্দিককে ক্যাপ্টেন হিসেবে প্রোজেক্ট করা হচ্ছিল। তবে হার্দিকের চোট বোর্ডকে নতুন করে ভাবতে বাধ্য করে। দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-টোয়েন্টি সিরিজেই ক্যাপ্টেন হিসেবে রোহিতের ফেরার সম্ভাবনা ছিল। যদিও রোহিত-বিরাট দু-জনেই সেই সিরিজ থেকে ছুটি চেয়েছিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে প্রত্যাবর্তন হয়েছে রোহিত-বিরাটের। প্রথম দু-ম্যাচে রোহিত শূন্য হাতে ফিরতেই ফের সমালোচনা শুরু হয়ে যায়।

বিরাট কোহলির ঘরের মাঠ, বেঙ্গালুরুতে ৬৯ বলে অপরাজিত ১২১ রানে বুঝিয়ে দিলেন, সাদা বলের ক্রিকেটে রোহিত অতুলনীয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টি সবচেয়ে বেশি সেঞ্চুরি এবং কেরিয়ারের সর্বাধিক স্কোরে হার্দিক, মুম্বই টিম ম্যানেজমেন্টকেও যেন অনেক কিছু বুঝিয়ে দিলেন। ক্যাপ্টেন্সি হোক বা ব্যাটার রোহিত যে কারও ছায়ায় পড়ে থাকার নন, সেই ইঙ্গিতই মিলল বিধ্বংসী ইনিংসে।