
নয়াদিল্লি: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চলছে বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy) দ্বিতীয় টেস্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত। দিল্লি টেস্টের প্রথম দিন স্পিনার ও পেসারদের মিলিত দাপট দেখা গিয়েছিল। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। দ্বিতীয় টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ২৬৩ রানে। চারটি উইকেট নিয়েছিলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সামি। ৩টি করে উইকেট নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা। দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। ২৬২ রানে অল আউট হয়ে যান রোহিত শর্মারা। টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক রান করেন অক্ষর প্যাটেল (৭৪)। অজিদের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন নাথান লিয়ঁ। দিল্লি টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে শুরু হয়ে যায় অজিদেক দ্বিতীয় ইনিংস। নতুন বল হাতে ১টি উইকেট পান রবীন্দ্র জাডেজা। উসমান খোয়াজার উইকেট হারায় অজিরা। দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৬১। আপাতত ৬২ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে অস্ট্রেলিয়া।
৬২ রানে এগিয়ে দিল্লি টেস্টের দ্বিতীয় দিন শেষ করল অজিরা।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার প্রথম উইকেটের পতন। উসমান খোয়াজার উইকেট তুলে নিলেন রবীন্দ্র জাডেজা। দারুণ ক্যাচ নিলেন শ্রেয়স আইয়ার। ৬ রান করে মাঠ ছাড়লেন অজি ওপেনার খোয়াজা।
অজিদের দ্বিতীয় ইনিংসের ৫ ওভারের খেলা শেষ। প্রথম ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৮ রান তুলেছে অস্ট্রেলিয়া। এই মুহূর্তে ভারতের থেকে ১৯ রানে এগিয়ে রয়েছে অজিরা।
দ্বিতীয় ইনিংসে ওপেনিংয়ে নামলেন উসমান খোয়াজা এবং ট্রেভিস হেড। বল হাতে এগিয়ে এলেন রবিচন্দ্রন অশ্বিন।
২৬২ রানে গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস। দ্বিতীয় দিনের শেষ বেলায় শুরু হবে অজিদের দ্বিতীয় ইনিংস। ১ রানে পিছিয়ে থেকে শেষ হল ভারতের প্রথম ইনিংস।
নতুন বল হাতে পাওয়ার পর দ্বিতীয় উইকেট পেল অজিরা। ছন্দে থাকা অক্ষর প্যাটেলের উইকেট তুলে নিলেন টড মার্ফি। ১১৫ বল খেলে ৭৪ রান করে আউট হয়েছেন অক্ষর প্যাটেল। নবম উইকেট হারিয়ে ফেলল টিম ইন্ডিয়া।
ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে বিতর্কের ঝড়। ঘরের মাঠে বিরাট কোহলিকে অন্যায়ভাবে আউট দেওয়া হয়েছে। এই অভিযোগে সোশ্যাল মিডিয়ায় চলছে আম্পায়ারের মুণ্ডপাত।
পড়ুন বিস্তারিত – Virat Kohli: ঘরের মাঠে কোহলির দুর্ভাগ্যজনক আউট; রেগে কাঁই নেটপাড়া, চলছে আম্পায়ারের মুণ্ডপাত
নতুন বল হাতে পেয়েই উইকেট পেল অজিরা। রবিচন্দ্রন অশ্বিনের উইকেট তুলে নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ৩৭ রান করে মাঠ ছাড়লেন অশ্বিন। ভেঙে গেল অক্ষর-অশ্বিনের জমাট জুটি। অক্ষর-অশ্বিনের ১১৪ রানের পার্টনারশিপে ভর করে অনেকটা পথ পেরিয়ে এসেছে ভারত।
পরপর দু’টি ওভারে ২টি করে চার মারলেন অক্ষর প্যাটেল। ৮০ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ২৫২। ৬৭ রানে ব্যাট করছেন ভারতীয় ক্রিকেটের বাপু অক্ষর প্যাটেল। ৩৭ রানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তবে এখনও ১১ রানে পিছিয়ে রয়েছে ভারত।
৭৮.৫ ওভারে অক্ষর-অশ্বিন জুটির শতরানের পার্টনারশিপ পূর্ণ। এগিয়ে চলেছে টিম ইন্ডিয়া।
৯৪ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ভারতীয় তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেল।
৬৭.৬ ওভারে ভারত দলগত ২০০ রান পূর্ণ করল। ক্রিজে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল।
অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হল তৃতীয় সেশনের খেলা। ক্রিজে অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিন।
ভারতের প্রথম ইনিংসের ৬০ ওভারের খেলা শেষ। ৬০ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৭ উইকেটে ১৭০। ক্রিজে রবিচন্দ্রন অশ্বিন (১০*) ও অক্ষর প্যাটেল (২০*)।
ম্যাথু কুহেনম্যানের ওভারে পরপর চার ও ছয় মারলেন ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেল।
কোনা শ্রীকর ভরতের উইকেট তুলে নিলেন নাথান লিয়ঁ। একইসঙ্গে এক ইনিংসে ৫ উইকেট পূর্ণ করে ফেললেন লিয়ঁ।
হাফসেঞ্চুরি হাতছাড়া করে মাঠ ছাড়লেন বিরাট কোহলি। ম্যাথু কুহেনম্যান ফেরালেন বিরাটকে। ৪৪ রান করে ফিরলেন ভিকে।
লাঞ্চ বিরতির পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারলেন না রবীন্দ্র জাডেজা। টড মার্ফি তুলে নিলেন জাডেজার উইকেট। পঞ্চম উইকেট হারাল ভারত। ২৬ রান করে আউট হলেন জাড্ডু।
৪৪.১ ওভারে চার মারলেন বিরাট কোহলি। ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ হল কোহলি-জাডেজার।
৩৯.৩ ওভারে দলগত ১০০ রান পূর্ণ করল টিম ইন্ডিয়া। রবীন্দ্র জাডেজা ব্যাট করছেন ২১ রানে। বিরাট কোহলি রয়েছেন ২০ রানে।
লাঞ্চ বিরতির পর দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু। ক্রিজে কোহলি-জাডেজা।
মাত্র ৪ রান করে মাঠ ছাড়তে হল শ্রেয়স আইয়ারকে। চতুর্থ উইকেট নিলেন নাথান লিয়ঁ।
ভারতের প্রথম ইনিংসের ২০ ওভারের খেলা শেষ। এর মধ্যে ৩ উইকেট হারিয়ে ৫৩ রান তুলেছে টিম ইন্ডিয়া।
কেরিয়ারের মাইলস্টোন ম্যাচে শূন্যে ফিরলেন চেতেশ্বর পূজারা। অজিদের তৃতীয় উইকেট এনে দিলেন নাথান লিয়ঁ।
ক্লিন বোল্ড হয়ে মাঠ ছাড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। অজিদের দ্বিতীয় উইকেটটিও এনে দিলেন নাথান লিয়ঁ। ৩২ রান করে মাঠ ছাড়লেন রোহিত। মাঠে নামলেন বিরাট কোহলি।
টেস্ট কেরিয়ারের ১০০তম ম্যাচ খেলতে নামলেন ভারতের সিনিয়র তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারা।
দিল্লিতে বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ভারতের ওপেনিং জুটির ৫০ রানের পার্টনারশিপের সামনে ছিল। সেই সময় প্রথম ধাক্কা দিলেন অজি তারকা নাথান লিয়ঁ। ৪৬ রান করেছে রোহিত-রাহুল জুটি।
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন অস্ট্রেলিয়াকে প্রথম সাফল্য এনে দিলেন নাথান লিয়ঁ। ১৭ রান করে মাঠ ছাড়লেন লোকেশ রাহুল। প্রথম উইকেট হারাল ভারত।
১৩.৫ ওভারে ম্যাথু কুহেনম্যানের বলে দারুণ ছয় মারলেন ভারতীয় তারকা ওপেনার লোকেশ রাহুল।
দিল্লি টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু। ক্রিজে ভারতের ওপেনিং জুটি।
২৫ হাজার আন্তর্জাতিক রানের সামনে দাঁড়িয়ে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫২ রান করলেই এই কীর্তি গড়বেন কোহলি।
প্রথম দিনের শেষে ভারত প্রথম ইনিংসের ৯ ওভার ব্যাট করেছে। কোনও উইকেট না হারিয়ে টিম ইন্ডিয়ার ওপেনিং জুটিতে তুলেছে ২১ রান। রোহিত ও রাহুল যথাক্রমে ১৩ রান ও ৪ রানে অপরাজিত রয়েছেন। দিল্লি টেস্টের প্রথম দিনের শেষে ২৪২ রানে পিছিয়ে রয়েছে ভারত।
দ্বিতীয় টেস্টে আর নেই ডেভিড ওয়ার্নার। দ্বিতীয় টেস্টের প্রথম দিন কনুই ও মাথায় চোট পেয়েছিলেন ওয়ার্নার। যে কারণে তিনি দ্বিতীয় টেস্টের বাকি দিনগুলিতে আর খেলতে পারবেন না। তাঁর পরিবর্তে একাদশে এলেন ম্যাথিউ রেনশ।
JUST IN: David Warner is set to miss the rest of the second Test with concussion, paving the way for Matthew Renshaw's return to the XI.#INDvAUS | @LouisDBCameron
— cricket.com.au (@cricketcomau) February 18, 2023
বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy) দ্বিতীয় টেস্টে স্পিনার ও পেসারদের মিলিত দাপট দেখা গেল। অজিদের বিরুদ্ধে একাই ৪ উইকেট নিয়েছেন তারকা পেসার মহম্মদ সামি।
পড়ুন বিস্তারিত – IND vs AUS, BGT 2023: হাম কিসিসে কম নেহি! স্পিনিং পিচে ৪ উইকেট নিয়ে বার্তা সামির
Ind vs Aus, 2nd Test: নাগপুরে প্রথম টেস্টে দুরমুশ হওয়ার পর দিল্লিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লড়াই দেখা গেল অস্ট্রেলিয়ার ব্যাটারদের ব্যাটে। উসমান খোয়াজা এবং পিটার হ্যান্ডসকম্বের জোড়া হাফ সেঞ্চুরি। সবকটি উইকেট পকেটে পুরলেন রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন এবং মহম্মদ সামি।
পড়ুন বিস্তারিত – Ind vs Aus, 2nd Test 2023, Day 1 Report: কোটলার পিচে সামির জাদু, প্রথম ইনিংসে অজিদের স্কোর ২৬৩, ভারত পিছিয়ে ২৪২