চেন্নাই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ ব্যবধানে বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছিল ভারত। ওডিআই সিরিজে একই ব্যবধানে জিতল অস্ট্রেলিয়া। তিন ম্যাচের ওডিআই (ODI) সিরিজ ২-১ ব্যবধানে জিতল অজিরা। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ওডিআই ম্যাচে ৫ উইকেটে জিতেছিল টিম ইন্ডিয়া। রোহিত শর্মার অনুপস্থিতিতে ওই ম্যাচে ওডিআই ক্যাপ্টেন্সি ডেবিউ হয়েছিল হার্দিক পান্ডিয়ার। তারপর ১৯ মার্চ বিশাখাপত্তনমে দ্বিতীয় ওডিআই ম্য়াচে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। ক্যাপ্টেন রোহিতের ফেরার সেই ম্যাচে ১০ উইকেটে লজ্জার হারের সাক্ষী হয়েছে ভারত। ব্যাটে-বলে সব বিভাগেই ভারতকে উড়িয়ে দিয়ে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। চেন্নাইয়ে সিরিজের তৃতীয় অর্থাৎ নির্ণায়ক ম্যাচে ২১ রানে হার ভারতের। শেষ বার ২০১৯ সালে ঘরের মাঠে ওডিআই সিরিজ হেরেছিল ভারত। চার বছর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ঘরের মাঠে ওডিআই সিরিজ হার। TV9Bangla-র এই লাইভ ব্লগে দেখুন ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় ওডিআই ম্যাচের আপডেট।
মাত্র ৯ বলে ১৪ রান করেছিলেন মহম্মদ সামি। মনে হচ্ছিল, হয়তো ম্য়াচের রং এখান থেকেও বদলে যেতে পারে। স্টইনিসের ডেলিভারিতে বোল্ড সামি। ক্রিজে শেষ উইকেট জুটি।
একটা সময় অবধি ম্য়াচের রাশ ছিল ভারতের হাতেই। বাকি আর মাত্র ২৭ বল। এখনও ৪৩ রান প্রয়োজন।
শুভমন গিলের উইকেট তুলে নিলেন অ্যাডাম জাম্পা। অজিদের দ্বিতীয় সাফল্য দিলেন জাম্পা। অন ফিল্ড আম্পায়ার মদন গোপাল নট আউট দিয়েছিলেন গিলকে। স্মিথ ডিআরএস নেন। সেই সিদ্ধান্ত সফল হয়।
১৭ বলে ৩০ রান করে মাঠ ছাড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম উইকেট পেল অস্ট্রেলিয়া।
সিরিজ জিততে হলে ভারতীয় দলকে তুলতে হবে ২৭০ রান। ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও শুভমন গিল।
১ ওভার বাকি থাকতেই অল আউট হল অস্ট্রেলিয়া। শেষ উইকেটটি তুলে নিলেন মহম্মদ সিরাজ।
অ্যালেক্স ক্যারির উইকেট ছিটকে দিলেন কুলদীপ যাদব। ৪৬ বলে ৩৮ রান করে মাঠ ছাড়লেন ক্যারি। সপ্তম উইকেট হারিয়ে ফেলল অস্ট্রেলিয়া।
৩৭.২ ওভারে অস্ট্রেলিয়ার দলগত দ্বিশতরান পূর্ণ হল। ক্রিজে অ্যালেক্স ক্যারি ও শন অ্যাবট।
সেট হয়ে যাওয়া মার্কাস স্টইনিসের উইকেট তুলে নিলেন অক্ষর প্যাটেল। ২৬ বলে ২৫ রান করে মাঠ ছাড়লেন স্টইনিস।
আন্তর্জাতিক ক্রিকেটে ৫ হাজারের বেশি বল করলেও কোনও দিন নো বল করেননি অক্ষর প্যাটেল। এদিন প্রথম নো বল। তাও নিজের দোষে নয়। ৩০ গজের বাইরে বাড়তি ফিল্ডার থাকায় নো বল ডাকা হয়।
মার্নাস লাবুশেনের উইকেট তুলে নিলেন কুলদীপ যাদব। ৪৫ বলে ২৮ রান করে মাঠ ছাড়লেন তিনি। ছক্কা হাঁকাতে গিয়ে উইকেট দিয়ে বসলেন লাবুশেন। পঞ্চম উইকেট হারাল অস্ট্রেলিয়া।
ইনিংসের মাঝপথে অস্ট্রেলিয়া ৪ উইকেট হারিয়ে ১২৬ রান তুলেছে। ক্রিজে রয়েছেন মার্নাস লাবুশেন ও অ্যালেক্স ক্যারি।
৩১ বলে ২৩ রান করে মাঠ ছাড়লেন ডেভিড ওয়ার্নার। চতুর্থ উইকেট হারাল অস্ট্রেলিয়া। কুলদীপ যাদব টিম ইন্ডিয়ার হয়ে চতুর্থ উইকেট নিলেন।
হাফসেঞ্চুরি হাতছাড়া করে মাঠ ছাড়লেন মিচেল মার্শ। ৪৭ রান করে মাঠ ছাড়লেন মার্শ। টিম ইন্ডিয়াকে তৃতীয় উইকেটটিও এনে দিলেন হার্দিক পান্ডিয়া।
রানের খাতা না খুলেই মাঠ ছাড়লেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। হার্দিক পান্ডিয়াই টিম ইন্ডিয়াকে দিলেন দ্বিতীয় সাফল্য।
বড় শট নিতে গিয়ে উইকেট দিয়ে বসলেন ট্রাভিস হেড। হার্দিক পান্ডিয়া টিম ইন্ডিয়াকে এনে দিলেন প্রথম সাফল্য।
অস্ট্রেলিয়ার ইনিংসের ১০ ওভারের খেলা শেষ। শুরুর ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬১ রান তুলেছে অজিরা।
আজ চেন্নাইয়ের চিপকে ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজের শেষ ম্যাচ। টসে হেরে প্রথমে ফিল্ডিং করবে ভারত।
পড়ুন বিস্তারিত – IND vs AUS, 3rd ODI: টসে হেরে ফিল্ডিং করবে ভারত, অস্ট্রেলিয়ার একাদশে ফিরলেন ওয়ার্নার
অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে ভারত।
ভারতের একাদশ: শুভমন গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মহম্মদ সামি।
নাথান এলিসের জায়গায় একাদশে এসেছেন অ্যাস্টন অ্যাগার। পাশাপাশি ক্যামেরন গ্রিনের জায়গায় এসেছেন ডেভিড ওয়ার্নার।
অস্ট্রেলিয়ার একাদশ: ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাশ লাবুশেন, অ্যালেক্স ক্যারি, মার্কাস স্টইনিস, শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, মিচেল স্টার্ক এবং অ্যাডাম জাম্পা
টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ।
সিরিজ নির্ণায়ক ম্য়াচে কম্বিনেশন কেমন হতে পারে? ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় ওডিআই প্রিভিউ
পড়ুন বিস্তারিত – IND vs AUS : স্পিন সহায়ক পিচে ব্য়াটারদের পরীক্ষা; স্টার্ক ভীতি কাটিয়ে উঠতে পারবে ভারত?
এম এ চিদাম্বরম স্টেডিয়ামে নতুন ড্রেসিংরুম ঘুরে দেখালেন জয়দেব উনাদকাট।
A brand new avatar of Chepauk! ?️
Take an exclusive tour of the brand new dressing room at the MA Chidambaram Stadium in Chennai with #TeamIndia ????#INDvAUS | @mastercardindia pic.twitter.com/6CvIIrfXJd
— BCCI (@BCCI) March 22, 2023
চেন্নাইয়ে আর কিছুক্ষণ পর শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচ।