Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs AUS, BGT 2023: খোয়াজা-গ্রিনের দাপটে অজিদের ঝুলিতে ৪৮০ রান, দ্বিতীয় দিনেই কোণঠাসা ভারত

আমেদাবাদ টেস্টে প্রবল চাপে ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে উঠল ৫০০-র কাছাকাছি রান।

IND vs AUS, BGT 2023: খোয়াজা-গ্রিনের দাপটে অজিদের ঝুলিতে ৪৮০ রান, দ্বিতীয় দিনেই কোণঠাসা ভারত
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 10, 2023 | 5:32 PM

আমেদাবাদ: উসমান খোয়াজার ১৮০ রান। ক্যামেরন গ্রিনের শতরান। অস্ট্রেলিয়ার ব্যাটারদের দাপট বজায় রইল আমেদাবাদ টেস্টের (Border-Gavaskar Trophy) দ্বিতীয় দিনেও। তার জেরে প্রথম ইনিংসে অজিদের স্কোরবোর্ডে উঠল ৪৮০ রানের বড় স্কোর। প্রথম দিনে ২৫৫ রান তুলেছিল অস্ট্রেলিয়া। শতরান করেন খোয়াজা। দ্বিতীয় দিনে অল্পের জন্য দ্বিশতরান হাতছাড়া করেন তিনি। ডাবল সেঞ্চুরির মাত্র ২০ রান আগে আটকে দেন অক্ষর প্যাটেল। পাশাপাশি ক্যামেরন গ্রিনের শতরান। এই দুইয়ের ২০৮ রানের পার্টনারশিপের জেরে বড় স্কোর অজিদের বোর্ডে। সারাদিনে উইকেট ফেলতে হিমসিম খেলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin), রবীন্দ্র জাডেজারা। দ্বিতীয় দিনেও প্রথম সেশনে একটিও উইকেট ফেলতে পারেনি ভারত। আগের দিন চার উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। পঞ্চম উইকেট ফেলতে সময় লেগে গেল লাঞ্চ পর্যন্ত। ক্যামেরন গ্রিনকে ফিরিয়ে দিনের প্রথম উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। পরের চারটি উইকেট তুলে নিলেন তিনি। ম্যাচের বিস্তারিত TV9 Bangla-য়।

৪ উইকেট হারিয়ে ২৫৫ রানে প্রথম দিনের খেলা শেষ করেছিল অস্ট্রেলিয়া। প্রথমদিনের সেঞ্চুরিয়ান উসমান খোয়াজা অপরাজিত ছিলেন ১০৪ রানে। ৪৯ রানে ব্যাট করছিলেন ক্যামেরন গ্রিন। শুক্রবার দ্বিতীয় দিনের শুরু থেকেই দাপট বজায় ছিল অস্ট্রেলিয়ার ব্যাটারদের। দ্বিতীয় দিনের শুরুতেই মাঠে নেমে অর্ধশতরান পূর্ণ করে নেন গ্রিন। ১৪৩ বলে কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করে ফেললেন গ্রিন। জাডেজা বলে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করে নেন। এরপর খোয়াজার সঙ্গে জুটি বেঁধে লাঞ্চের আগেই অস্ট্রেলিয়ার ইনিংসকে সাড়ে তিনশোর কাছাকাছি নিয়ে যান। ততক্ষণে দেড়শতরান পূর্ণ হয়ে গিয়েছে খোয়াজার। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই দুইয়ের ব্যাটে প্রবল চাপে পড়ে যায় ভারত। দু’জনের জুটিতে ওঠে ২০৮ রান।

প্রথম সেশন উইকেটহীন ছিল ভারত। লাঞ্চের পর খোয়াজা-গ্রিন জুটি ভাঙেন অশ্বিন। ব্যক্তিগত ১১৪ রানে ফেরেন গ্রিন। একই ওভারে অ্যালেক্স ক্যারিকেও ফেরান তিনি। চা বিরতির পর ১৪৬.১ ওভারে অক্ষর প্যাটেলের বলে খোয়াজার বিরুদ্ধে এলবিডব্লিউ-এর আবেদন জানায় ভারত। আউট দেননি ফিল্ড আম্পায়ার নীতিন মেনন। তৎক্ষণাৎ রিভিউ নেয় ভারত। সাফল্যও মেলে। আমেদাবাদের মাঠ থেকে উসমান খোয়াজা নামক বটগাছকে অবশেষে উপড়ে ফেলেন অক্ষর। এদিকে চা বিরতির পর ফিল্ডিং করতে মাঠে নামেননি রোহিত শর্মা। তাঁর পরিবর্তে ক্যাপ্টেন্সি করেন চেতেশ্বর পূজারা। তিনিই রিভিউ নেন। ৪২২ বলের দীর্ঘ ইনিংস খেললেন খোয়াজা। ভারতের মাটিতে কোনও অস্ট্রেলিয়ান ক্রিকেটারের সবচেয়ে দীর্ঘ ইনিংস। পিছনে ফেলেছেন গ্রাহাম ইলোপ, স্টিভ স্মিথদের।

প্রথম ইনিংসে অবশ্য শুভমন গিলকে নিয়ে ব্যাট করতে নামেন অধিনায়ক রোহিত শর্মা। ১০ ওভারে বিনা উইকেটে ৩৬ রান ভারতের। রোহিত ১৭ ও শুভমন ১৮ রানে ব্য়াট করছেন। ৪৪৪ রানে পিছিয়ে ভারত। উইকেট ধরে রেখে রানের চাপ কমাতে তৃতীয় দিনে ওপেনিং জুটির ভূমিকার দিকে থাকবে নজর।