AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs AUS, 1st T20 Live Streaming: ফের ২২ গজে ভারত-অস্ট্রেলিয়া, কখন, কোথায় দেখবেন প্রথম টি-২০ ম্যাচ?

India vs Australia, 1st T20 Cricket Match Live Streaming: সদ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপ হেরেছে ভারত। এ বার টি-২০ ফর্ম্যাটে ২২ গজে মুখোমুখি হতে চলেছে এ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও রানার্সরা। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। এবং অজি ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন ম্যাথু ওয়েড।

IND vs AUS, 1st T20 Live Streaming: ফের ২২ গজে ভারত-অস্ট্রেলিয়া, কখন, কোথায় দেখবেন প্রথম টি-২০ ম্যাচ?
ফের ২২ গজে ভারত-অস্ট্রেলিয়া, কখন, কোথায় দেখবেন প্রথম টি-২০ ম্যাচ?
| Edited By: | Updated on: Nov 22, 2023 | 11:14 PM
Share

বিশাখাপত্তনম: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য একদিনের বিশ্বকাপ হেরেছে ভারত। ফের অজিদের বিরুদ্ধে ফর্ম্যাট বদলে বৃহস্পতিবার মাঠে নামছে ভারত। রোহিত শর্মা, বিরাট কোহলিসহ বেশ কয়েকজনকে বিশ্রাম দেওয়া হয়েছে। ৫ ম্যাচের টি-২০ (T20) সিরিজে নজরে থাকবেন ভারতের একঝাঁক তরুণ ক্রিকেটার। এ বার টিম ইন্ডিয়ার নেতৃত্বে দেখা যাবে সূর্যকুমার যাদবকে। রিঙ্কু সিং, তিলক ভার্মারা কেমন খেলেন, দেখতে চাইছেন নির্বাচকরা। আগামিকাল ভারত বনাম অস্ট্রেলিয়ার (India vs Australia) পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কোথায় ও কীভাবে দেখবেন ভারত ও অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।

হেড টু হেডে নজর দিলে দেখা যায় টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত ২৬টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ১৫টি ম্যাচে জিতেছে ভারত ও ১০টি ম্যাচে জিতেছে অজিরা। অমীমাংসিত ১টি ম্যাচ।

ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টি-২০ ম্যাচটি কবে হবে?

ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টি-২০ ম্যাচটি আগামিকাল, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) হবে।

ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টি-২০ ম্যাচটি কোথায় হবে?

ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টি-২০ ম্যাচটি বিশাখাপত্তনমের এস রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে হবে।

ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টি-২০ ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টি-২০ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। ম্যাচের আগে ৬টা ৩০ মিনিট নাগাদ টস হবে।

কোথায় দেখা যাবে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং?

ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ চ্যানেলে। মোবাইলে দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে। পাশাপাশি ভারত বনাম অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের লাইভ আপডেট দেখা যাবে TV9Bangla ওয়েবসাইটে।