‘ব্রাউন ডগ’ ‘বিগ মাঙ্কি’, সিডনির আচরণে ক্ষুব্ধ বিরাট

Jan 10, 2021 | 6:26 PM

সিডনিতে বর্ণবৈষম্যমূলক আচরণ নিয়ে টুইটারে সরব হলেন ভারত অধিনায়ক কোহলি।

ব্রাউন ডগ বিগ মাঙ্কি, সিডনির আচরণে ক্ষুব্ধ বিরাট
সিডনির আচরণে ক্ষুব্ধ বিরাট।

Follow Us

সিডনি: পরপর দু’দিন সিডনির গ্যালারি ‘উপহার’ দিল ভারতীয় দলকে। গ্যালারি থেকে একের পর এক আপত্তিকর শব্দ উড়ে এলে ভারতীয় ক্রিকেটারদের জন্য। বর্ণবৈষম্যমূলক এই আচরণ নিয়ে নিন্দায় মুখর হয়েছে ক্রিকেট মহল। তীব্র সমালোচনা করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

 


ঠিক কী বলা হয়েছে সিরাজ ও বুমরাকে? ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক কর্তা জানিয়েছেন, বারবার ‘ব্রাউন ডগ’ ও ‘বিগ মাঙ্কি’ বলে ডাকা হচ্ছিল ভারতীয় ফিল্ডারদের। রবিবার ঘটনা সামনে আসতেই ছ’জন দর্শককে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। ক্রিকেট অস্ট্রেলিয়া ক্ষমাও চেয়েছে।

 

আরও পড়ুন: কলঙ্কিত ক্রিকেট, আবার সিডনিতে বর্ণ বিদ্বেষের শিকার সিরাজ

কিন্তু যা ঘটেছে, সেটা কোনও ভাবেই মেনে নিতে পারছেন না ভারত অধিনায়ক কোহলি। টুইটারে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। চূড়ান্ত অপমানজনক ব্যবহার, মত কোহলির। ২০১১-১২ টেস্ট সিরিজেও তিনি এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। গ্যালারিতে উপস্থিত সেই সব দর্শকদের নিজের মতো করেই সে দিন জবাব দিয়েছিলেন বিরাট।

সিডনিতে ব্যাট বলের লড়াই জমজমাট। কিন্তু সেই লড়াইকে ছাপিয়ে এখন তুঙ্গে বর্ণবিদ্বেষ বিতর্ক। যা সহজে নেভার নয় বলেই মনে করছে ক্রিকেটমহল। বড় শাস্তির খাঁড়া ঝুলছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের উপর।

Next Article