ব্রিসবেন: নেট বোলার থেকে দেশের হয়ে অভিষেক— ভারতীয় ক্রিকেটের এই নতুন ট্রেন্ডে আর এক নাম ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। অস্ট্রেলিয়ায় টিমের সঙ্গে গিয়েছিলেন নেট বোলার হিসেবে। কিন্তু ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর তাঁকে রেখে দেওয়া হয়েছিল টিমের সঙ্গে। সেই তিনিই ব্রিসবেন টেস্ট খেলে ফেললেন। চতুর্থ টেস্টের প্রথম দিনে নিরাশও করেননি সুন্দর। স্টিভ স্মিথের মূল্যবান উইকেটটা নিয়েছেন তিনি।
It is Tea on Day 1 and #TeamIndia picked 1 wicket of Steve Smith in the 2nd session. #AUSvIND
Details – https://t.co/OgU227P9dp pic.twitter.com/NLVSs2pEk6
— BCCI (@BCCI) January 15, 2021
দিনের শেষে একরাশ তৃপ্তি নিয়ে সুন্দর বলেছেন, ‘টেস্ট সিরিজের আগে আমাকে টিমের সঙ্গে থেকে যেতে বলা হয়েছিল। এটা ভীষণ ভাবে কাজে দিয়েছে। ব্য়াটিং আর বোলিং দুটো স্কিলই বেড়ে গিয়েছে। ওই কারণে এখানকার দারুণ পরিকাঠামো ব্যবহার করার সুযোগও পেয়েছি। টিম ম্যানেজমেন্টকে এই জন্য আলাদা করে ধন্যবাদ জানাতে চাই।’
Debutant @Sundarwashi5 on bowling in the Gabba Test and getting his maiden Test wicket.#AUSvIND pic.twitter.com/gFhwGKlfIE
— BCCI (@BCCI) January 15, 2021
২৪ বছরের অফস্পিনারের দেশের ৩০১তম ক্রিকেটার হিসেবে অভিষেক হল। শুক্রবার সকালে টসের আগে তাঁকে টেস্ট ক্যাপ তুলে দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন।
Let’s hear it for @Sundarwashi5, who gets his #TeamIndia ? from @ashwinravi99. He stayed back after the white-ball format to assist the team and is now the proud holder of cap number 301. ?? pic.twitter.com/DY1AwPV0HP
— BCCI (@BCCI) January 14, 2021
সুন্দর বলেছেন, ‘গতকাল টিম ম্যানেজমেন্ট যখন আমাকে বলেছিল, টেস্ট খেলার জন্য তৈরি থেকো। তখন থেকে যেন স্বপ্নের মতো কেটেছে। আমি ভীষণ রোমাঞ্চিত ছিলাম। এত দিন একটা স্বপ্ন দেখছিলাম, যেটা সত্যি হল।’ সঙ্গে জুড়েছেন, ‘এই তৃপ্তিটা আমি আমার পরিবারকে উত্সর্গ করতে চাই। ওরা আমার জন্য অনেক পরিশ্রম আর আত্মত্যাগ করেছে। যাতে এই জায়গাতে পৌঁছতে পারি। ওরা না থাকলে বোধহয় দেশের হয়ে কোনও দিন টেস্ট খেলা হত না।’
আরও পড়ুন: অভিষেকের বিরল নজির নটরাজনের