কাঁধের চোটে ব্রিসবেন টেস্টে নেই পুকোভস্কি

Jan 14, 2021 | 11:33 AM

পুকোভস্কির বদলে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ব্রিসবেন টেস্টে ওপেন করবেন মার্কাস হ্যারিস।

কাঁধের চোটে ব্রিসবেন টেস্টে নেই পুকোভস্কি
সৌজন্যে-ক্রিকেট অস্ট্রেলিয়া টুইটার

Follow Us

ব্রিসবেনঃ ভারতীয় টিমের চোট আঘাত নিয়ে যখন নানা আলোচনা, তখন অস্ট্রেলিয়া টিমেও বড়সড় ধাক্কা। কাঁধের চোটের জন্য ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার ওপেনার উইল পুকোভস্কি (Will Pucovski)। সিডনি টেস্টে ওপেন করতে নেমে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। শর্ট দুর্বলতা থাকলেও তাঁর ব্যাটিং প্রশংসাই পেয়েছিল অজি প্রাক্তনদের। পুকোভস্কির বদলে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ব্রিসবেন টেস্টে ওপেন করবেন মার্কাস হ্যারিস।

 

 

অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন টিম পেইন বলেছেন, ‘পুকোভস্কিকে আমরা পাচ্ছি না। ও প্র্যাক্টিসে নামার চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত নামতে পারেনি। পুরো ফিট হতে গেলে ওর আরও কিছুটা বিশ্রাম দরকার।’

আরও পড়ুন:  আইপিএলই যত নষ্টের গোড়া, তোপ ল্যাঙ্গারের

টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাথায় চোট পেয়েছিলেন পুকোভস্কি। যে কারণে প্রথম দুটো টেস্টে তাঁকে খেলানো যায়নি। পরিবর্ত হ্যারিসকে নিয়ে অবশ্য আশার কথা শুনিয়েছেন পেইন। তাঁর কথায়, ‘পুকোভস্কিকে নিয়ে আলোচনার পর আমরা হ্যারিসকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছি। ওয়ার্নারের বদলে হ্যারিসই ওপেন করবে।’

আরও পড়ুন: পন্থ, অতীতে ফিরবেন না প্লিজ

টিমে থাকলেও ভারতের বিরুদ্ধে এই সিরিজে খেলার সুযোগ পাননি হ্যারিস। গত বছর অ্যাসেজ সিরিজে শেষ টেস্ট খেলেছেন তিনি। ভারতের বিরুদ্ধে সিরিজ এখন ১-১। ব্রিসবেনে যে ভাবে হোক ম্যাচটা জিতে সিরিজ পকেটে পুরতে চাইছেন পেইনরা।

Next Article