IND vs BAN: অশ্বিন-পন্থ সহ চেন্নাই টেস্টে নানা নজির, রইল সেই তথ্য…
India vs Bangladesh 1st Test: ম্যাচের সেরার পুরস্কারও জিতেছেন অশ্বিন। তেমনই এই টেস্টে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন শুভমন গিল ও ঋষভ পন্থ। এই টেস্টে আর কী কী হল, এক নজরে সংখ্যায় দেখে নেওয়া যাক।
Image Credit source: PTI
অনবদ্য জয়ে বাংলাদেশের বিরুদ্ধে দু-ম্যাচের টেস্ট সিরিজ শুরু ভারতের। চেন্নাইতে প্রথম টেস্টে ২৮০ রানের বিশাল ব্যবধানে জিতেছে ভারত। সকলেই প্রায় অবদান রেখেছেন। তবে আলাদা করে বলতে হয় রবিচন্দ্রন অশ্বিনের কথা। সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট। ম্যাচের সেরার পুরস্কারও জিতেছেন অশ্বিন। তেমনই এই টেস্টে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন শুভমন গিল ও ঋষভ পন্থ। এই টেস্টে আর কী কী হল, এক নজরে সংখ্যায় দেখে নেওয়া যাক।
যা যা হল…
- ৩৭-এই নিয়ে টেস্টে এক ইনিংসে পাঁচ কিংবা তাঁর বেশি উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। যা যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ। শীর্ষে রয়েছেন মুথাইয়া মুরলিধরন। তিনি ৬৭ ইনিংসে পাঁচ কিংবা তার বেশি উইকেট নিয়েছেন। প্রয়াত কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নকে ছুঁলেন রবিচন্দ্রন অশ্বিন।
- ৬-টেস্ট ক্রিকেটে ষষ্ঠ সেঞ্চুরি ঋষভ পন্থের। ভারতীয় কিপারদের মধ্যে এতদিন শীর্ষে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ষষ্ঠ সেঞ্চুরিতে মাহিকে ছুঁলেন পন্থ।
- ৩৮ বছর ২দিন- এই টেস্টে নামার সময় অশ্বিনের বয়স। ভারতের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে টেস্টে এক ইনিংসে পাঁচ কিংবা তার বেশি উইকেট। এর আগে এই কীর্তি ছিল ভিনু মানকডের। ৩৭ বছর ৩০৬ দিন বয়সে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে এক ইনিংসে ফাইফার নিয়েছিলেন।
- ১-একই ভেনুতে সেঞ্চুরি এবং ফাইফার। প্রথম ক্রিকেটার হিসেবে একই ভেনুতে দু-বার এই কীর্তি অশ্বিনের। চেন্নাইতে খেলা এর আগের টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধেও সেঞ্চুরি করেছিলেন এবং ফাইফার ছিল অশ্বিনের।
- ১-পুরুষদের ক্রিকেটে প্রবীণতম ক্রিকেটার হিসেবে একই টেস্টে সেঞ্চুরি এবং ফাইফার অশ্বিনের। এর আগে পলি উমরিগর ৩৬ বছর ৭দিন বয়সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই কীর্তি গড়েছিলেন।
- ৪-এই নিয়ে চারবার টেস্টে সেঞ্চুরি এবং ফাইফার অশ্বিনের। তাঁর সামনে শুধুই ইয়ান বথাম। তিনি পাঁচ বার এই কৃতিত্ব দেখিয়েছিলেন।
- ৭-টেস্টের দ্বিতীয় ইনিংসে এই নিয়ে সপ্তম বার ফাইফার অশ্বিনের। শেন ওয়ার্ন ও মুরলিধরনকে ছুঁলেন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে ফাইফারের ক্ষেত্রে শীর্ষে শ্রীলঙ্কার বাঁ হাতি স্পিনার রঙ্গনা হেরাথ।
- ১২-একই টেস্টে ৫০ প্লাস স্কোর ও মোট পাঁচ কিংবা তার বেশি উইকেট রবীন্দ্র জাডেজা। চেন্নাইতে প্রথম ইনিংসে ৮৬ রান এবং ২ উইকেট ছিল জাডেজার। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেন তিনি। একমাত্র ইয়ান বথাম (১৬) এগিয়ে জাডেজার থেকে। অশ্বিন এবং সাকিব আল হাসান ১১ বার এই কৃতিত্ব দেখিয়েছেন।
- ১৭৯-১৭৮-টেস্টের ইতিহাসে ভারতের জয়-হারের পরিসংখ্যান। ভারতের টেস্ট ইতিহাসে প্রথম বার হারকে ছাপিয়ে গেল জয়। পজিটিভ রেকর্ডের দিক থেকে বিশ্বের পাঁচ টিমের মধ্যে জায়গা করে নিল ভারত।