India vs Bangladesh Weather: বাংলাদেশকে হারালেই সেমিফাইনালে! ভারতকে চিন্তায় রাখছে আবহাওয়ার অঙ্ক

ICC MEN’S T20 WC 2024: ভারত-পাকিস্তান ম্যাচের মতো না হলেও, এখন ভারত-বাংলাদেশ ম্যাচ অনেকটা সেই পর্যায়েই গিয়েছে। ভারতের বিরুদ্ধে যেন বাড়তি তাগিদ নিয়ে খেলে। বাংলাদেশের স্পিন আক্রমণ খুবই ভালো। সে সবের বিরুদ্ধে লড়াই থাকবেই। আরও একটা লড়াই বৃষ্টি। সুপার এইটে ভারত প্রথম ম্যাচ খেলেছিল বার্বাডোজে। আজকের ম্যাচ অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে।

India vs Bangladesh Weather: বাংলাদেশকে হারালেই সেমিফাইনালে! ভারতকে চিন্তায় রাখছে আবহাওয়ার অঙ্ক
Image Credit source: AFP
Follow Us:
| Updated on: Jun 22, 2024 | 2:21 PM

সুপার এইট পর্ব বিশাল জয়ে শুরু করেছে ভারত। গ্রুপ ১-এ ভারতের সঙ্গে রয়েছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়েছে ভারত। নেট রান রেট +২.৩৫০। গ্রুপ শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তারাও প্রথম ম্যাচ জিতেছে। বাংলাদেশকে হারিয়ে অস্ট্রেলিয়ার নেট রান রেট +২.৪৭১। ভারত-অস্ট্রেলিয়া দু-দলেরই পয়েন্ট ২ করে। বাংলাদেশ ও আফগানিস্তান প্রথম ম্যাচে হেরেছে। আজকের ম্যাচ জিতলে ভারতের ৪ পয়েন্ট হবে এবং নেট রান রেটও বাড়বে। শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিরুদ্ধে জিতলে ৪ পয়েন্ট হবে। কার্যত সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। ভারতীয় সময় অনুযায়ী কাল সকালে অস্ট্রেলিয়া যদি আফগানিস্তানকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে এক ম্যাচ বাকি থাকতেই ভারত ও অস্ট্রেলিয়া দু-দলই সেমিফাইনালে পৌঁছে যাবে। তবে আজকের ম্যাচেই সেমিফাইনালে এক পা ফেলার ক্ষেত্রে ভারতের বাধা হয়ে দাঁড়াতে পারে অ্যান্টিগার আবহাওয়া।

ভারত-পাকিস্তান ম্যাচের মতো না হলেও, এখন ভারত-বাংলাদেশ ম্যাচ অনেকটা সেই পর্যায়েই গিয়েছে। ভারতের বিরুদ্ধে যেন বাড়তি তাগিদ নিয়ে খেলে। বাংলাদেশের স্পিন আক্রমণ খুবই ভালো। সে সবের বিরুদ্ধে লড়াই থাকবেই। আরও একটা লড়াই বৃষ্টি। সুপার এইটে ভারত প্রথম ম্যাচ খেলেছিল বার্বাডোজে। আজকের ম্যাচ অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, শুধু বৃষ্টিই নয়, বজ্রপাতও হতে পারে। স্থানীয় সময় অনুযায়ী সকাল ১০.৩০-এ শুরু ম্যাচ। পূর্বাভাসে রয়েছে, সকাল ১০-১১টা বজ্রপাত হতে পারে। আর বৃষ্টির সম্ভাবনা ৪৬-৫১ শতাংশ। পরের দিকে আবহাওয়ার উন্নতি হতে পারে। সেক্ষেত্রে সংক্ষিপ্ত ম্যাচ হতে পারে। ফলে টস আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত-বাংলাদেশ ম্যাচে বৃষ্টি হয়েছিল। সংক্ষিপ্ত ম্যাচে প্রবল চাপে ছিল ভারত।

ম্যাচ ভেস্তে গেলে কী হবে? আজকের ম্যাচ ভেস্তে গেলে পয়েন্ট ভাগাভাগি হবে। ভারতের ঝুলিতে থাকবে ৩ পয়েন্ট। বাংলাদেশের ১ পয়েন্ট। ভারত যদি অস্ট্রেলিয়ার কাছে শেষ ম্যাচে হারে এবং বাংলাদেশ যদি নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে দেয়, সেক্ষেত্রে সুপার এইটেই বিদায় হয়ে যেতে পারে ভারত। বাংলাদেশের কাছে আর একটা অ্যাডভান্টেজ, তাদের ম্যাচটা ভারত-অস্ট্রেলিয়ার পরে। ফলে ভারত হারলে পয়েন্টের অঙ্ক বুঝে খেলার সুযোগ থাকবে বাংলাদেশের কাছে। আজকের ম্যাচ ভেস্তে গেলে ভারতের কাছে অস্ট্রেলিয়া ম্যাচটা মরণ বাঁচন হয়ে দাঁড়াতে পারে। আর ম্যাচ হলে, ভারত জিতলে সেমিফাইনাল কার্যত নিশ্চিত। অঙ্কের বিচারে সকালে অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে শুধু। ভারত আজকের ম্যাচে হারলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় ছাড়া সুরক্ষিত নয়। তখন আবার অন্য অঙ্ক।

আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?
সর্বনাশা স্যালাইন? প্রসূতির প্রাণের বিনিময়ে সামনে এল আরও এক দুর্নীতি!
সর্বনাশা স্যালাইন? প্রসূতির প্রাণের বিনিময়ে সামনে এল আরও এক দুর্নীতি!
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
জেলাশাসকের মাথায় ‘প্রভাবশালী শাশুড়ি’র হাত, ফের কোটি কোটির দুর্নীতির অ
জেলাশাসকের মাথায় ‘প্রভাবশালী শাশুড়ি’র হাত, ফের কোটি কোটির দুর্নীতির অ
এবার পাতালঘরে ঢুকে গেল বাংলাদেশের বাজার!
এবার পাতালঘরে ঢুকে গেল বাংলাদেশের বাজার!
রেলের শেয়ারেরই দিন, চড়চড়িয়ে বাড়ল ইরকন ইন্টারন্যাশনাল থেকে আরভিএনএল!
রেলের শেয়ারেরই দিন, চড়চড়িয়ে বাড়ল ইরকন ইন্টারন্যাশনাল থেকে আরভিএনএল!
অভিষেককে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য মমতাকে পরামর্শ সুকান্তর
অভিষেককে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য মমতাকে পরামর্শ সুকান্তর
১ দিনেই ৮০ শতাংশ লাফ, আপনার আছে নাকি এই শেয়ার?
১ দিনেই ৮০ শতাংশ লাফ, আপনার আছে নাকি এই শেয়ার?