India vs Bangladesh: এশিয়া কাপের সুপার-৪ এর শেষ ম্যাচে যে রেকর্ডের সামনে রোহিত-সাকিবরা

Asia Cup 2023: কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ সুপার ফোরের শেষ ম্যাচে মুখোমুখি রোহিত শর্মার ভারত এবং সাকিব আল হাসানের বাংলাদেশ। একদিকে মহাদেশীয় টুর্নামেন্টের প্রথম ফাইনালিস্ট মেন ইন ব্লু। অন্যদিকে টুর্নামেন্টের ফাইনালের দৌড় থেকে ছিটে যাওয়া প্রথম দল বাংলাদেশ। সাকিব আল হাসানদের কাছে এই ম্যাচে হারানোর কিছু নেই। বরং টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচ জিতে বিশ্বকাপের আগে একটু হলেও আত্মবিশ্বাস সঙ্গে দেশে ফেরার লক্ষ্যে নামবে বাংলাদেশ।

India vs Bangladesh: এশিয়া কাপের সুপার-৪ এর শেষ ম্যাচে যে রেকর্ডের সামনে রোহিত-সাকিবরা
এশিয়া কাপের সুপার-৪ এর শেষ ম্যাচে যে রেকর্ডের সামনে রোহিত-সাকিবরা
Follow Us:
| Edited By: | Updated on: Sep 15, 2023 | 9:50 AM

কলম্বো: এ বারের মতো এশিয়া কাপ (Asia Cup 2023) শেষের পথে। আজ সুপার ফোরের শেষ ম্যাচ। আর রবিবার ভারত-শ্রীলঙ্কা ফাইনাল। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ সুপার ফোরের শেষ ম্যাচে মুখোমুখি রোহিত শর্মার ভারত এবং সাকিব আল হাসানের বাংলাদেশ। একদিকে মহাদেশীয় টুর্নামেন্টের প্রথম ফাইনালিস্ট মেন ইন ব্লু। অন্যদিকে টুর্নামেন্টের ফাইনালের দৌড় থেকে ছিটে যাওয়া প্রথম দল বাংলাদেশ। সাকিব আল হাসানদের কাছে এই ম্যাচে হারানোর কিছু নেই। বরং টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচ জিতে বিশ্বকাপের আগে একটু হলেও আত্মবিশ্বাস সঙ্গে দেশে ফেরার লক্ষ্যে নামবে বাংলাদেশ। অন্যদিকে রবিবার যেহেতু ফাইনাল, তাই এই ম্যাচ দিয়ে ভারত ফাইনালের প্রস্তুতি সেরে নেবে। জানা গিয়েছে, এই ম্যাচে আবার বেশ কয়েকজনকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে বিসিসিআই। আজ দুপুরেই তা জানা যাবে। আপাতত TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন আজকের ম্যাচে ভারত ও বাংলাদেশের (India vs Bangladesh) ক্রিকেটাররা কোন কোন রেকর্ড গড়তে পারেন?

এক ঝলকে দেখে নিন আজ এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে যে রেকর্ড গড়তে পারেন দুই দলের ক্রিকেটাররা —

১. রোহিত শর্মা – আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫০টি ছক্কার রেকর্ড পূর্ণ করা থেকে ৬টি ছয় দূরে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে ক্যাচের ডাবল সেঞ্চুরি পূর্ণ করার জন্য রোহিতকে নিতে হবে আর ১টি ক্যাচ।

২. রবীন্দ্র জাডেজা – ওডিআইতে ২০০ উইকেট পূর্ণ করা থেকে ১ উইকেট দূরে রয়েছেন ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা।

৩. লোকেশ রাহুল – ওডিআইতে ছক্কার হাফসেঞ্চুরির জন্য লোকেশ রাহুলের প্রয়োজন আর ২টি ছয়।

৪. অক্ষর প্যাটেল – আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০টি উইকেটের মালিক হতে হলে অক্ষর প্যাটেলকে নিতে হবে আর ৩টি উইকেট।

৫. মহম্মদ সিরাজ – ওডিআইতে উইকেটের হাফসেঞ্চুরি পূর্ণ করার জন্য মহম্মদ সিরাজের প্রয়োজন আর ৩টি উইকেট।

৬. শুভমন গিল – চলতি বছরে ওডিআইতে ১ হাজার রান করা প্রথম ক্রিকেটার হওয়ার জন্য শুভমন গিলের প্রয়োজন ৯৬ রান।

৭. সাকিব আল হাসান – আন্তর্জাতিক ওডিআইতে ছক্কার হাফসেঞ্চুরি পূর্ণ করার জন্য সাকিব আল হাসানের প্রয়োজন আর ৩টি ছয়।

৮. মেহেদি হাসান মিরাজ – ওডিআইতে চারের সেঞ্চুরির জন্য মেহেদি হাসান মিরাজের চাই ১০টি চার।

৯. মুস্তাফিজুর রহমান – ওডিআইতে ১৫০টি উইকেটের মালিক হতে গেলে মুস্তাফিজুর রহমানকে নিতে হবে আর ২টি উইকেট।