পুনে: টানা চার ম্যাচে জয়। ফেভারিটের মতোই খেলছে টিম ইন্ডিয়া। আজ প্রতিপক্ষ ছিল পড়শি বাংলাদেশ। পুনেতে আরও একটা দাপুটে জয়। ভারতীয় শিবিরে সাময়িক অস্বস্তি তৈরি হয়েছিল হার্দিক পান্ডিয়ার চোটে। ওভারের মাঝে চোট। তাঁর ওভার সম্পূর্ণ করেন বিরাট কোহলি। হার্দিকের চোটের স্ক্যান হয়। রিপোর্টে গুরুতর কিছু নেই বলেই খবর। চোটের জন্য এই ম্যাচে খেলেননি সাকিব আল হাসান। নেতৃত্ব দেন নাজমুল হোসেন শান্ত। টস জিতে ভারতকে ২৫৭ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। ৫১ বল বাকি থাকতেই জয় ভারতের। এক ছয়ে সেঞ্চুরি এবং উইনিং রান বিরাটের ব্যাটে। এই ম্য়াচের প্রত্যেক মুহূর্তের আপডেট পাবেন TV9 Bangla Sports-এর এই লাইভ ব্লগে।
প্রয়োজনীয় রান খুব কম। বিরাটের সেঞ্চুরি হবে কিনা, ধোঁয়াশা তৈরি হয়। বিশাল ছয়ে সেঞ্চুরি এবং উইনিং রান। বিস্তারিত পড়ুন : এক শটেই বিরাটের সেঞ্চুরি ও ভারতের জয়
বিশ্বকাপে আরও একটা হাফসেঞ্চুরি। ৪৮ বলে হাফসেঞ্চুরিতে বিরাট। গ্যালারিতে প্ল্যাকার্ড। গর্জন। অস্ট্রেলিয়া, আফগানিস্তানের পর বাংলাদেশ। এ বারের বিশ্বকাপে তৃতীয় এবং ওডিআইতে সব মিলিয়ে ৬৯তম হাফসেঞ্চুরি।
অনবদ্য ব্যাট করছিলেন। হাফসেঞ্চুরির পর বড় শট খেলার চেষ্টা। ব্যাটে-বলে সংযোগ হল না। বাউন্ডারি লাইনে দারুণ ক্যাচ মাহমুদুল্লা রিয়াধের। ৫৩ রানে ফিরলেন শুভমন।
শুভমনের হাফসেঞ্চুরি হতেই ক্যামেরা ধরল গ্যালারিতে সারা তেন্ডুলকরকে। হাততালিতে শুভেচ্ছা সারার। শুরু থেকেই রয়েছেন সচিন-কন্যা : ক্যাচ নিলেন গিল, গ্যালারিতে উচ্ছ্বাস প্রকাশ করলেন সারা তেন্ডুলকর
গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে বিশ্বকাপ অভিষেক হয়েছে শুভমন গিলের। সেই ম্যাচে অবশ্য বড় রান আসেনি তাঁর ব্যাটে। বাংলাদেশের বিরুদ্ধে শুরুতে সতর্ক ব্যাটিং। এরপর বিধ্বংসী। ওপেনিং জুটি ভাঙতে আবার কিছুটা শান্ত। যেন নিখুঁত একটা হাফসেঞ্চুরির ইনিংস। ৫২ বলে ৫০-এ শুভমন।
বিরাটকে দেখেই কি খেই হারালেন বাংলাদেশের তরুণ পেসার হাসান মেহমুদ! স্বাগত জানান নো বলে। ফ্রি-হিটে বাউন্ডারি। সেটিও নো-বল। পরের বলে ফ্রি-হিটে সাইটস্ক্রিনের ওপরে বিশাল ছয় কিং কোহলির।
রোহিত বনাম শুভমন। বাউন্ডারির যেন প্রতিযোগিতা চলছে। বিশ্বকাপের মঞ্চে আরও একটা হাফসেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন। আগের বলেই পুল শটে বিশাল ছয় মেরেছেন। একইরকম শট খেলতে গিয়ে আউট রোহিত। মাত্র ৪০ বলে ৪৮ রানে ফিরলেন ক্যাপ্টেন।
রোহিত শর্মা শুরু থেকেই আগ্রাসী। শুভমন গিল কিছুটা সতর্ক শুরু করেন। পাওয়ার প্লে-র শেষ ওভারে জোড়া ছক্কা। পাওয়ার প্লে-র ১০ ওভারে বিনা উইকেটে ৬৩ রান তুলে নিয়েছে ভারত।
শুরু হল ভারতের ইনিংস। ওপেনিংয়ে সেই চেনা রোহিত ও গিল জুটি।
ভারতকে ২৫৭ রানের লক্ষ্য দিয়ে শেষ হল বাংলাদেশের ইনিংস।
ফের উইকেট হারাল বাংলাদেশ। এ বার ফিরলেন মাহমাদুল্লাহ।
ফের উইকেট হারাল বাংলাদেশ। এ বার প্য়াভিলিয়নে ফিরলেন নাসুম আহমেদ।
রাহুলের পর এ বার জাদু দেখালেন জাডেজা। অনবদ্য একটা ক্য়াচ। ফিরলেন মুশফিক উর রহিম।
একের পর এক উইকেট। হাল ধরতে নেমে ১৬ রান করেই ফিরলেন তৌহিদ হৃদয়।
৬৬ রান করে আউট লিটন দাস। তাঁকে ফেরালেন জাডেজা।
লোকেশ রাহুলের অনবদ্য় ক্য়াচ! প্যাভিলিয়নে ফিরলেন মেহেদি হাসান মিরাজ।
হাফ সেঞ্চুরি করলেন লিটন দাস।
বাংলাদেশের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন নাজমুল শান্ত হোসেনের উইকেট তুলে নিলেন রবীন্দ্র জাডেজা। ১৭ বলে ৮ রান করে মাঠ ছাড়লেন শান্ত।
ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন কুলদীপ যাদব। এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়লেন তানজিদ হাসান। ৪৩ বলে ৫১ রান করলেন তানজিদ।
৪১ বলে অর্ধশতরান পূর্ণ করলেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান।
ম্যাচের মাঝে চোট পান্ডিয়ার। আক্রমণে বড় চমক ভারতের। বল করছেন বিরাট কোহলি।
ওপেনিংয়ে তানজিদ হাসান ও লিটন দাস। আক্রমণে জসপ্রীত বুমরা।
বিস্তারিত পড়ুন: সাকিব নেই, ভারতকে বড় রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
টস জিতে রোহিতদের ফিল্ডিংয়ে পাঠালেন নাজমুল হোসেন শান্ত । সাকিব আল হাসানের অনুপস্থিতিতে দলকে আজ নেতৃত্ব দেবেন তিনি।
বিস্তারিত পড়ুন: জয়ের লক্ষ্যে ভারতের ভাবনায় বাংলাদেশের দুই বাঁ হাতি পেসার
বিস্তারিত পড়ুন: রাত পোহালেই মুখোমুখি ভারত-বাংলাদেশ, কোথায় কখন দেখবেন ম্যাচটি?