India vs Bangladesh, ICC ODI World Cup 2023: সাকিব নেই, ভারতকে বড় রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
IND vs BAN, ICC World Cup 2023: পুনেতে আজ মুখোমুখি রোহিত শর্মার ভারত ও বাংলাদেশ। হারের হ্যাটট্রিক আটকানোই লক্ষ্য টাইগার্সদের। বড় ম্যাচে বিরাট চাপ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। কারণ এই ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে। তাঁর জায়গায় আজ বাংলাদেশের হয়ে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।
পুনে: মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সারি দিয়ে ঢুকছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। গায়ে বিরাট ১৮, রোহিত ৪৫ লেখা নীল জার্সি। মাঝে মাঝে উঁকি দিচ্ছে ধোনি ৭ লেখা নীল জার্সিও। ভারতীয় ক্রিকেট প্রেমীদের হাতে হাতে তেরঙ্গা। চলছে জোর স্লোগান ইন্ডিয়া… ইন্ডিয়া…। এই সকল ভিডিয়ো নেট দুনিয়ায় ভাইরাল। আর হবে নাই বা কেন! পুনেতে আজ মুখোমুখি রোহিত শর্মার ভারত (India) ও বাংলাদেশ। হারের হ্যাটট্রিক আটকানোই লক্ষ্য টাইগার্সদের। বড় ম্যাচে বিরাট চাপ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। কারণ এই ম্যাচে বাংলাদেশ (Bangladesh) পাচ্ছে না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে (Shakib Al Hasan)। তাঁর জায়গায় আজ বাংলাদেশের হয়ে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। টস ও দুই দলের একাদশ সম্পর্কে বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশের স্ট্যান্ড ইন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতের বিরুদ্ধে টস জেতেন। টস জিতে পুনেতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টসের সময় নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আজ আমার জন্য ও আমার পরিবারের জন্য গর্বের একটা দিন। জাতীয় দলের হয়ে নেতৃত্ব দিচ্ছি। উইকেট ভালো দেখাচ্ছে। আবহাওয়াও বেশ ভালো। তাই আমরা স্কোরবোর্ডে বেশি রান তুলতে চাই। নিউজিল্যান্ড ম্যাচে সাকিব উরুর চোট পেয়েছিলেন। তাই তিনি আজকের ম্যাচে নেই। নাসুম আহমেদ আজ একাদশে রয়েছেন। তাসকিন আহমেদের জায়গায় একাদশে হাসুন মাহমুদ। ভারতের বিরুদ্ধে আমাদের বেশ ভালো স্মৃতি রয়েছে। আমি আশাবাদী একটা দারুণ ম্যাচ হতে চলেছে। দর্শকদের দেখে দারুণ লাগছে। আশা করি দর্শকরা দুই দলকে সমর্থন করবেন।’
ভারত অধিনায়ক রোহিত শর্মা টসের সময় জানান, টস জিতলে প্রথমে ফিল্ডিং বাছতেন। প্রথমে বোলিং করে সাফল্য এসেছে ভারতের। তাই সেই সিদ্ধান্তই নিতেন রোহিত। উইনিং কম্বিনেশন কোনও দলই ভাঙতে চায় না। তাই বাংলাদেশের বিরুদ্ধেও ভারতের একাদশে কোনও পরিবর্তন নেই বলে জানান রোহিত।
ভারতের একাদশ – রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ।
বাংলাদেশের একাদশ – লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদুল্লা রিয়াদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।