IND vs ENG Confirm Playing XI: ফের টস হার, বোলিংয়ের সিদ্ধান্ত পোপের, অবাক একাদশ বাছাই ভারতের!

India Vs England 5th Test Toss Report: বৃষ্টির কারণে সামান্য দেরিতে টস হয়। লন্ডন ওয়েদার এমনই। টসের আগে বৃষ্টি হয়। ম্যাচেও প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ড অধিনায়ক ওলি পোপের। শুভমন যদিও বলছেন, ম্যাচ জিতলে টস নিয়ে আর মাথা ঘামানোর কারণ নেই।

IND vs ENG Confirm Playing XI: ফের টস হার, বোলিংয়ের সিদ্ধান্ত পোপের, অবাক একাদশ বাছাই ভারতের!
Image Credit source: PTI

Jul 31, 2025 | 3:17 PM

সিরিজের শেষ টেস্ট। ইংল্যান্ডের নিয়মিত ক্যাপ্টেন বেন স্টোকস চোটের কারণে নেই। ওলি পোপ নেতৃত্ব দিচ্ছেন। এই সিরিজে টস ভাগ্য কাজ করেনি ভারতের। শুভমন গিল এ দিনও টস হারলেন। বৃষ্টির কারণে সামান্য দেরিতে টস হয়। লন্ডন ওয়েদার এমনই। টসের আগে বৃষ্টি হয়। ম্যাচেও প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ড অধিনায়ক ওলি পোপের। শুভমন যদিও বলছেন, ম্যাচ জিতলে টস নিয়ে আর মাথা ঘামানোর কারণ নেই।

বোলারদের জন্য ভালো উইকেট। তিনটি পরিবর্তনের কথা জানালেন শুভমন গিল। যদিও প্লেয়িং একাদশ প্রকাশ্যে আসতেই বোঝা গেল চারটে পরিবর্তন। ঋষভ পন্থের পরিবর্তে ধ্রুব জুরেল আসতেনই। শার্দূল ঠাকুরের জায়গায় নেওয়া হল করুণ নায়ারকে। বুমরার পরিবর্তে প্রসিধ কৃষ্ণ। অংশুল কম্বোজ বাদ। ফিরলেন আকাশ দীপ। বাঁ হাতি পেসার অর্শদীপকে অভিষেকের জন্য ভাবা হলেও সুযোগ পেলেন না।

বাড়তি ব্যাটিং অপশন রাখতেই তিন পেসার এবং দুই স্পিনার। শার্দূল ঠাকুরের পরিবর্তে করুণ নায়ার। তিন পেসার মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা ও আকাশ দীপ। সঙ্গে দুই স্পিন বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাডেজা। কিছুটা অভিজ্ঞতার কারণেই প্রসিধকে সুযোগ দেওয়া হল। কুলদীপ যাদবকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হলেও এক ম্যাচেও খেলানো হল না।

ভারতের ঘোষিত একাদশ- লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, শুভমন গিল, সাই সুদর্শন, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ।

ইংল্যান্ডের ঘোষিত একাদশ-জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেকব বেথেল, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভার্টন, জশ টং।